Peace of Mind

Peace of Mind Assalamualaikum.. � This is a religious page for spreading Islamic post, quotes and content.. ��

🌼
06/08/2025

🌼

29/10/2024

হয়নি ছোঁয়া কা'বার গিলাফ
পেরোইনি ঐ মদিনার ব্যারিকেড,
চকচকে এই ধরিত্রীতে
এ আমার বেশ বড়সড় আক্ষেপ!

- উম্মুল আরওয়াহ্।

29/10/2024

𝗬𝗮 𝗮𝗹𝗹𝗮𝗵, I'm still waiting for your beautiful plan for me.🖤🤍

28/10/2024

–কারো শারীরিক সৌন্দর্য বা হাই-লেভেলের চাকরি কিংবা ধনীঘরে জন্ম দেখে আফসোস করবেন না। কারণ, কোনটা নিয়ামত আর কোনটা গজব- আপনি সেটা জানেন না।

কত লোক সৌন্দর্যের কারণে চরিত্র হারিয়েছে, উচ্চপদের চাকরি পেয়ে সততা গেছে, ধনাঢ্য পরিবারে জন্ম হওয়াতে জীবন ধ্বংস হয়েছে _ ✨💜

17/09/2024

Before you cheat / scam / break / hurt someone.

Just imagine, That person starts to cry in front of Allah complaining about you. Don't hurt someone so much that they sit on the prayer mat and cry because of you and the pain you've caused them.

Avoid hurting others because the pain you cause them may come back to you in another form.
Allah is the judge. The All-Hearing, All-Seeing and you'll be held accountable for your actions. ❤️

17/09/2024

রাসুল (সাঃ) বলেন,
"মৃ*ত ব্যক্তিকে খাটিয়ায় রেখে লোকেরা যখন কাঁধে বহন করে নিয়ে যায় তখন সে নেককার হলে বলতে থাকে, আমাকে এগিয়ে নিয়ে চল, আমাকে এগিয়ে নিয়ে চল, আর সে নেককার যদি না হয় তাহলে সে বলতে থাকে হায় আফসোস, হায় আফসোস এটাকে নিয়ে কোথায় যাচ্ছো?
মানুষ ও জ্বী*ন ব্যতিত সব কিছুই তার আওয়াজ শুনতে পায়। মানুষ তা শুনতে পেলে অবশ্যই বেহুশ হয়ে যেত।"
(সহীহ বুখারী/৯৪৩)

07/05/2024

১৬ বছর বয়সে যাকে আপনি ভালোবাসতেন, ২০ বছর বয়সে আপনি তাকে পা'ত্তা দিবেননা। ২০ বছর বয়সে যার টেনশনে চোখের নিচে ডার্ক সার্কেল ফেলেছেন, ২৫ বছরে এসে তার থেকে নিজেকে দূরে স'রিয়ে নিবেন। স্নাতক প্রথম বর্ষে যে পরীক্ষায় ফেইল করে অঝোরে কেঁদেছিলেন, ফাইনাল ইয়ারে পাশ করার পর সেটা একেবারেই ভুলে যাবেন।

ঠিক তেমনি, আজ আপনি যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন তা দেখে মনে হতে পারে এখানেই বুঝি শেষ!
নিশ্চিত থাকুন যে, সব কুয়াশা চলে যাবে এবং এই পরিস্থিতি শেষ হবে ইনশাআল্লাহ!
বিশ্বাস করুন, আল্লাহর ইচ্ছায় সব তি'ক্ততাই চলে যায় এবং সময় সবকিছু ঠিক করে দেয়। ✨❤️

04/05/2024

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।❤️

25/04/2024

বিয়ের করার আগে ভাবুন --- আপনি কেন আর কিসের জন্য বিয়ে করছেন!?

সুফিয়ান বিন উয়াইনার নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, 'হে আবূ মুহাম্মাদ! আমি আমার স্ত্রীর ব্যাপারে আপনার নিকট অভিযোগ জানাচ্ছি। আমি এখন তার নিকটে সবচেয়ে অপমান ও ঘৃণার পাত্র!' এ কথা শুনে সুফিয়ান কিছু সময় মাথা নামিয়ে থাকলেন। অতঃপর মাথা তুলে বললেন, 'সম্ভবতঃ তুমি সম্মান পাওয়ার লোভে তাকে পছন্দ করেছ?' সে বলল, 'আবূ মুহাম্মাদ! জী হ্যাঁ।'

তিনি বললেন, 'যে ব্যক্তি সম্মান খুঁজতে বিবাহ করে, অপমান তার প্রাপ্তি হয় এবং যে ব্যক্তি ধনী হওয়ার জন্য বিবাহ করে, দরিদ্রতা তার প্রাপ্তি হয়। আর যে ব্যক্তি দ্বীন খুঁজে বিবাহ করে, আল্লাহ তার জন্য দ্বীনের সাথে সম্মান ও ধনকে একত্রিত ক'রে দেন।' --- [হিলয়্যাতুল আওলিয়া ৭/২৮৯]

শাইখ আব্দুল হামিদ ফাইযী আল মাদানী হাফিঃ

25/04/2024

Someone asked me:

“What is your weakness?”
i’m sensitive.
smallest things can hurt me.

“What is your strenght?”
Little things makes me happy too.

24/04/2024

Life is okay as long as you see your mother’s smile.
Alhāmdulillah🖤

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Peace of Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share