24/10/2025
                                            টাইগার মুরগীর জন্য বুকিং মানি পাঠালেন এক ভাই,
আপনারাও বুকিং করতে পারেন, বুকিং এর আগে অবশ্যই ছাদ খামার এর বিকাশ নাম্বার কিনা যাচাই করে নিবেন, আমাদের ব্যানারের মধ্যে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে। সাথে মিলিয়ে লেনদেন করবেন। বর্তমানে অনেক প্রতারক চক্র মাল দিবে বলে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে।