11/10/2025
আমি সহজে কারো অন্ধ অনুরাগী হই না। হয়তো এজন্য কাউকে এনালিসিস করা সহজ। আবু তোহা আদনানের ১ম স্ত্রীর ঘটনাও ভাইরাল হয়েছে। উনার ভক্তরা আঘাত পাবেন ভেবে পোস্ট করিনি। ২য় স্ত্রী সাবিকুন নাহার সারাহ আজ আবার আগের বক্তব্যটা পোস্ট করেছেন, সাথে লিখেছেন...
"আমি মিথ্যা বলিনি।
নিছক সন্দেহের বশে লিখার তো প্রশ্নই আসেনা।উল্লেখিত পোস্ট ডিলিট করে নিজের কাধে সব দোষ নিয়ে অপমানিত হওয়ার পথ বেছে নিয়েছিলাম সংশোধন এর আশায়। কিন্তু ভক্তদের অতিমাত্রায় তাকে নির্দোষ প্রমান করে যে আস্ফালন তা তাকে পরিশুদ্ধ হতে দিচ্ছেনা।
হতে পারে আমার সত্য প্রকাশের ফলে আপনারা সচেতন হবেন এবং তিনি চূড়ান্ত রূপে সংশোধন হয়ে প্রকৃত অর্থেই কখনো দ্বীনের বড় উপকারে আসবেন।
আমি নানাভাবে আক্রমণের শিকার অলরেডি এবং আরো হবো জানি। আমি আমার পরওয়া করিনা। আমি স্বার্থান্বেষী, নেইম-ফেইম বিলাসীও নই।
وَمَا مِن دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُّبِينٍ"
- সাবিকুন নাহার সারাহ।
উনার দুই স্ত্রীকে নিয়ে পোস্ট বা বক্তব্য কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি।
আমার বক্তব্য খুব সিম্পল ছিল। যাকে ফলো করব, যার নির্দেশনা মানব, যার কথা ঘন্টার পর ঘন্টা শুনব তাকে ব্যক্তিগত জীবনে শুদ্ধ হতে হবে, ইনসাফ করতে হবে৷ দুই স্ত্রী থাকলে দুজনের প্রতিই ইনসাফ করতে হবে। মনে রাখতে হবে, উনি কোন রাজনৈতিক নেতা বা প্রশাসনিক কর্মকর্তা নন। উনি একজন দাঈ, ইসলামিক স্কলার। উনার কথা আর কাজে মিল থাকতে হবে৷
Atique UA Khan