MHB Tech Studio

MHB Tech Studio Welcome to my Page

কম সময়ে বেশী কাজ করে কি ভাবে? জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি...
02/07/2025

কম সময়ে বেশী কাজ করে কি ভাবে? জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
Turning Point Job Aid
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।

(সংগৃহীত)❤️

02/07/2025
স্কিল ছাড়াও ইনকাম!জেনে নিন–ফ্রিতে অনলাইনে আয় করার ১৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার...
21/05/2025

স্কিল ছাড়াও ইনকাম!
জেনে নিন–ফ্রিতে অনলাইনে আয় করার ১৫টি বাস্তব উপায় (নতুনদের জন্য বেস্ট!)

সময় নষ্ট নয়, এবার শুরু হোক স্মার্ট ইনকামের পথ! মোবাইল/কম্পিউটার থাকলেই চলবে!

১. YouTube Automation – ভিডিওতে নিজের মুখ না দেখিয়ে ইনকাম করুন (AI Tools দিয়ে ভিডিও বানিয়ে আপলোড)।
২. page Monetization – Reels ও Video Content দিয়ে ইনস্ট্যান্ট ইনকাম!
৩. CPA Marketing (Cost Per Action) – কেউ সাইন আপ করলেই আপনি টাকা পাবেন।
৪. Paid Survey Sites (Swagbucks, Ysense) – ঘরে বসে সার্ভে করে ইনকাম করুন।
৫. Referral Programs (Binance, Shohoz, Pathao) – অন্যকে রেফার করলেই কমিশন।
৬. App Testing (TesterWork, UserTesting) – অ্যাপ ইউজ করে আপনার মতামত দিন, আর টাকা নিন।
৭. TikTok Content (Without Face) – ভাইরাল ভিডিও বানিয়ে ইনকাম।
৮. Watching Ads (TimeBucks, AdWallet) – বিজ্ঞাপন দেখে ইনকাম!
৯. Website Testing (TryMyUI) – ওয়েবসাইট ব্যবহার করে ভুল ধরিয়ে টাকা নিন।
১০. Amazon Kindle eBook – ফ্রি টুল দিয়ে বই লিখে বিক্রি করুন (AI রাইটিং ব্যবহার করুন)।
১১. Microtasking (Clickworker, Microworkers) – ছোট ছোট কাজ করে ডলার ইনকাম।
১২. Data Entry on Freelancing Sites – বেসিক টাইপিং স্কিল থাকলেই চলবে।
১৩. Facebook Group Admin বা Moderator হয়ে আয় – বড় পেইজ/গ্রুপে কাজ করে ইনকাম।
১৪. Free Stock Photo Upload (Pexels, Pixabay) – মোবাইল দিয়ে ছবি তুলে ইনকাম করুন।
১৫. YouTube Shorts Compilation Channel – অন্যদের ভিডিও ক্লিপ কম্বাইন করে ভাইরাল করুন।

এই পদ্ধতিগুলোয় ইনকাম একটু একটু করে শুরু হবে, কিন্তু নিয়মিত করলে মাসে ৫০০-১০০০ ডলার সম্ভব!
শুরু করুন ধীরে ধীরে, ৬ মাস পর নিজেই বলবেন — “যাত্রাটা সার্থক!”

18/04/2025

নতুন ইউটিউব চ্যানেল দিয়ে লাখ টাকা ইনকাম করতে পারবেন

18/04/2025

4k ভিডিও নিজেই করে নিন

18/04/2025

মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন

04/02/2025

DeepSeek vs. ChatGPT – কে জিতবে?

আপনি কি কখনো ভেবেছেন, AI আসলে কোন কাজে সেরা? DeepSeek আর ChatGPT—দুইজনই শক্তিশালী, কিন্তু তাদের কাজ ভিন্ন। DeepSeek কি সত্যিই ChatGPT-এর চেয়ে ভালো?

🔍 DeepSeek: খোঁজার জন্য তৈরি
DeepSeek হলো একটা সার্চ-ফোকাসড টুল, যা নির্দিষ্ট তথ্য খুঁজতে এবং পছন্দ অনুযায়ী সাজানো রেজাল্ট দিতে এক্সপার্ট। এটি DeepDive আর SmartSuggest -এর মতো ফিচার দিয়ে আপনাকে এমন কিছু খুঁজে দিতে পারে, যা হয়তো আপনি জানতেনই না! দ্রুত, নিখুঁত, আর সহজে ব্যবহারযোগ্য।

💬 ChatGPT: কনভার্সেশন ও আইডিয়া জেনারেশনের মাস্টার
ChatGPT সাধারণ জ্ঞানের উত্তর দিতে, গল্প বানাতে, কনটেন্ট লিখতে, আর ডিপ কনভার্সেশন চালাতে পারদর্শী। তবে এটি DeepSeek-এর মতো সার্চ স্পেসিফিক নয়, এবং অনেক সময় অতিরিক্ত তথ্য দিয়ে ফেলে।

তাহলে, কোনটা আপনার দরকার?
যদি আপনি নির্দিষ্ট তথ্য, প্রোডাক্ট বা গভীরভাবে কোনো বিষয় অনুসন্ধান করতে চান, DeepSeek বেস্ট চয়েস। কিন্তু যদি আপনার দরকার আইডিয়া, গল্প, বা কনভার্সেশন—তাহলে ChatGPT-ই আপনার সেরা সঙ্গী।

আপনি কোনটি বেশি ব্যবহার করেন? মতামত জানান!

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when MHB Tech Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share