Banna akter - বন্যা আক্তার

Banna akter -   বন্যা আক্তার "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"

কপি করা নিষিদ্ধ তুমি কেন নিজেকে কেন এতো অবহেলা করো শ্যামল লতা । তুমি  তো আর জানো না তোমার অসুস্থতা আমাকে কতটা পুড়ায়। বুক...
05/08/2025

কপি করা নিষিদ্ধ

তুমি কেন নিজেকে কেন এতো অবহেলা করো শ্যামল লতা । তুমি তো আর জানো না তোমার অসুস্থতা আমাকে কতটা পুড়ায়। বুকে ব্যথা করে কত রাত যে ঘুমহীন কাটে তুমি জানোই না । এমন কইরা কেন অবহেলা করো লতা । শরীরটা তোমার হলেও তুমি মানুষটা তো আমার । তুমি বড় হও । তোমার বড় হওয়ার প্রতীক্ষায় যে বসে আছি। খোলা আকাশের দিকে তাকিয়ে এতোক্ষণ কথা গুলো বলল আগুন্তক।

প্রেম তুমি আসবে এভাবে
হারিয়ে যাবে ভাবি নি
আজও আছো সেই তুমি
শুধু নেই আমি ।

গানটা মোবাইল ফোনে চালু করে হেড ফোন লাগিয়ে শুনতে লাগলো লতা । আজ তার ভালো লাগছে নাহ । আর তার মা ও তাকে স্কুলে যেতে দেন নি ।
মা : বললেন আগে শরীর ঠিক পরে সব। তার মানে এই না যে পড়াশুনা লটে তুলে ফেলবে । বাড়িতে আগের পড়া গুলো রিভিশন দেওয়ার কথা বললেন ।
কিন্তু লতা শুনলে তো সে হেড ফোন লাগিয়ে গান শুনছে। তার মস্তিষ্কে অতীতের কিছু স্মৃতি ভেসে ওঠে বার বার । স্মৃতি গুলো খুবই ঝাপসা স্পষ্ট নয়। তবে তাকে স্মৃতি গুলো নাড়িয়ে দেয় ।

এই তো কিছু দিন আগে সে তার চাচাতো বোনের জন্মদিনে গিয়েছি । রাত দশটায় খাওয়া দাওয়া করে সে চলে এসেছে বাড়িতে । অবশ্য তার চাচা তাকে বাড়ির গেইট পর্যন্ত এগিয়ে দিয়ে চলে গিয়েছিলেন।

পারিবারিক ঝামেলার জন্য তার বা- মা , চাচা-চাচি কেউ কারুর বাড়িতে আসেন না আবার কথাও বলেন না । তবে লতা তার বোন নাইমার সাথে তার চাচাতো ভাই বোনদের সাথে যোগাযোগ হয় আর সবাই সবার বাড়িতে আসা যাওয়ার করে । তারা সবাই অনেক সময় আফসোস করে কেন তার বাবা চাচাদের মিল নেই । থাকলে আরো সুন্দর লাগতো পরিবারটাকে।

লতা বাড়িতে এসেই বুঝে ফেলল আজ বাড়িতে মেহমান আসছে । ঘরে রান্নার তীব্র ঘ্রাণ ।

তবে সে তার বোন নাইমার মাধ্যমে জানলো মেহমানরা অনেক আগেই চলে গেছে । লতা জন্মদিনের জামাটা পাল্টে একটা সুতি থ্রিপিচ পড়ল। বিছানার বালিশ টা সরিয়ে বসতে নিলেই একটা কাগজ দেখতে পায় । সে সেটা হাতে নিয়ে দেখলো । এটা একটা চিরকুট । ছোট্ট করে লেখা পড়ার টেবিলের ড্রয়ারটা খুল।

লেখাটা অপরিচিত হাতের লেখা । সে ভাবলো দেখি কি আছে ড্রয়ারে ।
সে ড্রয়ার খুলে দেখলো একটা গিফট বক্স । বক্সের উপরে লেখা শুধুই শ্যামল লতার জন্য ।
লতা বক্সটা খুলল । দেখলো বারোটা রঙের চুড়ি ছয়টা কাঁচের আর বাকি ছয়টা রেশমি চুড়ি। চুড়ি গুলোর উপরে আরেকটি চিরকুট । তাতে লেখা তোমার খুব চুড়ি পছন্দ তাই এগুলো তোমার । লতার যেন খুশি ধরেই নাহ । বয়সটা খুব চঞ্চলতার বেশি কিছু ভাবতে চায় না । বেলি খুশিতে আত্মহারা । ভাবলো মাকে জানাবে ।
পরোক্ষণে মনে হলো তার ছোট বোন এতে ভাগ বসাবে । তাই সে আর কাউকে জানালো না । সে এক মুঠো চুড়ি পড়লো । দেখলো তার হাতে চুড়ি গুলো খুব মানালো ।

সে মনে মনে আগন্তুকে ধন্যবাদ জানালো এতো গুলো চুড়ি উপহার দেওয়ার জন্য ।

কাল স্কুলে টিফিন টাইমে কে যেন একটা চিঠি পাঠালো । বাচ্চা ছেলে দিয়ে গেছে চিঠিটা ।

প্রিয় মনরমনী

কেমন আছো জানতে চাইবো না । কারণ তুমি কেমন আছো আমি খুব করে জানি । সাবধান মনরমাণী
যদি কোনো ছেলের পেছনে পড়েছ । তোমার মনে যাতে কোনো ছেলের না থাকে । আমি জানি কেউ নেই তবু ও সাবধান করে রাখলাম যেন এমন ভুল না করো । যে হৃদয়ে আমি থাকবো না সে হৃদয় আমি রাখবো না । সোজা সালাদ বানিয়ে খেয়ে ফেলব। তুমি জানোনা মনরমনী আমি কি করতে পারি। আর যে ছেলেটা তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাচ্ছে তার থেকে দূরে থাকো মনরমনী । আমি তোমাকে অন্য কারোর সাথে সয্য করতে পারি না । বুকে রক্তক্ষণন হয় মনরমনী ।

ইতি
তোমার চুড়িওয়ালা

এই চিঠি সে কতো বার যে পড়লো । সে ভয় পেয়ে গেল এমন চিঠি পেয়ে । কেউ যদি দেখে ফেলে তাহলে তো সর্বনাশ । তাই সে চিঠিটা ছিড়ে পুকুরে ফেলে দিল। চিছির চিন্তায় আর না খাওয়ার জন্য তো তার শরীর অসুস্থ হয়ে গেছে ।

চলবে
#বন্যা_আক্তার
#শ্যামল_লতা
#পর্ব_02

(কপি করা নিষিদ্ধ ) #শ্যামল_লতা  #বন্যা_আক্তার চল আজ আমরা সালাম চাচার পেয়রা বাগান থেকে পেয়ারা চুরি করি। অনেক দিন হয়েছে কো...
01/08/2025

(কপি করা নিষিদ্ধ )
#শ্যামল_লতা
#বন্যা_আক্তার
চল আজ আমরা সালাম চাচার পেয়রা বাগান থেকে পেয়ারা চুরি করি। অনেক দিন হয়েছে কোনো কিছু চুরি করা হয় না। সেই গত সাপ্তাহে আকবর জেঠার কলা গাছ থেকে কলা চুরি করে ভর্তা খেয়েছি। কলা আর তেতুলের ভর্তাটা যা মজা লাগছিল না বলার মতো না স্বাদ এখনো মুখে লেগে আছে । চুরির জিনিসের মজাই আলাদা । দেখ আমার জিবে পানি এসে গেছে । বলেই লতার হাত ধরে টানতে লাগলো নুড়ি।

বিরক্তিকর চাহনি দিল লতা । এখন মাত্র স্কুল ছুলি হয়েছে । দুপুরে টিফিন খেতে পারেনি । সময় পায়নি বলে। এখন চুরি করার ইচ্ছে লতার নেই । কিন্তু এ মেয়েটা বুঝলে তো। খিদায় তার শরীর কাঁপছে দুর্বল লাগছে। এ মেয়েটা কি তা বুঝছে না। লতার বলতে ও ইচ্ছে করছে না। কথা বলতে তার দেহ মন সায় দিচ্ছে নাহ । এখন বাড়িতে গিয়ে পৌঁছাতে পারলেই বাঁচে । মায়ের বকুনি আজ তার জন্য উপহার হিসেবে অপেক্ষা করছে। তিনি যে কতো কথা শুনান শুধু ঠিক মতো সে খাওয়া দাওয়া করে না বলে।

বেলি কে কিছু বলতে না দেখে নুড়ি লতার দিকে তাকালো । ভালো ভাবে লক্ষ করে দেখলো বেলির শরীরটা নেতিয়ে গিয়েছে । সে বুঝল তার বান্ধবীর আজ দুপুরে খাওয়া হয় নি । লতা এমনি খাওয়া দাওয়া ঠিক মতো না হলে দুর্বল হয়ে পড়ে । বুঝল আজ তার চুরি করা হবে নাহ । তাদের বাকি বান্ধবী গুলো মিম সুমাইয়া মিথিলা আজ আসে নি স্কুলে ।

সে লতাকে ধরে হাটতে লাগলো । এমন সময় নুড়ি দেখল একটা ছেলে তাদের পিছে পিছে আসতে লাগলো। ছেলেটা কে প্রায় তারা দেখে । নুড়ি ভাবলো হয়তো একই রাস্তা দিয়ে যাওয়া লোক হবে ।সের আর ভাবলো না কিছু । লতার বাড়ি পর্যন্ত তারা আসলো কিন্তু দেখল ছেলেটি এখনো তাদের পিছনে । নুড়ি পিছন ফিরে ছেলেটার দিকে তাকালো দেখলো ছেলেটা লতাদের বাড়ি পার হয়ে অন্য রাস্তায় চলে গেছে । সে আর কিছু না ভেবে লতার মাকে ঠাক দিল । নুড়ির পরিবার একটু অসচ্ছল হলেও লতার পরিবার ততটা অসচ্ছল না ।

লতার মা ঘরের কাজ করছিলেন। তিনি কাপড়ের আঁচলে হাত মুছতে মুছতে বললেন কি হয়েছে রে ন নুড়ি এভাবে ডাকছিস কেন বেলির কি কিছু হয়েছে । বলেই নুড়ির দিকে তাকালেন। তখন তার নজর মেয়ের দিকে পড়লো । তিনি যা বুঝার বুঝে গেলেন । আজ আর কিছু বললেন নাহ । মেয়েকে ধরে ঘরে নিয়ে গলেন । নুড়ি কে ঘরে আসতে বললে সে না করে দিল ।
নুড়ি : না খালাম্মা আজ দেরি হয়ে গেলে বাড়িতে চিন্তা করবে । অন্য দিন সময় করে আসবো ।

লতার মা আর কিছু না বলে এক গ্লাস শরবত এনে নুড়িকে দিল আর এক গ্লাস লতাকে । নুড়ি সেটা খেয়ে বাড়ি চলে গেল ।
আর লতাকে তার মা খায়নি বলে খাওয়াতে লাগলেন ।

চলবে ❤
সূচনা

28/07/2025

আচ্ছা নতুন গল্পের নাম #শ্যামল_লতা হলে কেমন হবে জানাবেন ❤

ছোটবেলায় প্রায় ই আমাদের ছডাং এর মাঠে ঘুড়ি উড়াইতে যাইতাম। ঐ বয়সে নাটাই হাতে রেখ ঘুড়ি উড়ানোর মত আনন্দ আর দ্বিতীয়টি ছিল না।...
27/07/2025

ছোটবেলায় প্রায় ই আমাদের ছডাং এর মাঠে ঘুড়ি উড়াইতে যাইতাম।
ঐ বয়সে নাটাই হাতে রেখ ঘুড়ি উড়ানোর মত আনন্দ আর দ্বিতীয়টি ছিল না।
ঘুড়ি কে যত বেশি উপরে তুলতে পারতাম তত বেশি মজা।
কিন্তু বিপদ হইতো যখন বেশি উপরে তুলতে গিয়ে ঘুড়ির কন্ট্রোল হারিয়ে ফেলতাম তখন।
সেদিন আর ঘুড়ি নিয়ে ঘরে ফেরা হতো না।

তখন থেকেই একটা শিক্ষা পেয়েছিলাম, নাগালের ভিতরে থাকতে নাটাই টান দিতে হয়, নাগালের বাহিরে চলে গেলে নাটাই সারাদিন টানলেও ঘুড়ি আর ঘরে ফিরে আনা সম্ভব না।

25/07/2025

আজ না হয় কাল নতুন গল্প দিব সবাই পাশে থাকবেন ❤

20/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

12/09/2024

পরের জন্মেও যদি রজনীগন্ধা হয়ে
তোমার কাছে আসি,,।
তাহলে আমাকে ফেলে দিও না,,
তোমার অর্ধাঙ্গীর খোপায় খুঁজে দিও..!🍂

18/07/2024

কুমিল্লার সবাইকে request করছি আপনারা সবাই কোটবাড়ি বিশ্বরোড চলে আসেন প্লিজ।
অবস্থা খুব ভয়ং*কর।😢🙏

যেই দিন আমার চাচাতো বোন সাথি  প্রেমের বিচ্ছেদের কারণে কান্না করেছিল তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তখন মনে মনে বলেছিলাম আমি...
01/07/2024

যেই দিন আমার চাচাতো বোন সাথি প্রেমের বিচ্ছেদের কারণে কান্না করেছিল তখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি। তখন মনে মনে বলেছিলাম আমি কখনো এসব প্রেম টেমের বেড়াজালে নিজেকে জড়াব নাহ। কারন তার কান্না তার মআর্তনাত আমি দেখেছি শুনেছি । আর তার একমাস পরই আমার আমার চাচাতো বোন আত্মহত্যা করে। আমি ফ্যানে তার ঝুলন্ত লাশ দেখেছি । সেই দিন থেকে প্রতিজ্ঞা করেছি আমি কখনো প্রেম করবনা । কাউকে ভালোবাসব না । যখন আপুর লাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম তখন আপুর একটা কথা কানে বাজতে ছিল "নিজের সবটুকু দিয়ে কাউকে ভালোবাতে নেই "।যখন দেখবে তুমি তাকে ছাড়া অচল ঠিক তখনই সে পাল্টে যাবে , তুমি ঠকে যাবে তার কাছে নিষ্ঠুর ভাবেঠকে যাবে, তোমার বেঁচে থাকাটা কঠিন হয়ে যাবে। সেই থেকে আমার একমাত্র লক্ষ হলো কারোর প্রেমে বা ভালোবাসায় নিজেকে ডোবাতে। কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই কথাটুকু জিন্নাতকে বলে থামল বেলি ।জিন্নাত বেলির একমাত্র বেস্ট ফ্রেন্ড । গত দুই বছর ধরে সাইফ নামক যুবক বেলির পিছনে পড়ে আছে অনেক বার প্রেম ভালোবাসার প্রস্তাব ও দিয়েছে কিন্তু বেলি যতবার দিয়েছে ততবারই ফিরিয়ে দিয়েছে । সাইফ তার কারণ জানতে চেয়েছে কিন্তু বেলি কোনো কারন বলেনি।
জিন্নাত: তার মানে তুই এই কারনে সাইফ ভাইকে বার বার ফিরিয়ে দিচ্ছিস।
বেলি: হুম । এটাই কারণ।
জিন্নাত: দেখ বেলি সাইফ ভাই অনেক ভালো মানুষ আর উনি ভারো চাকরিও করেন। তুই এসব চিন্তা ভাবনা বাধ দিয়ে সাইফ ভাইকে মেনে নে ।
বেলি: শুন জিন্নাত আমি জানি সাইফ ভাই অনেক ভালো মানুষ ,উনি ভালো চাকরি ও করেন কিন্তু আমি এসবে জড়াতে চাইনা আর না জড়াব । বলে বেলি একটা রিক্সা ডেকে উঠে গেল বাড়ি যেতে আরো বিশ পচিঁশ মিনিট লাগবে । জিন্নাত কে ওর সাথে নেয় নি রাগ করে । জিন্নাত আর ওদের বাড়ি পাশাপাশি তাই এক সাথে থাকে সব সময় ।
জিন্নাত: বেলি বেলি এই বেলি শুন আমাকে নিয়ে যা আআআ -------
বেলি শুনলে তো জিন্নাত দীর্ঘশ্বাস ফেলে রিক্সা ডেকে উঠে গেল ।
বেলি: কেউ আমাকে বুঝে না ,ভাই বোন এখন বেস্ট ফ্রেন্ড সবাই শুধু সাইফ সাইফ করে ।এই সাইফ ব্যাটা কি জাদু জানে নাকি ,সবাই ওর গুন গান করে । মাঝে মাঝে মা চাচি দাদিরাও করে । অদ্ভুত এতো সাইফ সাইফ করার কি দরকার বুঝিনা ।কি আছে সাইফের মাঝে সবাই শুধু ওর নাম ঝপে। দুর ভাল লাগে না এই ব্যাটা কোথায় থেকে দুই বছর আগে আমদানি হয়েছে কে জানে এই কথা গুলো বিরবির করতে লাগল।
রিক্সাওয়ালা গাড়ি থামিয়ে দিতেই চার পাশ দেখতে লাগল দেখল বাড়ির সামনেই গাড়ি থামিয়েছে । ও নেমে ভাড়া দিলে রিক্সাওয়ালা গাড়ি ঘুড়িয়ে নিতেই রাস্তার পশ্চিম পাশে কিছু ছেলেদের সাথে কথা বলতেছে । দুজনের চোখাচোখি হলো। বেলি চোখ ফিরিয়ে নিল ওই চোখে ও তাকিয়ে থাকতে পাড়ে নাহ ।
বেলি দ্রুত বাড়িতে গেল।
সাইফ:মহারানি রেগে আছে কেন,কিছু হলো নাকি আর একা আসছে কেন জিন্নাত কোথায় খবর নিতে হচ্ছে তো মনে মনে বলল।
এমন সময় জিন্নাত তে দেখন রিক্সা দিয়ে আসছে তাই ছেলেদের বলল পড়ে এ বিষয়ে আলোচনা করবে ।বলে জিন্নাত এর বাড়ির দিকে আসতে লাগল ।
সাইফ রিক্সা থামিয়ে জিজ্ঞাসা করল ।
সাইফ: জিন্নাত বেলি রেগে আছে কেন বলো তো । কি হয়েছে ওর কেউকি বিরক্ত করেছে ওকে ।
জিন্নাত: পড়ে বলছি ভাইয়া তবে চিন্তার কিছু হয় নাই । আপাকে রিজেক্ট করার কারণ জানতে পেরেছি বাড়ি গিয়ে সব বলছি ।বলেই ভাড়া মিটিয়ে বাড়িতে চলে গেল ।

চলবে -----

#স্নিগ্ধ_পরশ
#লেখিকা_বন্যা_আক্তার
সূচনা _পর্ব

24/06/2024

মানুষ কল্পনাতেই সুন্দর 🙂

কখনো একলা পথে চলতে গিয়ে আপনার  কথা খুব মনে পড়ে ,মনে পড়লে একরাশ নিঃসঙ্গতা ঘিরে ধরে ;খুব কষ্ট হয় জানে যখন আপনার কথা মনে পড়...
23/06/2024

কখনো একলা পথে চলতে গিয়ে আপনার কথা খুব মনে পড়ে ,
মনে পড়লে একরাশ নিঃসঙ্গতা ঘিরে ধরে ;
খুব কষ্ট হয় জানে যখন আপনার কথা মনে পড়ে ;
আপনি তো আমার নয়তবু কেন মনে পড়ে ?
😪😪

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Banna akter - বন্যা আক্তার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share