22/09/2024
“আমাদের সমাজ যাকে কোনো মূল্য দেয় না,
প্রকাশ্যে তার অকুণ্ঠ প্রশংসা করে,
আর যাকে মূল্য দেয় প্রকাশ্যে তার নিন্দা করে।
শিক্ষকের কোনো মূল্য নেই,
তাই তার প্রশংসায় সমাজ পঞ্চমুখ;
চোর, দারোগা, কালোবাজারি
সমাজে অত্যন্ত মুল্যবান,
তাই প্রকাশ্যে সবাই তাদের নিন্দা করে “