26/02/2024
ব্যবসার সেল ডাউন !!!
ফ্রি তে খুঁজে বের করুন আপনার অনলাইন ব্যবসার কোথায় কি কি সমস্যা আছে?
আপনি যে ব্যবসাই করুন না কেনো, আপনাকে কিছু না কিছু তো বিক্রি করতেই হবে। হোক তা কোন পণ্য, সেবা , মূল্যবান ও সহায়ক কিছু তথ্য। আপনাকে আপনার ব্যবসার নির্ধারিত গ্রাহক খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে আপনার ব্যবসার পণ্য, সেবা বা তথ্য বিক্রি করতে হবে। শুধু বিক্রি করলেই তো আর হবে না, ব্যবসার লাভের জন্য এবং ব্যবসাকে টিকিয়ে রাখতে বিক্রয় বৃদ্ধিও করতে হবে।
বেশ কিছুদিন পূর্বেও যেখানে প্রোডাক্ট বিক্রির জন্য মার্কেটারদের কাস্টমারদের দ্বারে দ্বারে ঘুরতে হতো এখন Online Marketing এর মাধ্যমে তারা ঘরে বসে কাস্টমারদের কাছে পণ্য বিক্রি করতে পারছে। বিজনেস জগতে এই অভিনব সাড়া জাগানো পদ্ধতির নাম হল Social Media Marketing বা Online Marketing। তবে বর্তমানে এই তীব্র প্রতিযোগিতার যুগে Online marketing এ তুমুল প্রতিযোগিতার ছাপ লক্ষ্য করা যাচ্ছে। দিনশেষে মুনাফার উপরই বিজনেসের সফলতা নির্ভর করে। আপনার নিজের যদি বিজনেস প্রতিষ্ঠান থাকে সে প্রতিষ্ঠানে Online marketing এর মাধ্যমে সেল বৃদ্ধির দিকে আপনাকে বিশেষ গুরুত্ব দিতে হবে। সেল বৃদ্ধি যত বেশি করতে পারবেন আপনার মুনাফা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। তবে আপনার সেল বৃদ্ধির ক্ষেত্রে আপনাকে ব্যবসার সমস্যা খুঁজে বের করতে হবে এবং সেগুলি সমাধান করতে বিস্তারিত পরিকল্পনা সাজাতে হবে।
সুতরাং আপনাকে কোনো অভিজ্ঞ/ প্রফেশনাল এক্সপার্ট এর সাহায্য নিতেই হবে। এ ক্ষেত্রেও রয়েছে অনেক সমস্যা। আপনি বুঝবেন কি করে কে প্রফেশনাল আর কে না ? মার্কেট এ অনেকএই কন্সালটেন্সিতে টাকা চার্জ করে।
কিন্তু আমরা আপনার সেই প্রব্লেমই রাখছি না। আমাদের কন্সালটেন্সি সম্পূর্ণ ফ্রি। যেকোনো সমস্যায় আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ফ্রি তে কন্সালটেন্সি দিবো। এমন কি সেরকম প্রয়োজন পড়লে আমরা ফ্রি তে আপনার কোম্পানি ভিজিট করবো এবং সমস্যা খুঁজে বের করে আপনাকে ডিটেলস রিপোর্ট জমা দেব।
তাই আর দেরি কেন আজই লাইক করুন আমাদের পেজ এ আর এপয়েন্টমেন্ট বুক করুন আপনার ব্যবসার ফ্রি চেকআপ করার জন্য।
অথবা ভিজিট করুন :