Shad Bro

Shad Bro Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shad Bro, Digital creator, Cumilla.

Dreaming of doing this one day 😍
03/09/2024

Dreaming of doing this one day 😍

02/09/2024

my biggest flex is আমার বাবা কোনোদিন অসৎ পথে অন্যের হক মেরে দেয়া টাকা দিয়ে আমাদের বড় করেন নি।

01/09/2024

Sohena Jatona - Arfin Rumey

কাদের জন্য মায়া দেখান? মনুষ্যত্ব বিবেক বলতে আছে কিছু..?😅কোন মায়ের সন্তান এক মাএ আল্লাহ পাক জানেন!
01/09/2024

কাদের জন্য মায়া দেখান?
মনুষ্যত্ব বিবেক বলতে আছে কিছু..?😅
কোন মায়ের সন্তান এক মাএ আল্লাহ পাক জানেন!

31/08/2024

গণহ'ত্যাকে উপভোগ করা টোকাইদের নিকট থেকে, শিক্ষক সম্মানের জ্ঞান নিচ্ছি
বিষয়টা উপভোগ্য

31/08/2024

নোয়াখালীর অবস্থা ভালো হওয়ার পর! আপনারা আবার আসবেন আমাদের নোয়াখালীতে! আমরা আপনাদের জন্য রাজকীয় মেহমানদারীর আয়োজন করবো! ❤️

30/08/2024

তোমার বিপদের দিনে
যে নিরপেক্ষ
অথবা চুপ থাকে,তাকে কোনদিন বন্ধু ভেবোনা।

30/08/2024

শিক্ষক বেশে যারা ১৫ বছর দালালী করেছিল তারাই অপমানিত হচ্ছে, শিক্ষক না।
সুতরাং সুশীলগিরি দেখাতে আসবেন না।

29/08/2024

আইডিতে লাড়া দেওয়ার মতো ছবিই রাখি নাই 🙂

এই জাতিকে কেমনে দমাবেন!!পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির। স্পিড বোট লাগবে? কর্নফুল...
23/08/2024

এই জাতিকে কেমনে দমাবেন!!

পানি ছাড়ছেন বন্যা হইসে। সম্মিলিত এবং ব্যক্তিগত উদ্যোগে নৌকা নিয়ে হাজির।

স্পিড বোট লাগবে? কর্নফুলি শিপিং বোট সাপ্লাই দিচ্ছে

ইঞ্জিনের জন্য তেল লাগবে? ফুয়েল স্টেশন মালিক তেল ফ্রি করে দিছে।

ত্রাণ কর্মীদের যাতায়াতের জন্য একুশে এক্সপ্রেস ফ্রি করে দিসে বাস।

নৌকা নিয়ে যাওয়া সম্ভব না? প্রবাসীর হেলিকপ্টার ফ্রি হেলিকপ্টার সার্ভিস নিয়ে হাজির।

মোবাইলে নেট/মিনিট নাই? মোবাইল অপারেটর ফ্রি নেট/মিনিট সেবা চালু করে দিছে।

মোবাইলে চার্জ নাই??টাওয়ার কর্তৃপক্ষ চার্জ দেওয়ার ব্যবস্থা করে দিছে।

২২.০৮.২০২৪~
• আজকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে।
• টিএসসিতে একদিনে উঠেছে ১৪ লাখ+
• আস-সুন্নাহ দিচ্ছে ১০ কোটিরও বেশি।
• হিন্দুরা টাকা দিচ্ছে আস-সুন্নাহতে।
• কিছু বাস রেসকিউ টিমের জন্য ভাড়া ফ্রি করে দিচ্ছে।
• কিছু সিম বন্যাগ্রস্ত এলাকাগুলোতে নেট-মিনিট ফ্রি করে দিচ্ছে।
• রিকশাওয়ালা তার সারাদিনের আয় দান করে দিচ্ছে।
• কর্তৃপক্ষ টাওয়ারে মোবাইল চার্জের ব্যবস্থা করে দিচ্ছে।
• কিছু এজেন্সি থেকে হেলিকপ্টার পাঠিয়ে দেওয়া হয়েছে দূর্গতদের সাহায্যের জন্য।
• মা-বোনেরা এসে গলার চেইন খুলে বলছে এটা ছাড়া দেয়ার মতো কিছু নেই।

দেশের মানুষকে এতটা একতাবদ্ধ কখনো দেখেছেন?

এ জাতিকে দমানো সোজা না। তোমরা আমাদের দাবায়ে রাখতে পারবা না। আরো একটা ষড়যন্ত্র ব্যর্থ করতে চলেছি। Loud and clear??

Copied

ফেনী নোয়াখালী অভিমুখে সব নৌযান।

এটাই বাংলাদেশ।

23/08/2024

ঢাকা ফাকা করা যাবে না!
উদ্ধার কাজে এক গ্রুপ গেলেও অন্য গ্রুপ সজাগ থাকবেন ।
আমরা চতুর্মুখি স্বড়যন্ত্রের জালের ভেতর আছি। 🇧🇩

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Shad Bro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shad Bro:

Share