Md.Asif Ullah H

Md.Asif Ullah H শিল্পী

25/04/2025

আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ূবী।। নতুন ওয়াজ ২০২৫...
কাহাফ হিকমাতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল ২৫/০৪/২০২৫

22/09/2023
18/09/2023

عِنۡدَ رَبِّیۡ ۚ لَا یُجَلِّیۡهَا لِوَقۡتِهَاۤ اِلَّا هُوَ ؕ ثَقُلَتۡ فِی السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ لَا تَاۡتِیۡکُمۡ اِلَّا بَغۡتَۃً ؕ یَسۡـَٔلُوۡنَکَ کَاَنَّکَ حَفِیٌّ عَنۡهَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُهَا عِنۡدَ اللّٰهِ وَ لٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ

“তারা তোমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, ‘তা কখন ঘটবে’? তুমি বল, ‘এর জ্ঞান তো রয়েছে আমার রবের নিকট।

তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আসমানসমূহ ও যমীনের উপর তা (কিয়ামত) কঠিন হবে। তা তোমাদের নিকট হঠাৎ এসে পড়বে।

তারা তোমাকে প্রশ্ন করছে যেন তুমি এ সম্পর্কে বিশেষভাবে অবহিত। বল, ‘এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকট আছে। কিন্তু অধিকাংশ মানুষ জানে না।”

এই আয়াতে আল্লাহ বলেছেন যে, কেয়ামতের ব্যাপারে বিস্তারিত কেউই জানে না। এর জ্ঞান শুধুমাত্র আল্লাহ তা’আলার নিকটই রয়েছে।

তিনিই ভালো জানেন, কবে কেয়ামত হবে। কবে পুনরুত্থান ঘটবে। কবে মানুষের হিসাব-নিকাশ ঘটবে। কবেই বা মানুষের আমলনামা দেয়া হবে।

ثُمَّ اِنَّکُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ تُبۡعَثُوۡنَ
“অতঃপর কিয়ামতের দিন তোমাদেরকে অবশ্যই পুনরুত্থিত করা হবে।”

যারা মানুষকে পুনরায় উত্থিত করা হবে বলে বিশ্বাস করেন না, তাদের জন্য দলীল হিসেবে কুরআনের এই আয়াতই যথেষ্ঠ।

সেদিন মানুষকে পুনরায় জীবিত করা হবে। তাদের কর্মের হিসাব নেয়া হবে। দুনিয়াতে তারা কি ভালো কাজ করেছে,

অথবা কি মন্দ কাজ করেছে, সব আল্লাহ তা’আলা তাদের সামনে তুলে ধরবেন। তারা তাদের কর্মের অস্বীকার করতে পারবে না।

অস্বীকার করলে আল্লাহ তাদের যবান বন্ধ করে দিবেন। তাদের হাত-পা তখন কথা বলবে। তাদের অঙ্গ-প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে তাদের বিরুদ্ধে।

আজকাল অনেকের কাজ কর্ম দেখলে মনে হয়, তাদের যেন মৃত্যু হবে না।

কত রাজা-বাদশাহ্, ক্ষমতাধর, স্বৈরাচারী শাসক পৃথিবীতে ছিল, তাদের আজ নাম-নিশানাও নেই।

আলেকজান্ডার থেকে নিয়ে সুলতান আব্দুল হামিদ পর্যন্ত অনেক রাজা-বাদশাহ পৃথিবীকে সদা প্রকম্পিত রেখেছে।

তাদেরকে আজ কে মনে রেখেছে?

16/09/2023

الَّذِیۡنَ اٰمَنُوۡا ۘ وَ الَّذِیۡنَ اتَّقَوۡا فَوۡقَهُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ وَ اللّٰهُ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ

“যারা কুফরী করেছে, দুনিয়ার জীবনকে তাদের জন্য সুশোভিত করা হয়েছে। আর তারা মুমিনদের নিয়ে উপহাস করে। আর যারা তাকওয়া অবলম্বন করেছে, তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে। আর আল্লাহ যাকে চান, হিসাব ছাড়া রিযিক দান করেন।”

কত কঠিন কথা বলেছেন তিনি। আপনি কুফরী করবেন? আপনি তার নাফরমানি করবেন? কোনো সমস্যা নেই। দুনিয়াকে আপনার জন্য সুশোভিত করা হয়েছে।

আপনার জন্য সমস্ত নাজ-নেয়ামত খুলে দেয়া হয়েছে। যত ইচ্ছা ভোগ করেন। কেউ বাঁধা দিবে না। কিন্তু জেনে রাখেন, আপনার রিযিক এই দুনিয়াতেই সীমাবদ্ধ।

পরকালে বা আখিরাতে আপনার জন্য কিছুই নেই। সেদিন আপনি হবেন নিঃস্ব। আপনি হবেন ধিকৃত। আপনি হবেন অপমানিত।

আর আপনার পাশের ব্যক্তিটি আল্লাহর নিয়ম-নীতি পালন করছে, নবীজির বাতলে দেয়া পথে চলছে তাহলে কেয়ামতের দিন সে থাকবে আপনার উপরে।

আপনার থেকেও তার মর্যাদা বেশি হবে। তিনি হবেন সম্মানিত। তিনি হবেন রোল মডেল।

https://youtu.be/lUtg4jO9TMk?si=2tVrPGOzJNR7gIeo
13/09/2023

https://youtu.be/lUtg4jO9TMk?si=2tVrPGOzJNR7gIeo

কথাতে ভুল হলে’কথা, সুর : আবু উবায়দাকভার : কাসেম আদনান শাকিলভিডিও ও গ্রাফিক্স : আমীর হামজা সাউন্ড ‍এন্ড মাস্টার : কা.....

Address

Borura
Cumilla

Telephone

+8801832724537

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md.Asif Ullah H posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md.Asif Ullah H:

Share