MD. Shahajahan Shiraz

MD. Shahajahan Shiraz উদ্দেশ্য শুধু মানব সেবার,,,আল্লাহ সর্ব শক্তিমান

04/08/2025

বন্ধু বান্ধবের সঙ্গ মাঝে মাঝে
ঔষধের চেয়েও বেশি কার্যকর হয়....।

03/08/2025

গর্ভাবস্থায় ডায়াবেটিস ও উচ্চরক্তচাপের নিরাপদ ঔষধঃ

ডায়াবেটিসঃ Insulin নিরাপদ।

উচ্চ রক্তচাপঃ Methyldopa,Labetalol নিরাপদ।

চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবে না।

03/08/2025

অনেকেই ব্যবসার উদ্দেশ্যে তিন- ছয় মাসের কোর্স করে "ডাক্তার সেজে" মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতেছে। ওষুধ ব্যবসা করতে হলে একাডেমিক জ্ঞান থাকতে হবে। ব্যবসা করতে চাইলে অন্য কোনো ব্যবসা করুক, মানুষের জীবন নিয়ে নয়।

বাচ্চাদের ওষুধ খাওয়াতে গিয়ে যাদের ডোজ বুঝতে সমস্যা হয় তাদের জন্য----🔹 ১ মিলি = ১৫ ফোটা (ড্রপারে দিলে)🔹 ১ চা চামচ = ৫ মিল...
03/08/2025

বাচ্চাদের ওষুধ খাওয়াতে গিয়ে যাদের ডোজ বুঝতে সমস্যা হয় তাদের জন্য----
🔹 ১ মিলি = ১৫ ফোটা (ড্রপারে দিলে)
🔹 ১ চা চামচ = ৫ মিলি
🔹 আধা চামচ = ২.৫ মিলি
🔹 ২/৩ চামচ = আধা চামচের চেয়ে একটু বেশি
🔹 ৩/৪ চামচ = ১ চামচের চেয়ে একটু কম
শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন।
আর যারা চেম্বার করেন তারা ছবিটি সংগ্রহ করে রাখতে পারেন।

FWV দিচ্ছে চিকিৎসা,ভুল চিকিৎসায় একসাথে দু সন্তানের মৃত্যু..
03/08/2025

FWV দিচ্ছে চিকিৎসা,ভুল চিকিৎসায় একসাথে দু সন্তানের মৃত্যু..

জন্ডিস হাওয়ার পর 'লিভার পরিষ্কার' করার আজব চিকিৎসা নেওয়ার পর পুরো চামড়া পুড়ে রীতিমত ক্ষত বানিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কবির...
02/08/2025

জন্ডিস হাওয়ার পর 'লিভার পরিষ্কার' করার আজব চিকিৎসা নেওয়ার পর পুরো চামড়া পুড়ে রীতিমত ক্ষত বানিয়ে হাসপাতালে পাঠিয়েছেন কবিরাজ মহাশয়। এসব অপচিকিৎসা এবং অসচেতনতা আমাদের দেশে এখনও চলছে।

জন্ডিস হলে আতংকিত না হয়ে আপনার কাছের উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে যান, যদি সমস্যা জটিল হয়ে থাকে তাহলে সেখান থেকেই আপনাকে পরবর্তী কোথায় যেতে হবে সেই পরামর্শও পাবেন। অপচিকিৎসা, কবিরাজি, বনাজী এগুলো থেকে বিরত থাকুন।

©ডা: মোস্তাক আহমেদ কাজল
গবেষক ও চিকিৎসক, লিভার বিভাগ
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

02/08/2025

নার্সদের ৯ম গ্রেড থেকে ৪র্থ গ্রেডে নিয়ে আসার কার্যক্রম চলছে।শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ইনক্রিমেন্ট দেওয়া হবে।কেউ যদি স্নাতক ডিগ্রিধারী হয়ে থাকেন তিনি পাবেন ১টি অতিরিক্ত ইনক্রিমেন্ট।মাস্টার্স ডিগ্রিধারী হলে ২টি। আর পিএইচডি ডিগ্রিধারী ৩টি ইনক্রিমেন্ট দেওয়া হবে।

চারপাশে ভাইরাল জ্বর বা মৌসুমি জ্বর ছড়াচ্ছে—এমন সময় সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে বড় বাঁচার উপায়। নিচে কিছু কার্যকর উপায় দে...
01/08/2025

চারপাশে ভাইরাল জ্বর বা মৌসুমি জ্বর ছড়াচ্ছে—এমন সময় সতর্কতা অবলম্বন করাই সবচেয়ে বড় বাঁচার উপায়। নিচে কিছু কার্যকর উপায় দেওয়া হলো:

✅ জ্বর থেকে বাঁচার উপায়:

1. হাত ধোয়ার অভ্যাস গড়ুন
সাবান ও পানি দিয়ে বারবার হাত ধুতে হবে, বিশেষ করে বাইরে থেকে এলে, খাবার আগে-পরে, বাথরুম ব্যবহারের পর।

2. মুখে মাস্ক ব্যবহার করুন
বিশেষ করে যখন হাঁচি-কাশি আছে এমন কারো সংস্পর্শে যাচ্ছেন।

3. পর্যাপ্ত পানি পান করুন
দিনে অন্তত ২–৩ লিটার পানি পান করুন, এতে দেহে টক্সিন জমতে পারবে না।

4. বাইরের খাবার এড়িয়ে চলুন
ফুটপাত বা অস্বাস্থ্যকর জায়গার খাবার জ্বরের জীবাণু ছড়িয়ে দিতে পারে।

5. পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন
দেহের ইমিউনিটি ঠিক রাখতে প্রতিদিন ৬–৮ ঘণ্টা ঘুম দরকার।

6. ইমিউন সিস্টেম শক্তিশালী করুন
– ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খান (লেবু, কমলা, আমলকি)

7. জ্বরগ্রস্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলুন
তাদের ব্যবহৃত কাপড়, গামছা, থালা-বাসন ভাগাভাগি করবেন না।

8. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
নিজের বাড়ি, ঘর, বাথরুম ও রান্নাঘর সব সময় জীবাণুমুক্ত রাখুন।

9. হাঁচি-কাশি শিষ্টাচার মেনে চলুন
কনুই দিয়ে মুখ ঢেকে কাশুন/হাঁচুন, টিস্যু ব্যবহার করে ফেলে দিন।

১০.সাধারন জ্বর হলে প্যারাসিটামল,সিভিট খেতে পারেন।পানি বেশি খাবেন।
সতর্ক থাকুন শিশুর বিষয়ে
শিশুরা বেশি সংবেদনশীল। তাদের সুরক্ষায় পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত পুষ্টির দিক খেয়াল রাখুন।

⚠️ লক্ষণ দেখা দিলে করণীয়:

২–৩ দিন এর জ্বর থাকলে,তরল,পানীয়, হালকা খাবার ও বিশ্রাম নিন।

৩দিনের বেশি ও প্রচণ্ড জ্বর, গায়ে ব্যথা, চোখ লাল, বা ডায়রিয়া,প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ও খিচুনি থাকলে দ্রুত ডাক্তার দেখান।
🩺মোঃ শাহজাহান সিরাজ

01/08/2025

আমাদের সময় এশার নামাজের পর জেগে থাকা পোলাপান কে খুজতে হলে সাঁড়াশি অভিযান চালাতে হত! আর এখনকার জেনারেশন রাত ১২ টা কে সন্ধ্যা ভাবে।

বাচ্চাদের সিরাপ মুখ খোলার পর কতদিন ব্যাবহার করা যায়?সিরাপ একবার খোলার পরও অনেক বাবা-মা ভাবেন, “যেহেতু তারিখে এক্সপায়ার হ...
01/08/2025

বাচ্চাদের সিরাপ মুখ খোলার পর কতদিন ব্যাবহার করা যায়?
সিরাপ একবার খোলার পরও অনেক বাবা-মা ভাবেন, “যেহেতু তারিখে এক্সপায়ার হয়নি, তাই তো চলবে।”
কিন্তু বাস্তবতা হলো, বাইরে থেকে বোতল খোলার পর ওষুধের ভেতরে বাতাস ঢুকে যায়, জীবাণু প্রবেশ করতে পারে, এবং ধীরে ধীরে ওষুধের গুণগত মান কমে যেতে থাকে।

সাধারণত:
• অ্যান্টিবায়োটিক সিরাপ:
👉 মুখ খোলার পর ৫–৭ দিনের মধ্যে শেষ করতে হয়।
👉 অনেক অ্যান্টিবায়োটিক সিরাপ পানি মিশিয়ে তৈরি করতে হয়, একবার মিশালে সেটা ৭ দিন পর ফেলে দিতে হয়—even যদি পুরোটাই না খাওয়া হয়।
✔️ (যেমন: cefixime, amoxicillin-clavulanic acid syrup ইত্যাদি)
• সাধারণ প্যারাসিটামল, এন্টিহিস্টামিন বা ভিটামিন সিরাপ:
👉 খোলার পর সাধারণত ১–২ মাসের মধ্যে ব্যবহার করতে বলা হয়।
তবে শিশুর জন্য ১ মাসের বেশি পুরনো খোলা সিরাপ ব্যবহার না করাই ভালো।
• চোখ-কান-মুখে দেওয়ার ড্রপ/সিরাপ (যদি থাকে):
👉 এগুলো মুখ খোলার ১৪–২১ দিনের মধ্যে ফেলে দিতে হয়।
যদি সিরাপের—
• রং পরিবর্তন হয়ে যায়
• গন্ধ বদলে যায়
• নিচে তলানি পড়ে
• অথবা এক্সপায়ার না হলেও ২ মাসের বেশি পুরনো হয়

👉 তাহলে বাচ্চাকে আর সেটা খাওয়াবেন না।

আজকে শিখবো ঘাড় হঠাৎ ডানেবামে ঘুরাতে না পারলে কি করবোঃ সকালে ঘুম থেকে উঠে  ঘাড় এদিক সেদিক ঘুরাতে পারে না, ঘুরালে পুরো শরী...
31/07/2025

আজকে শিখবো ঘাড় হঠাৎ ডানেবামে ঘুরাতে না পারলে কি করবোঃ সকালে ঘুম থেকে উঠে ঘাড় এদিক সেদিক ঘুরাতে পারে না, ঘুরালে পুরো শরীর মুভমেন্ট করানো লাগে। সমস্যা টা হয় ম্যাক্সিমাম সময় ঘুম থেকে উঠার পরে। এটাকে বলে Torticollis. অন্য নাম Wry neck.

এটা তেমন কোন সমস্যা না। অল্প সময়ে ভালো হয়ে যায়। মূল কারন হচ্ছে:

1. Acute Muscular Spasm -- ঘুমানোর ভঙ্গি ঠিক না হলে, বা ঠিকঠাক বালিশ ব্যবহার না করলে হঠাত জোড়ে হাছি দিলে ঘাড়ের উপরে চাপ পড়ে এরকম হতে পারে।

এটা মূল কারন, এর বাহিরে Cervical Spondylosis, Anxiety কারনে হতে পারে। Trauma history টা নিতে হবে। কখন থেকে সেটাও জিজ্ঞাসা করতে হবে। সাথে BP টা চেক দিতে হবে। কারন পাব্লিক এটাকে মনে করে প্রেসার লো হয়ে গেছে। তাই তাদের মনকে খুশি রাখতে দেখতে হবে।

এমনটা হলে প্রথমে ঠান্ডা স্যাক, তারপরে হালকা গরম স্যাক। ঘাড় বেশি নাড়াচাড়া করা যাবে না।

NSAIDs - Naproxen
PPI
Muscle Relaxant.

সেই সাথে একটু একটু করে ঘাড় মুভ করার চেষ্টা করতে হবে। বেশি ব্যাথা হলে দরকার নেই। ঠিকঠাক ঘুমাবে। বালিশ ব্যবহার করবে। ৩ দিনের ভিতরে ঠিক না হলে ডাক্তারের কাছে গিয়ে এক্সরে,আল্ট্রা, এম আর আই যা লাগে করতে হবে ।

আর অনেকের Congenital Torticollis
জন্মগত ও এমনটা হয়। ১বছরের মধ্যে ভালো না হলে অপারেশন করা লাগে।

31/07/2025

অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে বিরক্ত লাগলেও রিপন মিয়ারে কখনো লাগে নাই। এটাই বাস্তব!

Address

Dhaka
Cumilla
3510

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD. Shahajahan Shiraz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD. Shahajahan Shiraz:

Share