15/10/2025
কুমিল্লা কোটবাড়ী এলাকার তুলনা করছেন। তাহলে আসুন দেখে আসি আমাদের কোটবাড়ীতে কি কি রয়েছেঃ-
১. কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কোটবাড়ী)
২. কুমিল্লা ক্যান্টনমেন্ট (কোটবাড়ী)
৩. পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা (কোটবাড়ী)
৪. বিজিবি হেড কোয়ার্টার, কুমিল্লা (কোটবাড়ী)
৫. কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট (কোটবাড়ী)
৬. কুমিল্লা টিচার্স ট্রেনিং কলেজ (কোটবাড়ী)
৭. কুমিল্লা ক্যাডেট কলেজ (কোটবাড়ী)
৮. কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুমিল্লা (কোটবাড়ী)
৯. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, কুমিল্লা (কোটবাড়ী)
১০. সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট (কোটবাড়ী)
১১. ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা (কোটবাড়ী)
১২. ময়নামতি শালবন বিহার ও জাদুঘর (কোটবাড়ী)
১৩. লালমাই পাহাড় (কোটবাড়ী)
১৪. বৌদ্ধ মন্দির (কোটবাড়ী)
১৫. ম্যাজিক প্যারাডাইস (কোটবাড়ী)
১৬. ইটাখোলা মুড়া (কোটবাড়ী)
১৭. রূপবান মুড়া(কোটবাড়ী)
১৮. ম্যাজিক প্যারাডাইজ পার্ক(কোটবাড়ী)
১৯. ব্লু ওয়াটার পার্ক(কোটবাড়ী)
২০. ডাইনোসর পার্ক(কোটবাড়ী)
২১. লালমাই উদ্যান (কোটবাড়ী)
২২. কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর(কোটবাড়ী)
কুমিল্লার শুধুমাত্র এক কোটবাড়ী এলাকায় যা আছে পুরো নোয়াখালীতে তা নেই এবং আরো ৫০বছরে হবে কিনা সন্দেহ। আমাদের কোটবাড়ী শুধু নোয়াখালী না কোটবাড়ীর বিকল্প আপনি দেশের কোথাও পাবেন না। একটি একক এলাকায় ২২ টি স্থাপনা আপনি বাংলাদেশের কোথাও কি কখনো দেখেছেন? আমরা বলবো না যে কোটবাড়ি বিভাগ চাই।কারণ ন্যূনতম জ্ঞানটা হলেও আমাদের আছে। কোটবাড়ী নিয়ে কুমিল্লাবাসী গর্ব করতেই পারেন।
#বিভাগ