Abu Rayhan

Abu Rayhan Life is as short as the time between the Maghrib call to prayer and Iqamah.

04/10/2025

কি জানি কি হলো
জীবন হলো এলোমেলো
নিঃশ্বাস এর মতো মানুষ যাচ্চে যত ছিলো!

30/09/2025

আপনি ক্লান্ত হয়ে যাবেন, ইনসান রাজি হবে না! রবের দিকে হাত তুলবেন, রব রাজি হয়ে যাবে!❤️

25/09/2025

আজকের এই ম্যাচ যদি বাংলাদেশ হারে, কাল জুম্মার পর হুজুরের হাত ধরে তওবা করে এই হালার্পোদের ত্যাজ্য ঘোষণা করব।

23/09/2025

অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবেন না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়।

23/09/2025

তুমি কখনো জানতেই পারোনি,
তোমাকে না পাওয়ার আক্ষেপে আমি কতবার মরেছি।🥺

22/09/2025

ছিলো একজন; কোনো বিরক্তি ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা পার হয়ে যেতো কথা বলতে বলতে। কত অপ্রয়োজনীয় কথপোকথন হতো, তবুও যেনো কথা শেষ হতোনা।

তারপর একদিন কথা বলা বন্ধ হয়ে গেলো। আর কখনো কারো সাথে এত কথা বলা হয়নি। এখন আর কারো সাথে কথা বাড়ানো হয়না। অল্পতেই বিরক্তি চলে আসে।

নির্দিষ্ট একটা সময়ের পর মানুষ মানুষের থেকে দূরে ছুটে বেড়ায়।

- Ashraf Ahmed

22/09/2025

দুঃখগু‌লো পু‌রো‌নো হ‌লে কারণ ভু‌লে যাই,
তোমার কা‌ছে ছু‌টে আসা বারণ- ভু‌লে যাই!

22/09/2025

আমাকে ভালোবাসে অথচ না পেলেও সমস্যা নাই এরকম মানুষ ও আমার না হোক!🖤

19/09/2025

তবুও দীর্ঘদিন তাকিয়ে ছিলাম, এই বুঝি তোমার মন গলবে, ভালোবাসবে!

18/09/2025

One day তুমি আর আমি 🥹🎀

17/09/2025

মানুষের ঋণ আমি শোধ করতে পারিনা,
দুঃখের বিনিময়ে দুঃখ দিয়ে ঋণশোধ করার ক্ষমতা আমার নেই!

Last destination. 💌
17/09/2025

Last destination. 💌

Address

Cumilla

Telephone

+8801830656624

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abu Rayhan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share