মাধাইয়া ইউনিয়ন বি. এন. পি

মাধাইয়া ইউনিয়ন বি. এন. পি সত্য খবর প্রচারে এগিয়ে

08/08/2025

গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে আবারও বিএনপির বি রু দ্ধে মব সৃষ্টি করছে জামাত শিবির। সবাই সতর্ক থাকুন।

08/08/2025

বাংলাদেশে কোনও হ’ত্যাকাণ্ড যদি লোকচক্ষুর সামনে আনতে না পারেন, তাহলে দুইটা কাজ করবেন:

১। ঘটনাটার সাথে “চাঁদাবাজি” শব্দটা জুড়ে দিন।
২। “বিএনপি” শব্দটা বসিয়ে দিন।

বুম! আপনার ঘটনা এখন সবার নজরে চলে আসবে।
এবার আর ফ্যাক্ট চেকিংয়ের দরকার নেই। প্রকৃত দোষীর বিচার চাওয়ারও দরকার নেই।
এখন আপনি এই দুইটা শব্দকে ফুঁজি করে একটা দলের ঘাড়ে সব দোষ চাপাতে পারবেন।
সাথে হাজার হাজার শেয়ার, কিছু ফলোয়ার, আর নিজের প্রোফাইলে দেশপ্রেমিক হওয়ার গর্ব সবই পেয়ে যাবেন।

আমি আবারও বলছি,
প্রকৃত দোষীর বিচার চাওয়ার দরকার নেই।
কারণ আপনি একজন বিবেকবান মানুষ না, আপনি একজন “মাইনসের বাইচ্ছা” না।

এইসব বাতাসে না জেনে খবর ছড়ায় বিএনপিরে দমাইতে পারবেন না। ভোটের সময় আসল প্রমাণ হবে।

যত বড় কথাই বলেন জামানত থাকবে না! এলডিপি মহাসচিব ড.রেদোয়ানকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক আতিকুল আলম শাওন
25/07/2025

যত বড় কথাই বলেন জামানত থাকবে না! এলডিপি মহাসচিব ড.রেদোয়ানকে কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহব্বায়ক আতিকুল আলম শাওন

15/07/2025

এই যুগে কোরআন নাযিল হলে চরমোনাই এর বাপের নাম চলে আসতো,,আর কি শুনতে হবে আমাদের।

15/07/2025

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাধাইয়া ইউনিয়ন বি. এন. পি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share