02/11/2025
রুক্বইয়্যাহ চিকিৎসার গুরুত্বপূর্ণ কেন
👇👇👇👇
মা এবং শাশুড়ি, দুজনেই জাদু করছেন তাকে ! মেয়েটি যখন স্কুলে পড়তেন তখন একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু হয়, মেয়ের মা এটা জানার পর কবিরাজ এর কাছে গিয়ে মেয়েকে জাদু করে ওই ছেলের থেকে যেন সে দূরে থাকে
অর্থাৎ মা তাঁর মেয়েকে বিচ্ছেদের জাদু করে।🌼
অন্যদিকে ছেলে এবং ছেলের মা , এই মেয়েকে বিয়ে করার জন্য তাঁরাও তাকে জাদু করে, পরবর্তীতে তাদের মধ্যে বিয়ে হয় এবং দুইটা বাচ্চাও হয়, আজ প্রায় ১২-১৫ বছরের সংসার চলছে তাদের কিন্তু জাদুর এই খেলা থেমে নেই..!!🖤
মা যখন জাদু করে তখন শ্বশুর বাড়ি থেকে মেয়ে মায়ের কাছে চলে আসে এবং ওইখানে আর যেতে চায় না...!!!🖤
কিছুদিন পর শাশুড়ি যখন জাদু করেন, তখন মেয়ে পালিয়ে শ্বশুরবাড়িতে চলে যায়, আর বাবা মায়ের কাছে আসতে চায় না।
এভাবে চলতে চলতে বর্তমান মেয়ের অবস্থা এমন, তাঁর মাথায় কোন চুল নাই, শরীরে এমন এক ধরনের ক্ষত হচ্ছে
যা কোন ঔষধে কাজ হচ্ছে না। প্রথমে শরীরের চামড়া পুড়ে যাওয়ার মতন কালো হয়ে যায়, তারপর সেখানে একটি চুলকানি হয় তারপর তা গর্ত হয়ে গভীর হয়ে যায় , যেখানে ব্যথা এবং যন্ত্রনা হয়।
শুধু এটাতেই সীমাবদ্ধ নয়, তাঁর লিভারেও সমস্যা দেখা দিয়েছে, এছাড়াও শরীরে আরো অনেক অনেক সমস্যা আছে।
দেশের বিভিন্ন ডাক্তার তাদেরকে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন, এবং তাঁরা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি ও গ্রহণ করতেছিল ঠিক সেই মুহূর্তে আমার সঙ্গে তাদের যোগাযোগ হয় , ঘটনায় বিস্তারিত জানার পর আমি তাদের বললাম আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে রুকিয়াহ চিকিৎসা গ্রহণ করতে পারেন।
প্রথম সেশনে মেয়ের থেকেও মেয়ের মায়ের বেশি ইফেক্ট হচ্ছিল, দ্বিতীয় সেশনে মেয়ের এবং আজ তৃতীয় সেশনে মেয়ের ভাইয়ের ও ইফেক্ট হচ্ছিল। অর্থাৎ পারিবারিকভাবে তারা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত।
তবে আলহামদুলিল্লাহ মেয়ের অবস্থা আগের থেকে উন্নত হচ্ছে যা আজ মেয়ের মা আমাকে জানালেন।
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ
সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামীনের জন্য যিনি আমাদেরকে শেফা স্বরূপ কোরআন দান করেছেন.....!!!
রাফসান ভাই ইসলামিক ডাক্তার #রুকাইয়া
#আল্লাহরবানী
#কোরআনেরচিকিৎসা