25/07/2025
কুমিল্লার দাউদকান্দির ভাঙ্গা ব্রিজ পরিণত হয়েছে মরণফাদে, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ব্রিজটি ঝুঁকিপূর্ণ এবং জন ভোগান্তির কথা স্বীকার করে, দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানালেন স্থানীয় প্রকৌশলী ।কুমিল্লার দাউদকান্দির দৌলতপুর ইউনিয়নের পালের বাজার মুকুন্দি গ্রামের ১৮ মিটার দৈর্ঘ্য এবং ২.৯ মিটার প্রশস্ত ব্রিজটি নির্মাণ করা হয় প্রায় ৩০ বছর আগে, তারপর থেকে কোন সংস্কার কাজ না করায় ২০১৫ সালে ব্রিজটির দুটি অংশ ধসে পড়ে । এ ছাড়া ভেঙে গেছে ব্রিজের রেলিং । ফাটল ধরেছে পিলারে । এতে ব্রিজটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, বিকল্প কোন রাস্তা বা ব্রীজ না থাকায় ব্রিজের ছাউনির উপরে কাঠের পাটাতন বিছিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাউয়াদি, ভবানীপুর, তুলাতলী, সাধারদিয়া, নতুনবাজার সহ ছয়টি গ্রামের কয়েক হাজার বাসিন্দা । ব্রিজটির আশপাশের গ্রামে গুলোতে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের অন্তত ৩০০ শিক্ষার্থী প্রতিদিন এ সেতুটি দিয়ে চলাচল করে । ইউনিয়নটি কৃষি নির্ভর হওয়ায় কৃষকদেরও ফসল এবং কৃষি মালামাল নিয়ে ব্রিজ দিয়ে আসা-যাওয়া করতে চরম ভোগান্তি পোহাতে হয়, ব্রিজটির উপরের ছাউনি কিছু অংশ প্রথম ভেঙে পড়ার পর সংস্কারের উদ্যোগ না নেয়ায় ব্রীজের উপরের অংশের ফুটে ক্রমাগত বড় হয়ে বর্তমানে ব্রিজটির উপরের দুইটি অংশ পরিপূর্ণ ভেঙে গেছে, ব্রিজ ভেঙে পড়ার আতঙ্কে স্কুলের ছোট শিশুদেরকে একা স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অনেক অভিভাবক, সব শ্রেণীর পেশার মানুষেরা দাবি জানিয়েছে দ্রুত যেন এই ব্রিজটি পূর্ণনির্মাণে সংশ্লিষ্টরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন । এ বিষয়ে স্থানীয়রা জানান -এক সময় এই ব্রিজের উপর দিয়ে রিক্সা, ভ্যান, অটো চলাচল করতো কৃষি পণ্য আনা নেয়া সহজ ছিলো এখন লেবার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে আনা নেয়া করায় আমাদের সবদিক দিয়ে সমস্যা হচ্ছে -শিক্ষার্থীদেরকে স্কুলে পাঠাতে আতঙ্কে থাকতে হয়, সুস্থ মানুষ ব্রিজ দিয়ে চলাচল করতে পারে না, রোগীদের নিয়ে পড়তে হয় কঠিন সংকটে ।এই জায়গায় একটি নতুন করা হলে এলাকার মানুষের উপকার হবে । এলাকার মানুষ অনেক অসহায় ব্রিজ নির্মাণে জন্য অনেক চেষ্টা করছে কিন্তু হচ্ছে না ।ব্রিজটি করা জরুরী কারণ এটি বিপদজনক, যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত বড় দুর্ঘটনা । বৃষ্টি আসলে কাঠ পিচ্ছিল হয়ে যায় তখন আরো বেশি সমস্যা হয়, তখন বয়স্করা যাতায়াত করতে পারেনা । এ বিষয়ে স্থানীয় প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম জানান, এটি খুবই ঝুঁকিপূর্ণ । এতে জন ভোগান্তি হচ্ছে, ব্রিজটি পুনরায় নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি, আশা করি সদর দপ্তর থেকে অনুমোদন পেলে কাজটি শুরু করা যাবে ।শুধু আশ্বাস নয় দ্রুত সময়ের মধ্যে এলাকার স্থানীয়দের দাবির প্রেক্ষিতে ব্রিজটি পূর্ণ নির্মাণ করা হবে এমনটাই প্রত্যাশা এলাকার স্থানীয়দের ।