FooD Artist By Moriyom

FooD Artist By Moriyom Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from FooD Artist By Moriyom, Digital creator, Cumilla.
(1)

যে কোনো থিম কেক ২ পাউন্ড কম অর্ডার নেওয়া হয় না। যদি কাস্টমাইজড ডিজাইন দেওয়া হয় সে ক্ষত্রে প্রাইজ বেশি হবে।
26/12/2025

যে কোনো থিম কেক ২ পাউন্ড কম অর্ডার নেওয়া হয় না। যদি কাস্টমাইজড ডিজাইন দেওয়া হয় সে ক্ষত্রে প্রাইজ বেশি হবে।

হলুদ থিম কেক। আপনার বিশেষ দিন আরও সুন্দর করে তুলতে আপনি চাইলে এরকম থিম কেক গুলো অর্ডার দিতে পারবেন। 📌📌 যে কোনো থিম কেক ২...
24/12/2025

হলুদ থিম কেক।
আপনার বিশেষ দিন আরও সুন্দর করে তুলতে আপনি চাইলে এরকম থিম কেক গুলো অর্ডার দিতে পারবেন।

📌📌 যে কোনো থিম কেক ২ পাউন্ড থেকে শুরু হয়।

#পোস্ট

23/12/2025

ভুল থেকে অনেক কিছু শিখা যায়।

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest amo...
23/12/2025

🎉 I earned the emerging talent badge this week, recognising me for creating engaging content that sparks an interest among my fans!

22/12/2025

#রেজিষ্ট্রেশন #চলছে #রেজিষ্ট্রেশন #চলছে

#স্পেশাল #বেসিক #কেক #বেকিং #কোর্স।
🌷 অনলাইন ও অফলাইন দুই ভাবে শিখানো হবে 🌷

"আসসালামুআলাইকুম "
🌹 প্রতিটি মেয়ের নিজের পরিচয় তৈরি করা দরকার। যে সব আপুরা, ঘরে বসে নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য কিছু করতে চান।তবে এ বেকিং কোর্সটি আপনার জন্য।।
👉👉 এ কোর্সটি করতে আগ্রহী হলে নীচের লিখা গুলো ভালো ভাবে পড়ে নেন 👇👇

📌📌 আসন সংখ্যা সীমিত 📌📌
👉 প্রতিটি ক্লাসে মোট ১০-১৫ জন করে নেওয়া হবে।
➡️ ক্লাসের সময় ১:০০টা থেকে বিকাল ৫:২০ পর্যন্ত।
➡️ ৪ দিনের কোর্স ফি ৩০০০ টাকা।

📌📌 ৪ দিনের কোর্স ফি -৩০০০ টাকা ( ৫০০ টাকা বিকাশ বা নগদ একাউন্টে অগ্রিম দিয়ে আসন কর্নফাম করতে হবে এবং নাম্বারের শেষ তিন অক্ষর জানাতে হবে। অবশিষ্ট ২৫০০ টাকা প্রথম দিনেই পরিশোধ করতে হবে)।

📌📌৫০০ টাকা অগ্রীম ছাড়া বুকিং নেওয়া হবে না। কোনো।। কোনো রকম অনুমতি ছাড়া ক্লাসে না আসলে অগ্রীম টাকা ফেরত দেওয়া হবে না।।
🥀🥀🥀
FooD Artist By Moriyom
ঠিকানা : নাঙ্গলকোট, কুমিল্লা, জোড্ডা পশ্চিম ইউনিয়ন গোহারুয়া।( মান্দ্রা বাজার পশ্চিম মাথায়)
মোবাইল: ০১৯৬৩৬৩০৫৩৯ ( নগদ একাউন্ট) imo, WhatsApp.

🌷🌷🌷
চুলায় ও অভেনে কেক করে দেখানো হবে।

📌📌 এই কোর্সে যা যা থাকছে নিচে দেওয়া হলো :
👉 অথেনটিক রেড ভেলভেট কেক।
👉ভ্যানিলা স্পঞ্জ কেক।
👉 লেমন স্পঞ্জ কেক।
👉 অরেঞ্জ স্পঞ্জ কেক।
👉চকলেট কেক।
👉ব্ল্যাক ফরেস্ট কেক।
👉 ফ্রস্টিং এন্ড ডেকোরেশন।
👉চকলেট টপার মেকিং।
👉 চকলেট গানাস মেকিং।
👉 হুইম ক্রীম মেকিং।
👉 রেড ভেলভেট কেক ডেকোরেশন।
👉 চিজ ক্রীম মেকিং।
👉 নজেল পরিচিত ও ব্যবহার।
👉 প্রডাক্ট পরিচিতি বা আলোচনা।
👉ক্রিম দিয়ে কেক কাভারিং ও ফুল পাতা সেটিংস টেকনিকস।
👉 ক্রীমে কালার মিক্সিং টেকনিকস।
👉 স্টুডেন্টদের হাতে কলমে বিভিন্ন ফুল, পাতা প্র‍্যাকটিস।
👉 রেসিপি শিট দেওয়া হবে।

📌📌 বিভিন্ন কেকের রেসিপি ও বিশেষ কিছু টিপস বলে দেওয়া হবে।📌📌

👉👉 সার্টিফিকেট দেওয়া হবে প্রতিটি স্টুডেন্টকে।

🌷🌷🌷
শেষ দিন,,,, 👇
➡️➡️ প্রত্যেক স্টুডেন্ট বাড়ি থেকে কেক বানিয়ে এবং ডেকোরেশন করে নিয়ে আসবে 🌹🌹
👉👉 ক্লাসে দেখানো প্রতিটি কেক যার যার কেক সে সে নিয়ে যাবে আসার সময় বক্স নিয়ে আসবে।

📌📌📌📌 যারা বিজনেস করতে চায় তাদের জন্য সকল ধরনের তথ্য এবং সহযোগিতা দেয়া হবে "ইনশাআল্লাহ "।।

📌👉গেষ্ট এলাউড না🙏🙏
কিন্তু বেবি থাকলে গেষ্ট এলাউড তবে ক্লাস রুমে গেষ্ট থাকতে পারবে না। 🙏 আমার অনুরোধ🙏

👉👉👉 আসন কর্নফাম করার পর যদি কেউ ক্লাসে অংশ গ্রহণ করতে সমস্যা হয় তাহলে পরের ক্লাসে অংশ গ্রহণ করা যাবে। তবে ক্লাসে ২৪ ঘন্টার আগে অবশ্যই জানাতে হবে।
ক্লাস চলবে।

🌹 সবাইকে ধন্যবাদ 🌹

#গোহারুয়া #বেকিং #ক্লাস #বিরাহিমপুর #গোহারুয়া #নিশ্চিন্তুপউর #নাঙ্গলকোট #কুমিল্লা ゚viralシviralシfypシ゚viralシalシ ゚

21/12/2025

ভিডিও টি শেষ পর্যন্ত দেখুন আপনাদের ও খারাপ লাগবে। আসলে কথা গুলো বললাম কারণ অন্যরা যেনো সাবধান হয়।

゚viralシviralシfypシ゚viralシalシ ゚ ゚

20/12/2025

ভ্যানিলা কেক ৫০০টাকা
অরেঞ্জ, লেমন কেক ৬৫০ টাকা।
চকলেট কেক ৭৫০ টাকা
রেড ভেলভেট কেক ১২০০ টাকা
পানদান কেক ৯০০ টাকা।
📌📌 গোহারুয়া থেকে হোম মেড কেক নিয়ে কাজ করি।

আসলে লেখার মত কোনো ভাষা খুজে পাচ্ছি না। এ কেমন দেশে আছি শুধু আফসোস হচ্ছে।
19/12/2025

আসলে লেখার মত কোনো ভাষা খুজে পাচ্ছি না। এ কেমন দেশে আছি শুধু আফসোস হচ্ছে।

গায়ে হলুদের থিম কেক।
18/12/2025

গায়ে হলুদের থিম কেক।

18/12/2025

রিজিকের ব্যবস্থা কিন্তু আল্লাহ করেন🥀
👉 যে কোনো ফ্লেভারের কেক পেয়ে যাবেন আমাদের পেজে।
📌📌যারা অনলাইন ও অফলাইনে বেকিং কোর্স করতে চাচ্ছেন ইনবক্সে যোগাযোগ করুন।

゚ ゚viralシviralシfypシ゚viralシalシ

শীতের সকালে কাজ করতে যে একটা কষ্ট লাগে কি আর বলবো। 👉👉যারা বেকিং কোর্স করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন।
17/12/2025

শীতের সকালে কাজ করতে যে একটা কষ্ট লাগে কি আর বলবো।
👉👉যারা বেকিং কোর্স করতে চাচ্ছেন যোগাযোগ করতে পারেন।

আলহামদুলিল্লাহ, কাস্টমারদের রিভিউ। আলহামদুলিল্লাহ।
16/12/2025

আলহামদুলিল্লাহ, কাস্টমারদের রিভিউ।
আলহামদুলিল্লাহ।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when FooD Artist By Moriyom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share