Maya-মায়া02シ

Maya-মায়া02シ

আমাকে ভালো না লাগলে,,নিঃসন্দেহে এড়িয়ে চলুন.!♡✿


(49)

01/07/2025
★_অসৎ ব্যক্তি ও সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না.!🖤🙂★
21/05/2025



_অসৎ ব্যক্তি ও সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না.!🖤🙂

21/05/2025



তারপর আমাদের শেষ দেখা,,শেষ কথা,,কখন যে হয়ে গেলো বুঝতেই পারলাম না.!🖤🙂

20/05/2025



চেষ্টা করেও হাসি ধরে রাখা যায় না,,ভেতরে জমে থাকা কষ্ট কেউ দেখে না,,একেকটা নিঃশ্বাসেই লুকানো শত দুঃখ.!🖤🌸

19/05/2025

তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি...?
চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভাল লাগে বলেই ভালোবাসি...।
তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে.....।
আমি তো কেবল ভাল লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো......।
আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি.....।
যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায়......।
যদি কোনদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয়..., ভালোবাসাও কি সামান্য ধীর হবেনা.....?

আমি তোমাকে ভালোবাসি, আমার প্রয়োজনে....।
আমার একাকিত্বের সঙ্গী হওয়ার জন্য.....।
আমার হতাশায় ভরসা যোগাবার জন্য....।
আমার কান্নার কারন মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য.......।
আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য আরেহ বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন.....।

আমাদের দু পয়সার জীবন এক থালা ভাত......।
আমাদের ক্লান্ত দিন নৈশব্দ্যের রাত.....।
আমি তোমাকে ভালোবাসি স্রেফ আমার জীবনটাকে আরেকটু অন্যরকম করবার জন্য....।

আমি তোমাকে ভালোবাসি আমাদের বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নতাবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য......।
ধরো আমার জ্বর.....।
তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ্য হয়ে যাবো সেরকমটা নয়.....।
আমি ওই হাতটার জন্য ভালোবাসি.....।
যে হাত পরম মমতা নিয়ে কপাল ছোঁয়....।

আমার বয়স বেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি.....।
আমার হাইপারটেনশনের ঔষুধ আমার আধভাঙ্গা ঘোলাটে চশমা আমার ভর দেওয়ার লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি.....।
ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করেনা......।

আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য....।
যখন যৌবনের সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন.....।
পৃথিবীর সাথে যোগাযোগ নিভে গেলেও যে আলো কখনো অন্ধকার আসতে দেয়না আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি.....।

আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্য চাই.....।
ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারেনা কখনোই না..।
আমি তোমাকে স্বার্থপরের মতন ভালোবাসি....।
একদম আমার নিজের জন্য.....।
এর মাঝে কোন লুকোচুরি নেই.....।

゚シ ゚youpageviralシ゚

18/05/2025

"আমি তোমাকে কিনছি, পুরো এক মাসের জন্য, আজ থেকে পুরো একমাস তুমি শুধু আমার বিছানায় থাকবে, এই এক মাসে তোমাকে শুধু আমাকে খুশি করতে হবে, এই সময়ের মধ্যে অন্য কারো দিকে তাকাতেও পারবে না তুমি।" আরমান শাহরিয়ার, মায়ার কানের কাছে এসে খুব লোভনীয় কণ্ঠে কথা গুলো বললেন, যার কারণে মায়ার লোমকূপ দাঁড়িয়ে গেল।

কিছুক্ষণ আগে...

একটা বড় ঘরে একটা সিঙ্গেল সোফায় একজন হ্যান্ডসাম ব্যাক্তি বসে আছে, আর তার সামনে অনেক গুলো মেয়ে একটা লাইন করে দাঁড়িয়ে আছে, সব মেয়েই একে অপরের থেকে অনেক বেশি সুন্দরী, তাদের মুখে লেগে আছে খুব লোভনীয় হাসি।

এখানে তাদেরকে চোখের সামনে বসে থাকা একজন বিশেষ ব্যাক্তির সামনে হাজির করা হয়েছে, তিনি দেখতে খুবই সুদর্শন এবং শহরের একজন বড় ব্যবসায়ী।

পুরো শহরে এই লোকটির অনেক মর্যাদা আছে, তার নাম আরমান শাহরিয়ার, 28 বছরের একজন খুব সুদর্শন যুবক, তার চেহারা এবং তার পেশীবহুল শরীর এমন ছিল যে সে যে কোনও মেয়েকে তার প্রেমে পড়তে বাধ্য করবে। কিন্তু আরমান শাহরিয়ার প্রেম শব্দটি পছন্দ করেন না। সে তার জীবনের প্রতিটি সম্পর্ককে কেবল নিজের মতলবের জন্য বানিয়েছে।

আর ভালবাসা?? ভালবাসা কি, কেমন তার অনুভূতি সে বিষয়ে তার কোনো ধারণা ছিল না,
আরমান শুধু মনে করে যে, আবেগ, অনুভূতি শুধুমাত্র একজন ব্যক্তিকে অসহায় করে তোলে।
তাই তার কাছে অনুভূতি, আবেগ এসবের কোনো মূল্য ছিল না, যদি কোনো কিছুর মূল্য থাকে তাহলে তা হলো সম্পদ, খ্যাতি, মর্যাদা এবং তার নিজস্ব মনোভাব।

আরমান শাহরিয়ার তার ঠান্ডা চোখে দূর থেকে মেয়েদের স্ক্যান করছিল, আর পাশে বসে তার নতুন ব্যবসায়িক অংশীদার আরমানকে বলছে, "এরা আমাদের ক্লাবের কিছু সুন্দরী নৃ*ত্যশিল্পী, আপনি আজ রাতে বিনোদনের জন্য তাদের মধ্যে থেকে যেকোনো একজনকে বেছে নিতে পারেন। আমাদের নতুন ব্যবসায়িক চুক্তির জন্য এটি আমার পক্ষ থেকে একটি ছোট উপহার।"

লোকটির ঠোঁটে ছিল নি*র্লজ্জ হাসি, আরমান শাহরিয়ার হাতে ওয়াইনের গ্লাস ধরে ওই সব মেয়ের দিকে তাকায়, সব মেয়েই খুব ভালোভাবে তৈরি হয়ে এসেছিল, যখনই তারা জানতে পারল যে তারা মিস্টার আরমান শাহরিয়ারের‌ সামনে হাজির হতে চলেছে, প্রত্যেক মেয়ের চোখেই একটা আলাদা উত্তেজনা আর নার্ভাসনেস ছিল, প্রতিটি মেয়েই চাই সে জেনো শুধু তাকে নিতে চায়।

এই সমস্ত মেয়েরা আরমান শাহরিয়ার এর জন্য পা*গ*ল ছিল, সবাই শুধু মনে মনে দোওয়া করছিল যে..!

আজ আমার ইউনিভার্সিটির প্রথম দিন, কখনো ভাবিনি আজকের দিনটা আমার জন্য এতটা স্পেশাল হবে। আর সেই স্পেশাল জিনিষটা কি জানতে চান...
18/05/2025

আজ আমার ইউনিভার্সিটির প্রথম দিন, কখনো ভাবিনি আজকের দিনটা আমার জন্য এতটা স্পেশাল হবে। আর সেই স্পেশাল জিনিষটা কি জানতে চান আপনারা ? তাহলে গল্পটি আপনার পড়তে হবে মনোযোগ সহকারে। আজকে থেকে ঠিক সাতদিন আগের কথা যখন আমি ইউনিভার্সিটিতে এসেছিলাম এডমিশন হওয়ার জন্য। সেই দিন একটা ছেলেকে আমি খেয়াল করেছিলাম যে আমার উপর নজর রাখছে। আমি যেদিকে যাচ্ছিলাম সেই দিকে অনেক দূর থেকে আমাকে ফলো করছে। তবে একটা সময় আমি আর সেই ছেলেটিকে দেখতে পাইনি। ছেলেটি যে আমাকে ফলো করছিলো সেটা তার চোখে মুখে পুরোপুরি ভাবে ফুটে উঠেছে।

সাতদিন পর আজ আমি ইউনিভার্সিটিতে আসলাম ও ক্লাসে জয়েন করলাম। তবে একটা বিষয় আমি খেয়াল করলাম ক্লাসে থাকা সবার হাতে একটা করে ফুলের তোড়া। যা দেখে আমি ভাবলাম, আজ কি কোনো বিশেষ দিন কিংবা আজ কি ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রাম আছে? তখন আমি পাশে থাকা একজনকে জিজ্ঞাসা করলাম সবার হাতে এত সুন্দর ফুলের তোড়া গুলো থাকার কারণ কি? তখন সে কোনো কথা না বলে ফুলের তোড়াটা আমার হাতে দিলো ও হাতে তালি দেয়া শুরু করলো। তখন ক্লাসের সবাই একে একে আমার সামনে এসে সবার হাতে থাকা ফুলের তোড়া গুলো রাখতে শুরু করলো আর সবাই হাতে তালি দিতে শুরু করলো।

আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না। শুধু অবাক হয়ে তাকিয়ে ছিলাম ও বলতে থাকলাম এগুলোর কারণ কি? আমি এখানে আমি নতুন হওয়াতে কয়েকজন ছাড়া আর কাওকেই তেমন চিনতাম না। ঠিক সেই মুহূর্তে সেই ছেলেটা এসে আমার সামনে হাজির। হাতে একটি ফুলের তোরা যা সবার হাতে থাকা তোড়া থেকে আলাদা ও আরো স্পেশাল। তখন সে হাতে থাকা ফুলটি নিয়ে হাটুগেড়ে বসে পড়লো ও আমাকে এই ফুলটি দিয়ে সবার সামনে প্রপোজ করলো , আর তখন আমি নিস্তব্দ হয়ে দাঁড়িয়ে ছিলাম। আমার যেন হাত পা সব গুলো কাঁপছিলো। কি করবো কিছুই বুঝতে পারছিলাম না।

ছেলেটি ছিল তৃতীয় বর্ষের। সে সিনিয়র হওয়াতে আমাদের ক্লাসের সবাইকে এই ভাবে ফুলের তোড়া হাতে দিয়ে সব কিছু শিখিয়ে রেখেছিলো। আর এটা ওর বেশ কয়েকদিনের প্ল্যান ছিল। আমি প্রথমে কোনো কিছু না বললেও পরে সব কিছু জেনে শুনে যা বুঝতে পারলে সে আসলেই অনেক ভালো ও মেধাবী। আর প্রথম দেখতে সে আমার প্রেমে পড়ে আর তাই এই ভাবেই সবার সামনে আমাকে প্রপোজ করে যাতে আমি কোনো ভাবেই তাকে ফিরিয়ে দিতে না পারি। আর এভাবেই শুরু হয় আমাদের প্রেমের গল্প। ইউনিভার্সিটির প্রথম দিন থেকেই শুরু হওয়া রোমান্টিক প্রেম কাহিনী।

নিজের মতো করে গল্পটি লেখার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের কাছে আমার লেখা প্রেমের গল্পটি ভালো লাগবে।
সমাপ্ত

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Maya-মায়া02シ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share