21/12/2023
নাটক: অনন্যা
স্ক্রিপ্ট: জাহান সুলতানা
পরিচালক : মোস্তফা কামাল রাজ
মেহজাবিন মানেই ভিন্ন চরিত্রে ভিন্ন কিছু। এই ছোট্ট গল্পে সেই প্রত্যাশা পূর্ণতা পেলো।
এই গল্পটা আমাকে ভীষণ ভাবিয়েছে, কারণ আমি নিজেও একজন কর্মজীবী নারী। এখনো মা হতে না পারলেও অফিসের নারী কলিগ দের দৌড়াদৌড়ি দেখে মাঝে মাঝে খুব কষ্ট লাগে।
৫২ মিনিটের এই নাটক থেকে দারুন একটা মেসেজ দিল আমাদের। একদম সত্য কিছু ব্যাপার যেটা আমরা কর্মজীবী নারীরা প্রতিনিয়ত ফেস করি।
অনন্যার প্রতিটি মুহূর্ত ,অভিনয় আর ডায়ালগ চমৎকার । মা না হয়েও চরিত্রে একাকার হয়ে মিশে গিয়েছে। কিছু ডায়ালগ তো অস্থির ছিল।
“মা হওয়াটাও আরেকটা জব। আর সেটা আট ঘন্টার নয়,চব্বিশ ঘন্টার। যেখানে কোন ছুটি নাই,বেতন নাই,রেস্টও নাই"।🥹
"মেয়েদের অনেক দায়িত্ব,পারফেক্ট বউ হতে হবে, পারফেক্ট মা হতে হবে, পারফেক্ট মেয়ে হতে হবে, পারফেক্ট স্ত্রী হতে হবে। পারফেক্টলি সংসারি হতে হবে , অফিস মেইনটেইন করতে হবে। মেয়েরাও মানুষ,রোবট নয়। হোয়াট এ ট্রাজেডি"
"আপু যে কি বলেন (?) মেয়ে হওয়া যে কতো সুবিধা, আমি যদি মেয়ে হতাম প্রতি বছর বাচ্চা নিতাম আর পায়ের উপর পা তুলে সেলারি নিতাম।।"
বাক্য গুলো হাস্যকর হলেও এটাই চরম বাস্তবতা। মায়েদের ব্যথ্যা, যন্ত্রণা, কষ্টগুলো ছেলেসন্তান, স্বামী কখনোই রিয়েলাইজ করতে পারে না।
প্রতিটি মেয়ে চায় জীবনে প্রতিষ্ঠিত হয়ে বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে কিন্তু পদে পদে তাদের বিসর্জন দিতে হয় নিজের আনন্দ,হাসি আর স্বপ্নকে ।
একজন কর্মজীবী মাকে পরিবারের কাছে শুনতে হয় সে সংসারী না আর অফিসে শুনতে হয় এত বাচ্চা বাচ্চা করেন কেন।
সর্বোপরি একজন নারী অনেক শক্তিশালী।
উড়তে না পারলেও সে superwomen ❤️
শুধু মাত্র পারিপার্শিক সাপোর্টের অভাবে অনেক মেধাবী নারীকে দেখেছি গুমরে গুমরে কাদতেঁ।
আমাদের সমাজ একদিন বদলাবে সেই প্রত্যাশা করি।
এই নাটক দেখে পুরুষ সমাজ যদি একটু সাপোর্টিভ হয় সেটাই অনেক।
© নাসরিন রুনা
ছবি: সংগৃহীত
EntertainmentEntertainmentDDh.alamin minsmDh.alamin mins