04/03/2024
আকস্মিক মৃত্যু থেকে বাঁচতে মহানবী (সা.) একটি বিশেষ দোয়া পড়তেন। দোয়াটি হলো - আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল হাদমি, ওয়া আউজুবিকা মিনাত তারাদ্দি, ওয়া আউজুবিকা মিনাল গারাকি ওয়াল হারাকি ওয়াল হারামি, ওয়া আউজুবিকা আইয়াতাখব্বাতানিশ শাইতনু ইনদাল মাওতি, ওয়া আউজুবিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান, ওয়া আউজুবিকা আন আমুতা লাদি-গান।
অর্থ: হে আল্লাহ, আপনার কাছে চাপা পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, গহ্বরে পড়ে মারা যাওয়া থেকে আশ্রয় চাই, আপনার কাছে পানিতে ডুবে ও আগুনে পুড়ে মৃত্যুবরণ থেকে এবং অতিবার্ধক্য থেকে আশ্রয় চাই। আপনার কাছে মৃত্যুকালে শয়তানের প্রভাব থেকে আশ্রয় চাই, আপনার পথে যুদ্ধ থেকে পলায়নপর অবস্থায় মারা যাওয়া থেকে আশ্রয় চাই এবং আপনার কাছে বিষাক্ত প্রাণীর দংশনে মারা যাওয়া থেকে আশ্রয় চাই।
(আবু দাউদ: ১৫৫২; নাসায়ি: ৫৫৪৬; হাকিম: ১ / ৫৩১)