04/08/2024
সংগ্রামী ভাই ও বন্ধুগন ফজরের পর পর সকালের শুরুতে ই আল্লাহর রাসূল সাল্ললাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশিত নিরাপত্তার দোয়া গুলো অবশ্যই অবশ্যই পড়ে নিন।
১। আয়াতুল কুরসি। [ref1]
২। সুরা ইখলাস, ফালাক ও নাস - ৩ বার করে। [ref2]
৩। এই দোয়াটি 'আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক’ [ref3]
৪। বিসমিল্লা-হিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম। - ৩বার [ref4]
৫। লঙ মার্চে উপস্থিত হয়ে ই সকল বাহিনীর উদ্দেশ্যে অর্থে দিকে খেয়াল করে মনে মনে নিয়ত করে এই দোয়া ২টি পড়ুন
i) 'আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউজুবিকা মিং শুরুরিহিম। ' অর্থ : 'হে আল্লাহ! আমরা তাদের মোকাবিলায় তোমাকে যথেষ্ট ভাবছি এবং তাদের অনিষ্ট থেকে তোমার কাছে আশ্রয় চাইছি। [ref5]
ii) সূরা ইয়াসিনের ৯ নং আয়াত - وَ جَعَلۡنَا مِنۡۢ بَیۡنِ اَیۡدِیۡهِمۡ سَدًّا وَّ مِنۡ خَلۡفِهِمۡ سَدًّا فَاَغۡشَیۡنٰهُمۡ فَهُمۡ لَا یُبۡصِرُوۡنَ উচ্চারণ অর্থ "এবং আমি তাদের সামনে এক অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি এবং পিছনেও এক অন্তরাল দাঁড় করিয়ে দিয়েছি আর এভাবে তাদেরকে সব দিক থেকে ঢেকে দিয়েছি, ফলে তারা কোন কিছু দেখতে পায় না। তাকি উসমানী হাফি" [ref6]
৬। কাউকে আক্রান্ত দেখলে এই দোয়া পড়বো, ‘আলহামদুলিল্লাহিল্লাজি আফানি মিম্মাবতালাকা বিহি; ওয়া ফাদ্দালানি আলা কাছিরিম মিম্মান খালাকা তাফদিলা।’ অর্থ ‘সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদাক্রান্ত করেছেন; তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন।’ [ref7]
রেফারেন্স সমূহঃ
ref1 - আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা লাভ হয়। (সহিহ বুখারি, হাদিস : ২৩১১)
ref2 - ‘তিন কুল’ পাঠ করলে যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাওয়া যায়। মুআজ ইবনে আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন, এক বর্ষণমুখর খুবই অন্ধকার কালো রাতে নামাজ পড়ার জন্য আমরা রাসুলুল্লাহ (সা.)-কে খুঁজছিলাম। আমরা তাঁকে পেয়ে গেলাম। তিনি বলেন, বলো। আমি কিছুই বললাম না।
পুনরায় তিনি বলেন, বলো। আমি কিছুই বললাম না। তিনি আবার বলেন, বলো। তখন আমি বললাম, হে আল্লাহর রাসুল! কী বলব? তিনি বলেন, তুমি সন্ধ্যায় ও সকালে উপনীত হয়ে তিনবার সুরা ইখলাস, সুরা নাস ও ফালাক পড়বে। এতে তুমি যাবতীয় অনিষ্ট হতে রক্ষা পাবে। (আবু দাউদ, হাদিস : ৫০৮২)