17/09/2025
হে আল্লাহ্,আমাদের সকলকে হেফাজত করুন,
আমাদের অন্তরগুলোকে হিংসা, লোভ আর অন্যায় থেকে পবিত্র করুন।
পরিবারে দিন সুখ-শান্তি, জীবনে দিন হালাল রিজিক।
হে দয়াময়,
আমাদের দেশকে করুন নিরাপদ, শান্তিময় ও সমৃদ্ধশালী।
দূর করুন দুর্নীতি, অন্যায় আর অশান্তি।
দেশের নেতা-নেত্রীদের দিন সৎ বুদ্ধি, ন্যায়নিষ্ঠা আর জনগণের সেবার মনোভাব।
হে আল্লাহ্,
আমাদের দেশের মাটিকে করুন উর্বর,
আমাদের মানুষের মনে দিন একতা ও ভ্রাতৃত্ববোধ।
সবাইকে রাখুন ঈমান, স্বাস্থ্য ও শান্তির ছায়ায়।
🤲 আমিন