
08/05/2025
প্রথমে সাব-রেজিস্ট্রার, এডি, ৩৬ বিসিএসে শিক্ষার, শেষে ৩৭ এ পুলিশ ক্যাডার পলাশ সাহা 😔 নিজের পিস্তলের গু'লিতে দুনিয়ার সব বেড়াজাল থেকে মুক্ত হয়!
উদ্ধারের সময় তার টেবিলে একটি চিরকুটে লেখা ছিল, "আমার মৃ'ত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ি না! আমিই দায়ি! কাউকে ভালো রাখতে পারলাম না! বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে!
মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর! তারা যেন মাকে ভালো রাখে! স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য! দিদি যেন কো অর্ডিনেট করে..!
কোনো কিছুর অভাব ছিলো না!
কিন্তু অভাব ছিল পারিবারিক শান্তির। সেই অভাবের তাড়নায় নিজের নামে ইস্যু করা পিস্তল দিয়ে নিজে নিজেকেই শেষ করলেন RAB এ কর্মরত এএসপি পলাশ শাহা!
পুরুষ গায়ে গতরে পরিশ্রম সইতে পারে, লড়াই করতে পারে শত্রুর সাথে, কিন্তু পারিবারিক কলহে সে একদম ভঙ্গুর, আপনজনের দেওয়া কষ্টের কাছে সে বরাবরই নাজেহাল!
পুরুষ সব জয় করতে পারে কিন্তু পরিবারের কাছে অস'হায় ভাবে হে'রে যায়! এতো স্বর্ণ দিয়ে কি করবেন বোন 😔
শখের নারী সবার জীবনে সুখ নিয়ে আসেনা।
"স্বর্ণ যেন সব বউ নিয়ে যায় এবং ভালো থাকে"
চিরকুটে আত্মহত্যা করা র্যাব কর্মকর্তা।