
25/07/2025
টিকার কার্ডে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। এর অর্থ হলো টিকা দিতে হলে আগে শিশুর জন্ম নিবন্ধন করতে হবে। পরবর্তীতে টিকার কার্ড ও টিকা প্রদান করা হবে। শিশুর জন্মের সাথে সাথে ০(শূন্য) থেকে ৪৫(পয়তাল্লিশ) দিনের মধ্যে বিনাফিসে জন্ম নিবন্ধন সম্পূর্ণ করে, নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের পরিবারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ করা হলো।
বহুল প্রচারের জন্য সকলের প্রতি বিনীত আহবান করছি।
#জনসার্থে_চৌদ্দগ্রাম_উপজেলা_প্রশাসন