রাজ কন্যা

রাজ কন্যা বিনোদন নাটক শর্ট ফিল্ম ভিডিও গান পাওয?

মাছের নামটি বলতে পারলে বুঝবো আপনি একজন প্রকৃত মাছে ভাতে বাঙালি 👇🏼
26/07/2025

মাছের নামটি বলতে পারলে বুঝবো আপনি একজন প্রকৃত মাছে ভাতে বাঙালি 👇🏼

মাত্র ১ দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর আজ সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।একদিন ধরে হাসপাতালের বে...
26/07/2025

মাত্র ১ দিন আগেই বিমান দুর্ঘটনায় প্রাণ হারাল বড় বোন নাফিয়া। আর আজ সেই পথেই পাড়ি দিল ছোট ভাই নাফি।

একদিন ধরে হাসপাতালের বেডে নিথর পড়ে ছিল নাফি, যুদ্ধ করছিল জীবন আর মৃত্যুর মাঝখানে।

কিন্তু শেষমেশ, ওর কোমল চোখগুলোও চিরতরে বন্ধ হয়ে গেল।😪😪

একটি বাড়ি থেকে একসাথে দুই সন্তানের বিদায়...😪😪😪

একজন মায়ের বুক আজ শূন্য,
একজন বাবার বুক আজ নিঃস্ব।

এই শোক শুধু শব্দে প্রকাশ করা যায় না। এটা অনুভবেরও বাহিরে। এটা মৃত্যু নয়, এ যেন বেঁচে থেকেও প্রতিদিন মরার নাম।

বাবা-মা এখন কাকে বুকে নিবে? কার মাথায় হাত রেখে বলবে “ভয় পাস না, আমি আছি”?

এই দুই ভাইবোনের হাসিমুখ আজ আর শুধু ছবিতে রয়ে গেল…

স্কুলে শিক্ষা নিতে গিয়ে একঝাঁক স্বপ্নও ঝরে গেল।

আল্লাহ যেন এই দুই নিষ্পাপ সন্তানদের শহীদি মর্যাদায় জান্নাতের সু-উচ্চ স্হানে আসীন করুন এবং শোকার্ত পরিবারকে ধৈর্য ধারনের শক্তি দান করুন।

আমিন🤲

#ভাইবোন #বিমান_দুর্ঘটনা #বাংলাদেশ

ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে , গতকাল রোজ শুক্রবার স্কুলের অডিটরিয়...
26/07/2025

ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে , গতকাল রোজ শুক্রবার স্কুলের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সকলকে রেজিস্ট্রেশন ফরম পূরণ করার জন্য অনুরোধ করা গেল।

এক পৃথিবী সমান মাতৃত্বের মায়া নিয়েই চিকিৎসাধীন অবস্থায় চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল ও কলেজের তত্ত্বাবধায়ক, শিক্...
25/07/2025

এক পৃথিবী সমান মাতৃত্বের মায়া নিয়েই চিকিৎসাধীন অবস্থায় চিরনিদ্রায় শায়িত হলেন মাইলস্টোন স্কুল ও কলেজের তত্ত্বাবধায়ক, শিক্ষিকা মাহারিন ম্যাডাম।

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ২৮৭ জন যাত...
24/07/2025

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এ কারণে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে গেছে।

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার  একমাএ  পুএ  মোঃ মাহতাব ভূইয়া  মাইলস্টোন ...
24/07/2025

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১১নং রাজামেহার ইউনিয়নের মোঃ মিনহাজুর রহমান ভূূইয়ার একমাএ পুএ মোঃ মাহতাব ভূইয়া মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেনির ছাএ বিমান দূর্ঘটনায় ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি ছিলেন। কিছুক্ষন আগে আমাদের মাহতাব আমাদেরকে ছেড়ে চলে গেছেন
(ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাহহি রাজিউন)।
মহান আল্লাহ পাক যেন মাহতাবকে শহীদের মর্যাদা দান করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধারন করার তৌফিক দান করেন আমিন!

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায়
24/07/2025

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায়

মাইলস্টোন স্কুলে বিমান দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/দের জন্য প্রার্থনা করছে স্কুলের শিক্ষার্থীরা।
24/07/2025

মাইলস্টোন স্কুলে বিমান দু/র্ঘ/ট/নায় নি/হ/ত/দের জন্য প্রার্থনা করছে স্কুলের শিক্ষার্থীরা।

দৌড়াও, ভয় পেওনা, আমি আছি...প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরী। নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন‍্যও অমোঘ মা...
23/07/2025

দৌড়াও, ভয় পেওনা, আমি আছি...
প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরী।
নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন‍্যও অমোঘ মায়া !
হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম‍্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।
অনিয়মের দেশে মাইলস্টোন ট্র‍্যাজেডীর চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ‍্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম‍্যাডাম মাহরীন চৌধুরী।
নিয়তির নিষ্ঠুরতাকে ব‍্যতিক্রম প্রমান করে মা,বাবা,শিক্ষক- এই তিন এ কোন পার্থক‍্য রাখতে দেননি দ‍্য সিক্রেট সুপারস্টার ম‍্যাম মাহরীন।
বিনম্র শ্রদ্ধা।
শোক পরিণত হউক শক্তিতে।
আকষ্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হউক জান্নাতের বাগানে।
আ‍মিন...
ছবি- নেট থেকে নেয়া।
ASIF ভাই ।

হে আল্লাহ তুমি সহায় হও।🤲✈️রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্তান মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর গণিত বিভাগের শিক্ষক আশরাফুল ইস...
23/07/2025

হে আল্লাহ তুমি সহায় হও।🤲

✈️রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সন্তান মাইলস্টোন স্কুল এন্ড কলেজ এর গণিত বিভাগের শিক্ষক আশরাফুল ইসলাম অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন।আহত সকলকে কে মহান আল্লাহ রাব্বুল আলামীন দ্রুত সুস্থতা দান করুন,আমিন।

Fish 🐠🐠🐠
19/04/2025

Fish 🐠🐠🐠

04/02/2025

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when রাজ কন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share