18/09/2023
عِنۡدَ رَبِّیۡ ۚ لَا یُجَلِّیۡهَا لِوَقۡتِهَاۤ اِلَّا هُوَ ؕ ثَقُلَتۡ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ لَا تَاۡتِیۡکُمۡ اِلَّا بَغۡتَۃً ؕ یَسۡـَٔلُوۡنَکَ کَاَنَّکَ حَفِیٌّ عَنۡهَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُهَا عِنۡدَ اللّٰهِ وَ لٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ
“তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, ‘তা কখন ঘটবে’? তুমি বল, ‘এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট।
তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও যমীনের উপর তা (কিয়ামত) কঠিন হবে। তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে।
তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। বল, ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।”
এই আয়াতে আল্লাহ বলেছেন যে, কেয়ামতের ব্যাপারে বিস্তারিত কেউই জানে না। এর জ্ঞান শুধুমাত্র আল্লাহ তা’আলার নিকটই রয়েছে।
তিনিই ভালো জানেন, কবে কেয়ামত হবে। কবে পুনরুত্থান ঘটবে। কবে মানুষের হিসাব-নিকাশ ঘটবে। কবেই বা মানুষের আমলনামা দেয়া হবে।
ثُمَّ اِنَّکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ تُبۡعَثُوۡنَ
“অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই পুনরুত্থিত করা হবে।”
যারা মানুষকে পুনরায় উত্থিত করা হবে বলে বিশ্বাস করেন না, তাদের জন্য দলীল হিসেবে কুরআনের এই আয়াতই যথেষ্ঠ।
সেদিন মানুষকে পুনরায় জীবিত করা হবে। তাদের কর্মের হিসাব নেয়া হবে। দুনিয়াতে তারা কি ভালো কাজ করেছে,
অথবা কি মন্দ কাজ করেছে, সব আল্লাহ তা’আলা তাদের সামনে তুলে ধরবেন। তারা তাদের কর্মের অস্বীকার করতে পারবে না।
অস্বীকার করলে আল্লাহ তাদের যবান বন্ধ করে দিবেন। তাদের হাত-পা তখন কথা বলবে। তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে।
আজকাল অনেকের কাজ কর্ম দেখলে মনে হয়, তাদের যেন মৃত্যু হবে না।
কত রাজা-বাদশাহ্, ক্ষমতাধর, স্বৈরাচারী শাসক পৃথিবীতে ছিল, তাদের আজ নাম-নিশানাও নেই।
আলেকজান্ডার থেকে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত অনেক রাজা-বাদশাহ পৃথিবীকে সদা প্রকম্পিত রেখেছে।
তাদেরকে আজ কে মনে রেখেছে?