BD নানির সংসার

BD নানির সংসার MY LOVE ALLAH
MY LOVE ALL FAMILY
(111)

এই যায়গা ১০ লাখ টাকা শতক কেমনে কি?
15/10/2025

এই যায়গা ১০ লাখ টাকা শতক কেমনে কি?

আজকের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ
14/10/2025

আজকের দুপুরের আয়োজন আলহামদুলিল্লাহ

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা 😋
13/10/2025

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা 😋

পথভ্রষ্টরা বলে জীবন ছোট তাই Enjoy করে নাও! মুমিনরা বলে,জীবন ছোট তাই ইবাদত করে নাও।যাতে কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে তো...
12/10/2025

পথভ্রষ্টরা বলে জীবন ছোট তাই Enjoy করে নাও!

মুমিনরা বলে,জীবন ছোট তাই ইবাদত করে নাও।যাতে কিয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাত উপহার দিয়ে দেন।

এই দুই শ্রেণীর মধ্যে পার্থক্য টা হচ্ছে জাহান্নাম আর জান্নাতের পার্থক্য!

আমি সহজে কারো অন্ধ অনুরাগী হই না। হয়তো এজন্য কাউকে এনালিসিস করা সহজ। আবু তোহা আদনানের ১ম স্ত্রীর ঘটনাও ভাইরাল হয়েছে। উনা...
11/10/2025

আমি সহজে কারো অন্ধ অনুরাগী হই না। হয়তো এজন্য কাউকে এনালিসিস করা সহজ। আবু তোহা আদনানের ১ম স্ত্রীর ঘটনাও ভাইরাল হয়েছে। উনার ভক্তরা আঘাত পাবেন ভেবে পোস্ট করিনি। ২য় স্ত্রী সাবিকুন নাহার সারাহ আজ আবার আগের বক্তব্যটা পোস্ট করেছেন, সাথে লিখেছেন...

"আমি মিথ্যা বলিনি।
নিছক সন্দেহের বশে লিখার তো প্রশ্নই আসেনা।উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধন এর আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমান করে যে আস্ফালন তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছেনা।

হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দ্বীনের বড় উপকারে আসবেন।

আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরো হবো জানি। আমি আমার পরওয়া করিনা। আমি স্বার্থান্বেষী, নেইম-ফেইম বিলাসীও নই।

وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ"
- সাবিকুন নাহার সারাহ।

উনার দুই স্ত্রীকে নিয়ে পোস্ট বা বক্তব্য কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।

আমার বক্তব্য খুব সিম্পল ছিল। যাকে ফলো করব, যার নির্দেশনা মানব, যার কথা ঘন্টার পর ঘন্টা শুনব তাকে ব্যক্তিগত জীবনে শুদ্ধ হতে হবে, ইনসাফ করতে হবে৷ দুই স্ত্রী থাকলে দুজনের প্রতিই ইনসাফ করতে হবে। মনে রাখতে হবে, উনি কোন রাজনৈতিক নেতা বা প্রশাসনিক কর্মকর্তা নন। উনি একজন দাঈ, ইসলামিক স্কলার। উনার কথা আর কাজে মিল থাকতে হবে৷

Atique UA Khan

সকালের নাস্তা নানির হাতের 😋😋
11/10/2025

সকালের নাস্তা নানির হাতের 😋😋

প্রবাসী ভাই বিল্ডিং এর ছাদে করলো, পেপে গাছের বাগান। 😮😮😮
10/10/2025

প্রবাসী ভাই বিল্ডিং এর ছাদে করলো, পেপে গাছের বাগান। 😮😮😮

নদীর টাটকা মাছ
10/10/2025

নদীর টাটকা মাছ

10/10/2025

অন্যের বাড়ির ঝগড়া দেখতে গিয়ে কি হলো আমার

আজকের তরকারি টা সেই মজাদার ছিলো
09/10/2025

আজকের তরকারি টা সেই মজাদার ছিলো

ধুর, এই রাএি বেলা মাছ কাটা কি ভালো লাগে বলেন!!
08/10/2025

ধুর, এই রাএি বেলা মাছ কাটা কি ভালো লাগে বলেন!!

বিকালে একটু ঘুরতে আসছিলাম
08/10/2025

বিকালে একটু ঘুরতে আসছিলাম

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when BD নানির সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share