Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Comillar Patrika - কুমিল্লার পত্রিকা, Newspaper, Cumilla.

www.fb.com/ComillaOnlinebd.News is one of the most popular online News portals of Comilla(A City of Bangladesh) updating 24/7 with breaking, political, business, entertainment, sports, lifestyle and crime news.

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফুট সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে দুমড়েমুচড়ে গেছে। এতে মাসকো গ...
20/07/2025

নারায়ণগঞ্জের রূপগঞ্জ পূর্বাচল ৩০০ ফুট সড়কে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার টপকে দুমড়েমুচড়ে গেছে। এতে মাসকো গ্রুপের এমডি আহমেদ আরিফ বিল্লাহ, ছেলে তাওয়াব বিল্লাহসহ চারজন গুরুতর আ*হত হয়েছেন।

রক্তের গ্রুপ অনুযায়ী আমাদের খাবারের তালিকা একেকজনের একেক রকম হয়ে থাকে। কারণ, রক্তের গ্রুপ অনুযায়ী বেশকিছু খাবার হজম করতে...
16/07/2025

রক্তের গ্রুপ অনুযায়ী আমাদের খাবারের তালিকা একেকজনের একেক রকম হয়ে থাকে। কারণ, রক্তের গ্রুপ অনুযায়ী বেশকিছু খাবার হজম করতে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে অনেকেই খাসি, গরু বা মুরগির মাংস হজম করতে পারেন না।

গবেষণায় দেখা গেছে, প্রত্যেকের রক্তের গ্রুপ অনুযায়ী খাদ্যাভাস নির্ধারণ না করলেই বিপদ। অর্থাৎ, আপনার খাদ্যাভ্যাস নির্ভর করা উচিত আপনার রক্তের গ্রুপের ওপরও।

মানুষের শরীরের চার ধরনের রক্তের গ্রুপ হয়। ও, এ, বি এবং এবি। এই চার রক্তের গ্রুপের মানুষ কে কী ধরনের খাবার খেতে পারে তা সরাসরি নির্ভর করে রক্তের গ্রুপের ওপর। তাই চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন রক্তের গ্রুপের মানুষ কেমন খাবার খাবেন—

‘এ’ রক্তের গ্রুপ

এই গ্রুপের মানুষদের রোগ প্রতিরোধ খুবই সংবেদনশীল। তাই এদের নিজেদের ডায়েটের দিকে অনেক বেশি নজর দিতে হয়। মূলত নিরামিষ খাবারই এই গ্রুপের মানুষের জন্য উপযোগী। এই রক্তের গ্রুপের মানুষরা শরীর সহজে মাংস হজম করতে পারে না। তাই এদের খাসি, গরু বা মুরগির মাংস কম খাওয়াই ভালো। এ ছাড়া সামুদ্রিক খাওয়ার ও বিভিন্ন ধরনের ডাল অন্তর্ভুক্ত করা উচিত।

‘বি’ রক্তের গ্রুপ

এই গ্রুপের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ ভালো। তাই খাসি, মুরগি বা আমিষ খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ বাধানিষেধ মানতে হয় না। তবে সবুজ শাকসবজি, ফল, মাছ খাদ্য তালিকায় থাকা বিশেষ গুরুত্বপূর্ণ।

‘এবি’ এবং ‘ও’ রক্তের গ্রুপ

এই দুই গ্রুপের মানুষের ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা অত্যন্ত প্রয়োজনীয়। বিশেষ বাধা-নিষেধ না থাকলেও খাসি-গরু ও মুরগি খাওয়ার ক্ষেত্রে কিছুটা লাগাম টানা ভালো।

তারেক রহমান যেদিন মরহুম শেখ মুজিবুর রহমান এর কবর জেয়ারত করেছিলেন- গভীর রাত।টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্...
16/07/2025

তারেক রহমান যেদিন মরহুম শেখ মুজিবুর রহমান এর কবর জেয়ারত করেছিলেন-
গভীর রাত।
টুঙ্গিপাড়ায় বিএনপির প্রতিনিধি সম্মেলন শেষে ক্লান্ত তারেক রহমান সার্কিট হাউজে গেলেন বিশ্রাম নেওয়ার জন্যে। একটু পরেই তাঁর ঢাকা ফেরার কথা। ফেরার প্রস্তুতি চলছে। তারেক রহমান গাড়িতে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হলেন। আচমকা সবাইকে অবাক করে দিয়ে গাড়িবহর উলটো দিকে চলা শুরু করলো। তারেক রহমানের সঙ্গে থাকা বিএনপির ততকালীন সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ গাড়িবহরের সাথে থাকা অন্যান্য নেতারা হকচকিয়ে গেলেন। তারা কিছুই বুঝে উঠতে পারছিলেননা। কোথায় যাচ্ছে কেউ জানেনা। প্রশ্নের জবাবে তারেক শুধু মুচকি হেসে বলেছিলেন, ‘আমরা এক জায়গায় যাবো’। ব্যাস এতটকুই। গভীর রাতে গাড়ি গিয়ে থামলো শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে। এতক্ষণের সাসপেন্সের অবসান হল। সবাইকে অবাক করে দিয়ে তারেক রহমান গাড়ি থেকে নেমে আসলেন। সমাধিস্থলের খাদেমকে ঢেকে তুললেন। সাথে থাকা নেতা কর্মীদের নিয়ে শেখ মুজিবর রহমানের কবর জিয়ারত করলেন তিনি।
বাংলাদেশের কদর্য আর কাদা ছোঁড়াছুঁড়ির রাজনৈতিক সংস্কৃতিতে যে কয়টা সুন্দর দৃশ্য আছে তার মধ্যে সবচেয়ে সুন্দরতম দৃশ্যটির জন্ম হলো তারেক রহমানের হাত ধরে।
রাজনৈতিক অঙ্গনে ওই সময় এরকম প্রশংসনীয় একটি ঘটনা মিডিয়ায় সেইভাবে আসেনি। কারণ তখন ওই ঘটনাটি ছিলো টপ সিক্রেট। তারেক রহমান যখন শেখ মুজিবের কবর জিয়ারত করতে যান তখন তাঁর সাথে এমনকি কোন মিডিয়াকর্মীও ছিলোনা। তারেক রহমান প্রচার চাননি, তিনি এমনকি এই ঘটনা নিয়ে কোন রাজনীতিও করতে চাননি।
এই হলেন জনাব তারেক রহমান।
২০০৪ সালের জানুয়ারী মাস। ২৭ তারিখ।

একটি অস*ভ্য জাতির প্রারম্ভিক উপাখ্যানঃ ১৯৭৫ সালের ৬ আগস্ট শেষ রাতে, মেডিকেলের পরীক্ষা পেছানোর দাবীতে চট্টগ্রাম মেডিকেল ক...
14/07/2025

একটি অস*ভ্য জাতির প্রারম্ভিক উপাখ্যানঃ ১৯৭৫ সালের ৬ আগস্ট শেষ রাতে, মেডিকেলের পরীক্ষা পেছানোর দাবীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেবের বাসায় লাইভ গ্রে*নেড নিক্ষেপ করে মেডিকেলের একদল ছাত্র। প্রিন্সিপাল সাহেব অনড় ছিলেন। তিনি পরীক্ষা পেছাবেন না।

তাঁর দুটি সন্তান, দুই মেয়ে। একটি কলেজে, আর একটি স্কুলে পড়াশুনা করে। প্রিন্সিপালের শয়ন কক্ষ মনে করে ভুল করে গ্রে*নেড নিক্ষেপ করে দুই মেয়ের শয়ন কক্ষে। বড় মেয়ে ছি*ন্নভিন্ন হয়ে যায়। ছোট মেয়ে মা*রা যায় হাসপাতালে।

দুর্ভাগ্য আমি দেখতে গিয়েছিলাম সেখানে।

বড় মেয়ের ছি*ন্নভিন্ন দেহ দেখতে দেয়া হয়নি কাউকে। গেলাম হাসপাতালে ছোট মেয়েকে দেখতে। একটি কক্ষে মেয়েটি শুয়ে আছে। অনেকগুলো সাকশান মেশিন ঘড়ঘড় আওয়াজ তুলে র*ক্ত আর সাদা সাদা কী যেন জমা করছে কয়েকটি বোতলে। মেয়েটির দেহ একটু পরপর ঝাঁকি দিয়ে উঠছে।

দুই তিন ঘন্টা পর ছোট মেয়েটিও চলে গেল দুনিয়া ছেড়ে।

প্রিন্সিপাল মহোদয় চাকুরি ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেলেন। আর খুঁজে পাইনি তাঁকে কখনো।

মাঝে মাঝে মনে পড়ে সেই দৃশ্যের কথা।

কোনো বিচার হয়নি কারো।

এক অস*ভ্য, ব*র্বর, পিশা*চ আর অভিশ*প্ত জাতি।

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

©
Mahbub Kabir Milon

১৩০০ নাম্বারের মধ্যে ১২৬৪ নাম্বার পেয়ে  কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছেন অনামিকা!   এসএসসি ২০২৫ এর এই ফলাফলে শুভেচ্ছা ও অভিন...
14/07/2025

১৩০০ নাম্বারের মধ্যে ১২৬৪ নাম্বার পেয়ে কুমিল্লা বোর্ডে প্রথম হয়েছেন অনামিকা!
এসএসসি ২০২৫ এর এই ফলাফলে
শুভেচ্ছা ও অভিনন্দন।

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে Comillar Patrika - কুমিল্লার পত্রিকা পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 💐🌺

"Daily Comillar Patrika - দৈনিক কুমিল্লার পত্রিকা"
https://www.facebook.com/DailyComillarPatrika



ssc result











ীক্ষার্থী
াংলাদেশ












এসএসসি
#2025
#পরীক্ষা
#রেজাল্ট
#শিক্ষার্থী
#ফলাফল
#এসএসসি2025
#এসএসসিপরীক্ষা
#ঢাকা শিক্ষা বোর্ড
#এসএসসিরেজাল্ট
#এসএসসি ও সমমান












Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

সারা দেশে রেজাল্টের ভরাডুবিতেও ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+! সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল...
10/07/2025

সারা দেশে রেজাল্টের ভরাডুবিতেও ৩২০ জনের মধ্যে ৩২০ জনই A+! সারাদেশে প্রথম স্থান অর্জন করেছে নাসিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস!

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

ssc result











ীক্ষার্থী
াংলাদেশ












এসএসসি
#2025
#পরীক্ষা
#রেজাল্ট
#শিক্ষার্থী
#ফলাফল
#এসএসসি2025
#এসএসসিপরীক্ষা
#ঢাকা শিক্ষা বোর্ড
#এসএসসিরেজাল্ট
#এসএসসি ও সমমান










কুমিল্লার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ!ছবিটি কুলিল্লার ঘুরগার বিল থেকে তোলা!Comillar Patrika - কুমিল্লার পত্রিকা চান্দিনা
10/07/2025

কুমিল্লার অসাধারণ প্রাকৃতিক পরিবেশ!
ছবিটি কুলিল্লার ঘুরগার বিল থেকে তোলা!

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

চান্দিনা

10/07/2025

কুমিল্লা বোর্ডে পাশের হার ৬৩.৬০%
জিপিএ ৫ পেয়েছে - ৯৯০২,
শতভাগ পাশ ২২ টি প্রতিষ্ঠান
Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা ব...
10/07/2025

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়েছে। এবারো শিক্ষার্থীরা পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার সুযোগ পাবেন।

পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে শুধু টেলিটক মোবাইল নম্বর ব্যবহার করে। এজন্য মোবাইলে টাইপ করতে হবে— RSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বিষয় কোড এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। একাধিক বিষয়ের কোড লিখতে হলে কমা (,) দিয়ে আলাদা করতে হবে। যেমন ১০১, ১০২।

পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে ১১ জুলাই থেকে, চলবে ১৭ জুলাই পর্যন্ত। প্রতিটি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

টেলিটকের ওয়েবসাইটে (www.teletalk.com.bd) ফলাফল ও পুনঃনিরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।

এছাড়া, মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে ফল জানতে হলে লিখতে হবে SSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর বছর, এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। উদাহরণস্বরূপ ঢাকা বোর্ডের জন্য হবে ‘SSC DHA 123456 2025’। আর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্য বোর্ড কোড হবে MAD এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের জন্য TEC। ইন্টারনেটের মাধ্যমে ফলাফল জানার জন্য ভিজিট করতে হবে।

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

এসএসসি ও সমমান পরীক্ষায় কৃতকার্য সকল শিক্ষার্থীকে Comillar Patrika - কুমিল্লার পত্রিকা পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। 💐🌺

"Daily Comillar Patrika - দৈনিক কুমিল্লার পত্রিকা"
https://www.facebook.com/DailyComillarPatrika



ssc result











ীক্ষার্থী
াংলাদেশ












এসএসসি
#2025
#পরীক্ষা
#রেজাল্ট
#শিক্ষার্থী
#ফলাফল
#এসএসসি2025
#এসএসসিপরীক্ষা
#ঢাকা শিক্ষা বোর্ড
#এসএসসিরেজাল্ট
#এসএসসি ও সমমান










কুমিল্লা দেশের একটি প্রাচিন নগরী, শিক্ষায় ও রেমিটেন্সে অগ্রগামি জেলা। দেশের বহু গুনিজন,গুরুত্ব পূর্ণ ব্যাক্তি এই জেলা ও...
10/07/2025

কুমিল্লা দেশের একটি প্রাচিন নগরী, শিক্ষায় ও রেমিটেন্সে অগ্রগামি জেলা। দেশের বহু গুনিজন,গুরুত্ব পূর্ণ ব্যাক্তি এই জেলা ও মহানগরীতে বসবাস করেন। এই জেলাবাসীর প্রয়োজনের কথা বিবেচনা করে প্রত্যেকটি যাত্রীবাহি এক্সপ্রেস ট্রেইন এর "কুমিল্লা স্টেশন" কুমিল্লা প্রাণের দাবি
Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ...
10/07/2025

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

ট্রাইব্যুনালে তিনি বলেছেন, “আমি জুলাই হ'ত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”

একদিকে মামুনের রাজসাক্ষী হতে চাওয়া, অন্যদিকে বিবিসির ভেরিফাইড হাসিনার অডিও প্রকাশ করা (প্রাণঘা'তী অ'স্ত্র ব্যবহার সংক্রান্ত)।

দুটি ঘটনা মিলে রেজাল্ট হলো শেখ হাসিনাকে মৃ'ত্যুদন্ডের হাত থেকে কেউ বাচাঁতে পারবেনা। আর শেখ হাসিনা কখনোই এই দেশ, দেশের জনগন বা নিজ দলের স্বার্থে রাজনীতি করেনি। তাই সে জেলে থাকার জন্য বাংলাদেশে ফিরবেনা

তাই বলা যায়, হাসিনা এবং আওয়ামী লীগের খেল আপাতত খতম!

ওকে টাটা বাই বাই!

Comillar Patrika - কুমিল্লার পত্রিকা

10/07/2025

যে কোন পরীক্ষার্থীর SSC Result জানার জন্য রোল, রেজিস্ট্রেশন এবং বোর্ডের নাম লিখে মেসেজ করুন ।। ধন্যবাদ

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Comillar Patrika - কুমিল্লার পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category