HASAN

HASAN Just trying to be a better person.

"ভ্রমণের মানে শুধু দূরে যাওয়া নয়, নিজেকে কাছ থেকে চেনা।"
11/06/2025

"ভ্রমণের মানে শুধু দূরে যাওয়া নয়, নিজেকে কাছ থেকে চেনা।"

হুজুগে বাঙ্গালী 🤣
12/04/2025

হুজুগে বাঙ্গালী 🤣

আজকের ঢাকা মার্চ ফর গা*জা।ঢাকা নয় যেন ফি*লি*স্তি*ন।🇵🇸🥰
12/04/2025

আজকের ঢাকা
মার্চ ফর গা*জা।

ঢাকা নয় যেন ফি*লি*স্তি*ন।🇵🇸🥰

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বল...
09/04/2025

একটি ফোনকল, এক মিনিটের সিদ্ধান্ত এবং এক মাসের যাত্রা একদিন দুপুরে হঠাৎই ফোন আসে প্রফেসর ইউনুসের কাছ থেকে। তিনি সরাসরি বললেন,
“আশিক, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ এসেছে। তুমি আসবে তো?” একটা মুহূর্তও দেরি করিনি।
নন্দিনীকে জিজ্ঞেস করিনি, কারণ জানতাম—আমার সিদ্ধান্তে ও কখনও বাধা হবে না। সে একটা ৫৯ সেকেন্ডের হোয়াটসঅ্যাপ কলে আমি সিঙ্গাপুরের বিলাসবহুল, নিরাপদ, গোছানো জীবন পেছনে ফেলে দিলাম।

চলে এলাম বাংলাদেশে। দায়িত্ব নিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের—সংক্ষেপে BIDA—যেখানে কাজ আমার দেশের জন্য, দেশের মানুষদের জন্য।
বন্ধুরা মজা করে বলে, “তুই তো এখন দেশের চিফ মার্কেটিং অফিসার!”
তবে এই দায়িত্ব শুধু সম্মানের নয়—একটা বিশাল চাপ, বিশাল প্রত্যাশা, আর তার চেয়েও বড় দায়।

এই এক মাসে কোনও সপ্তাহে ছুটি কাটাইনি। শুক্র-শনিবার মিলিয়ে প্রতিদিন গড়ে ১৬-১৮ ঘণ্টা কাজ করছি। প্রায় আড়াইশো সিইও, উদ্যোক্তা, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। চেষ্টা করছি বুঝতে—তাদের কোথায় বাধা লাগে, কেন নতুন বিনিয়োগে অনিশ্চয়তা তৈরি হয়, আর আমরা প্রশাসনিকভাবে কীভাবে এই সমস্যা সমাধানে এগিয়ে আসতে পারি।

আমার কাজ হলো নতুন বিনিয়োগ আনা, দেশি-বিদেশি উদ্যোক্তাদের আস্থা ফিরিয়ে আনা, এক কথায়—বাংলাদেশকে তুলে ধরা বিশ্বের বাণিজ্য মানচিত্রে। আমরা একটা জনগণের সরকার। আমাদের কাছে প্রত্যাশা অনেক বেশি—এবং সেটা হওয়াই স্বাভাবিক।

জাতীয় ক্রিকেট দলের সঙ্গে এই জায়গাটা মিলে যায়—সবার চাওয়া আমরা জিতি, সবসময় ভালো পারফর্ম করি। কিন্তু পরের বলটা একটু খারাপ হলেই চারদিক থেকে হু-হু করে ওঠে সমালোচনার ঝড়—কে দলে থাকবে, কে বাদ যাবে, ফিল্ডিং কেন এমন হল—সব কিছু নিয়েই কথা। তেমনি, আমরাও প্রতিনিয়ত যাচাইয়ের মধ্যে আছি। কাজের ফলাফলে একটু খামতি হলে তার বিশ্লেষণ শুরু হয়, সমালোচনাও আসে।

তবুও এটা মেনে নেওয়া শিখেছি—কারণ দেশটা আমাদের। মানুষ বলবেই। তাদের বলার অধিকার আছে, কারণ আমরাই তাদের প্রতিনিধিত্ব করছি। দিন শেষে যখন বাড়ি ফিরি, ফোনটাও তখনো বাজতে থাকে মেইল,টেক্সট, হোয়াটসঅ্যাপে জমে থাকা মেসেজের ভিড়ে চোখ রাখি। তারপর হালকা ক্লান্ত মনে ফেসবুক খুলে দেখি—সমালোচনার নতুন ঢেউ। এমনকি কখনও কখনও মনে হয়, আমার নিজের স্ত্রীও বুঝি বিরোধী দলে!

তখন নিজেকে বোঝাই—এইটাই তো বাস্তবতা। গণতন্ত্র মানেই ভিন্নমত, মানেই প্রশ্ন তোলা। তাই আমরা ভুল করব, আবার শিখব, আবার শুধরাবো। ধীরে ধীরে, সময় নিয়ে—দেশটা এগোবে আমরাও এগোবো। এই এক মাসে বুঝেছি—দেশে কাজ করা মানে শুধু চেয়ারে বসে থাকা নয়, না ঘুমিয়ে, না খেয়ে একের পর এক মিটিং করা। নতুন আইডিয়া খুঁজে বের করা, নীতিমালায় পরিবর্তন আনা, আমলাতান্ত্রিক জট ছাড়িয়ে উদ্যোক্তাদের জন্য পথ সুগম করা। সবার চোখে এটা “চাকরি” হলেও, আমার কাছে এটা একধরনের “মিশন”।

- আশিক চৌধুরী,
চেয়ারম্যান,
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ

Global strike for Ga'za.7th April.আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ...
06/04/2025

Global strike for Ga'za.
7th April.

আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহবান জানিয়েছে আমাদের মজলুম গা'জাবাসী ভাইবোনেরা। গণহ'ত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল,কলেজ,ভার্সিটি, অফিস,আদালত সব বন্ধ রাখার আহবান জানিয়েছে তারা।

কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দল মত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইস'রাইলি খু'নিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গা'জার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না। কিন্তু তাদের লড়াইয়ের সাথে একত্বতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবে।

NCP, BNP, জামায়াত; কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দল-মত নির্বিশেষে "বাংলাদেশ" ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি। খু'নি, র'ক্তপিপাসু নেতা'নিয়াহুর বিপক্ষে স্লোগান দিতে পারি ।

প্রত্যেক জেলায় ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালিত হোক। ৭ এপ্রিল কোনো দল, মত, পক্ষের হয়ে নয় বরং বাংলাদেশের পক্ষ হতে গা'জার মজলুম মানুষের পক্ষে হোক।

March for Ga'za.
Bangladesh for Ga'za.

স্যার! আপনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। জানি, আপনি কথা রাখবেন। নির্বাচনের আয়োজন করে ফেলবেন হয়তো। তবে ...
03/04/2025

স্যার! আপনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। জানি, আপনি কথা রাখবেন। নির্বাচনের আয়োজন করে ফেলবেন হয়তো। তবে আমরাও আপনাকে একটা কথা জানিয়ে রাখতে চাই।

ঈদের শুভেচ্ছা জানবেন স্যার। মহান রাব্বুল আলামিন আপনার জীবন সুস্থতার সাথে দীর্ঘ করুন। আমাদের উপর আপনার ছায়া লম্বা করুন। আপনার জীবনে আর কোনো কিছুরই প্রয়োজন নেই। যোগ্যতা, খ্যাতি, সম্মান, স্বীকৃতি; সব আছে আপনার ঝুলিতে। এমনকি, পৃথিবীর সর্বোচ্চ সম্মানও আপনি পেয়েছেন। তবে আপনার থেকে পাওয়ার আমাদের অনেক কিছু রয়েছে।

স্যার! প্রায় দুই হাজার মানুষের জীবন আর কয়েক হাজার মানুষের শরিরের অঙ্গ-প্রতঙ্গ আহত হওয়ার পরে আপনি দায়িত্বে এসেছেন আমাদের ভঙ্গুর দেশের। আমরা আপাতত নির্বাচন চাচ্ছি না। আমাদের জেনারেশন কখনো ভোট দিইনি, আপাতত দিতে চাচ্ছিও না। আপনি আমাদের দায়িত্বে থাকুন। কমপক্ষে '২৯ সাল পর্যন্ত থাকুন।

অনেক বড় একটা সংগ্রামের পরে আপনাকে এনেছি স্যার। আপনাকে রাখার জন্য যদি 'ঈদের পরে আন্দোলন' গ্রুপের সাথে আবার লড়তে হয়, লড়বো ইনশা আল্লাহ। তবে আপনাকে আমাদের প্রয়োজন, সে প্রয়োজন পূর্ণ করবো। আমরা সুন্দর একটা বাংলাদেশ চাই। সে বাংলাদেশ আপনাকে দিয়েই হবে, বিশ্বাস করি।

স্যার! আবারো ঈদ মোবারক। আপনি ভালো থাকুন। আপনার জন্য দুআ করি।


কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ🥰
30/03/2025

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ🥰

আমি সব সময় সবাই কে বলি যে 'অহংকার কইরেন না। উদাহরণ দেই একটা- এই লোক বলিউড এর পরিচালক ছিলো এক কালে। তার হাত দিয়ে কত নায়ক ...
21/02/2025

আমি সব সময় সবাই কে বলি যে 'অহংকার কইরেন না। উদাহরণ দেই একটা- এই লোক বলিউড এর পরিচালক ছিলো এক কালে। তার হাত দিয়ে কত নায়ক নায়িকার অভিষেক হয়েছিলো।

এই লোক একটা শো তে কফি খাইতো। যারা আসতো, তাদের কেও খাওয়াইতো, তারপর 'দুষ্ট' প্রশ্ন করতো। এই লোকের টাকার অভাব ছিলোনা, সব ছিলো। সাথে ছিলো 'অহংকার!

অহংকারে তার পতন হলো! কোটি টাকা থেকে তার ব্যাংক ব্যালেন্স হয়ে গেলো শূন্য। এখন সে গাঁয়ে দেওয়ার মতো কিছুই পায় না! সে এখন 'মানবতার দেওয়াল' থেকে জামাকাপড় নিয়ে গায়ে দেয়।

-কালেক্টেড

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when HASAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HASAN:

Share