Buzz World

Buzz World Alhamdulillah for everything ❤️‍🩹

কক্সবাজারের বিভিন্ন বিচে ঘুরে ঘুরে মালা বিক্রি করা প্রায় মালারা এইভাবে বালু জড়িয়ে ধরে ক্লান্তি ভুলে।😭আলহামদুলিল্লাহ! জীব...
23/09/2025

কক্সবাজারের বিভিন্ন বিচে ঘুরে ঘুরে মালা বিক্রি করা প্রায় মালারা এইভাবে বালু জড়িয়ে ধরে ক্লান্তি ভুলে।😭

আলহামদুলিল্লাহ! জীবন নিয়ে কোন অভিযোগ নাই।

মার্চ ফর প্যা "লে "স্টাইন... ইতালি 🇮🇹 বোলোনিয়া শহর জনসমুদ্রে পরিণত হয়.. ধারণা করা হচ্ছে ১ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে..
23/09/2025

মার্চ ফর প্যা "লে "স্টাইন... ইতালি 🇮🇹 বোলোনিয়া শহর জনসমুদ্রে পরিণত হয়.. ধারণা করা হচ্ছে ১ লক্ষ মানুষের উপস্থিতি হয়েছে..

৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা খাতুন। সন্তান প্রসবের  জন্য মা মনোয়ারা  খাতুনের সাথে বাপের বাড়ি যাচ্ছিলেন ।রাজশাহী থে...
23/09/2025

৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন রেশমা খাতুন। সন্তান প্রসবের জন্য মা মনোয়ারা খাতুনের সাথে বাপের বাড়ি যাচ্ছিলেন ।রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস ট্রেনে তারা চৌডাঙ্গা থেকে উঠে দর্শনা স্টেশন ছেড়ে আসার পর ঝাঁকুনিতে রেশমা খাতুনের প্রসব বেদনা শুরু হয়

একপর্যায়ে ট্রেনেই তিনি পুত্র সন্তান প্রসব করেন,
কিন্তু ট্রেনে সন্তানের নাড়ি কাটা সুযোগ না থাকায় এই অবস্থায় তাকে থাকতে হয়।
এই সময় প্রচুর রক্তক্ষরণের কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এই খবর আগেই পৌঁছে যায় যশোরের ষ্টেশনে,

পরে দুপুর বারোটার দিকে তৃতীয় লিঙ্গের কিছু মানুষের সহযোগিতায় ফায়ার সার্ভিসে সদস্যরা অ্যাম্বুলেন্স নিয়ে নবজাতক ও প্রসূতি মাকে যশোর ২৫০ সজ্জা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়,
অতিরিক্ত রক্ত ক্ষরণ জন্য প্রসূতি মাকে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়েছে । বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন বলে জানান যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে গাইনী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া খাতুন,

(এই পৃথিবীতে মা মানেই যোদ্ধা, মায়ের ঋণ কোনদিন শোধ হবার নয়.)...
💙🤲

আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ncp দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালি...
23/09/2025

আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর ncp দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।

হানিয়া আমিরকে নিয়ে রাফসানের ভিডিওটা যারা দেখছে তারা হয়তো একটা জিনিস নোটিশ করছে সেটা হলো, ভিডিওর এক পর্যায় রাফসান বলে বসে...
23/09/2025

হানিয়া আমিরকে নিয়ে রাফসানের ভিডিওটা যারা দেখছে তারা হয়তো একটা জিনিস নোটিশ করছে সেটা হলো, ভিডিওর এক পর্যায় রাফসান বলে বসে, "তুমি অনেকটা আমার একটা বন্ধুর মতন৷ তার মতনই তুমি সহজে মিশতে পারো" তখন হানিয়া বলে, সে কোথায় তাহলে? তাকে কেনো আনোনি? রাফসান অনেকটা আফসোসের কন্ঠেই বলে, তাকে আনলে হয়তো আরো মজা হতো৷

এই বন্ধুটাই হলো সুনেরাহ৷ রাফসান যে ওরে একটু বেশিই ভালোবাসে সেটা ওর কথাগুলোই প্রমাণ করে৷ না হলে পাশে সুন্দরী একটা মেয়ে রেখে ব্যাটা মানুষ তার পছন্দের মানুষ নিয়া গল্প করবে যদি না সে ঐ মানুষটাকে বেশি ভালোবাসে৷

কোথাও গেলো প্রিয় মানুষটাকে মিস করা একটা ভালো বিষয়৷ দেশের বাহিরে যখন ছিলাম তখন এই জিনিসটা সবচেয়ে বেশি টের পাইছি ❤

- Rahat Ahmed Tulon

লাশ নিয়ে ফিরতে গিয়ে তারাও লাশ আহ জীবন নিয়ে অহংকার করতে নেই।
23/09/2025

লাশ নিয়ে ফিরতে গিয়ে তারাও লাশ
আহ জীবন নিয়ে অহংকার করতে নেই।

ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো! ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো। ছে...
22/09/2025

ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরে জানলাম, আমি নাকি বাপ হবো!
ফোনে খবরটা দিতে গিয়ে বউডা আমার লজ্জায় মইরা যাইতেছিলো।
ছেলে হইবো নাকি মেয়ে- এই নিয়ে রোজ খুনসুটি করতাম দুইজনে। ইচ্ছা করতো, চাকরি ফেলে এক্ষণই দেশের বিমানে উঠে বসি, চলে যাই বউয়ের কাছে।

কিন্ত সেটা করলে তো নতুন মেহমানরে না খেয়ে থাকা লাগবে। কোম্পানীতে বলে রাখলাম ছুটির কথা। তাদের আবার নিয়ম, একবার ছুটি কাটানোর এক বছর পার হওয়ার আগে আবার ছুটি নেয়া যায় না। হিসাব করে দেখলাম, বাচ্চার বয়স দুইমাস হইলে পরে আমি দেশে যাইতে পারব।

জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো, ভিডিও কলে আমিও দেখলাম আমার মায়েরে। আকিকা দিয়া নাম রাখা হইলো লামিয়া। আগস্টের শেষ সপ্তায় দেশে আসবো, ছুটি পাইলাম ১৫ দিনের, বিমানের টিকেটও করা শেষ। মেয়ের জন্যে কি কিনবো, মেয়ের মায়েরে কি উপহার দিব সেই চিন্তায় পেরেশান হয়ে আছি, কারো বুদ্ধিই মনে ধরে না। প্রথম বাবা হওয়ার অনুভূতি বলে কথা।

ঢাকায় তখন ডেঙ্গু ছড়াইতেছে, হাজার হাজার মানুষ হাসপাতালে ভর্তি। আমি তখনও কিছু জানি না, নিজের চিন্তায় ব্যস্ত। একদিন ফোনে বউ বললো, মেয়েটার নাকি জ্বর দুইদিন ধরে। ডেঙ্গুর কথা মাথায়ও আসে নাই, এই সর্বনাশা "ঘা ত ক" যে ঢাকা থেকে এতদূরে গিয়া হাজির হবে, কে জানতো? বউরে বললাম, ডাক্তার দেখাইতে। আরও একদিন গেল, শুনলাম জ্বর নামছে, কিন্ত বাচ্চার খাওয়াদাওয়া বন্ধ, শরীর খুব দুর্বল, কান্নাকাটিও করে না।

একদিন পরে শুনি, আমার মেয়েটার নাকি ডেঙ্গু হইছে, তারে ভর্তি করা হইছে হাসপাতালে! আমার মাথার উপরে যেন গোটা আসমান ভেঙে পড়লো, দুনিয়াটা ছোট হইয়া আসলো এক মূহুর্তে! দেড়মাসের বাচ্চাটা যখন হাসপাতালে যু-দ্ধ করতেসে ডেঙ্গুর সাথে, আমি তখন কাতারে যু - দ্ধ করতেসি প্লেনের টিকেট আগায়ে আনার জন্যে।

অফিসে জানাইলাম, ছুটি না আগাইলে আমি চাকরি ছাইড়া দিব। মেয়ের চাইতে দামী কিছু আমার কাছে নাই। তারা রাজী হইলো। তিনদিন পরের টিকেটও ম্যানেজ করে ফেললাম। আর তিন-চারটা দিন পরেই আমি আমার মেয়েটারে কোলে নিতে পারবো! ফোনে খবর পাই, মেয়ের অবস্থা নাকি ভালো না, তারে আইসিইউতে রাখা হইছে। আমার কাছে প্রতিটা মিনিটরে তখন একেকটা দিনের সমান লম্বা মনে হয়!

যেদিন প্লেনে উঠবো, তার আগেরদিন ফোনটা আসলো। মেয়েটা আমার মা-রা গেছে, ডেঙ্গুর কারনে,, ফোনে আমি শুধু বললাম, আমার বউটারে একটু দেখে রাইখেন, আমি আসতেছি। দুইদিন পরে আমি বাড়ির উঠানে পা রাখলাম, ঘর থেকে শুধু আগরবাতির গন্ধ নাকে আসে।

এই বাড়িতে একটা ফুটফুটে ফেরেশতা জন্ম নিছিলো, আমার বাচ্চা, আমার সন্তান। সেই সন্তানরে আমি একটাবারের জন্যে কোলে নিতে পারি নাই, একটু আদর করতে পারি নাই। আমার মেয়েটা দেড়মাস পৃথিবীতে থাকলো, হাসলো, কান্না করলো, রোগে ভুগে দুনিয়া ছেড়ে চইলাও গেল, অথচ একটাবার সে তার বাবার স্প'র্শ পাইলো না! বাপ হইয়া আমি নিজেরে কেমনে ক্ষমা করি বলেন?

কাতারে থাকি শুনলে অনেকেই ভাবেন টাকার বিছানায় ঘুমাই বুঝি। আমরা প্রবাসীরা আসলে ক'ষ্টের সাগরে ভাসতে থাকি। কাজের ক'ষ্ট, খাওয়ার ক'ষ্ট, এগুলা তো গায়ে লাগে না। ক'ষ্ট লাগে আপনজনের কাছ থেকে দূরে থাকতে, প্রিয় মানুষগুলার কাছ থেকে হাজার মাইল দূরে থাকার যে কি য'ন্ত্রণা, সেইটা সবাই বুঝবে না। নিজের সন্তানরে একটাবারও না দেখে তার ক'ব'র জেয়ারত করার যে কি ক'ষ্ট, সেইটা কাউরে বলে বুঝানো যাবে না! কাউরে নাহ।

দোয়া করি আল্লাহ তাআলা সন্তানহারা বাবা মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।

কাতার থেকে এক ভাই inbox এ পাঠিয়েছে

Copy paste Post

মাগরিবের আজান হচ্ছে,সমস্ত ছাত্ররা নামাজে চলে গিয়েছে, একজন ছাত্র দেখি তরকারী দিয়ে সাদাভাত খাচ্ছে  আমি একটু ধমক দিয়ে বললাম...
22/09/2025

মাগরিবের আজান হচ্ছে,
সমস্ত ছাত্ররা নামাজে চলে গিয়েছে,
একজন ছাত্র দেখি তরকারী দিয়ে সাদাভাত খাচ্ছে
আমি একটু ধমক দিয়ে বললাম,
মাগরীবের আজান হচ্ছে এখন কি খাওয়ার সময়?

সে বলে হুজুর আমি রোজা রাখছিলাম,
আমি তাকে বললাম তুমি ছোট মানুষ
এই অটাইমে কেন রোজা রাখছো
সে বলে হুজুর আজকে আমার জন্মদিন,
তাই আমি রোজা রেখেছি,

ওকে কাছে টেনে নিয়ে একটু দোয়া করে দিলাম,
তার কাছেও দোয়া নিলাম,
আল্লাহ তার এই খোদাভিরুতা,
তাকে একজন আল্লাহর অলী হিসাবে
কবুল করুক তার জন্য সকলের কাছে দোয়ার আবদার।

@ Abu Said Kalarab

ফার্ড ফ্লোর আবার কেমনে হয়? 🙂
22/09/2025

ফার্ড ফ্লোর আবার কেমনে হয়? 🙂

22/09/2025

আজ বিশ্ব 'গন্ডার' দিবস! কারে 'শুভেচ্ছা' জানাইতে হবে, সেটা তো আপনি জানেন ই!
তাড়াতাড়ি শুভেচ্ছা জানান তাকে! 🙂

মিজানের ১০০ টাকার ভাতের হোটেলের ভিডিও সো-ড-নে কদিন ধরে থাকতে পারছি না..এরমধ্যে হাজির হইলো একজন কেক নিয়া..ভাইরে ভাই..প্রত...
22/09/2025

মিজানের ১০০ টাকার ভাতের হোটেলের ভিডিও সো-ড-নে কদিন ধরে থাকতে পারছি না..এরমধ্যে হাজির হইলো একজন কেক নিয়া..

ভাইরে ভাই..প্রতি একটা রিলসের পরই দেখি ঐ লোকের কেকের ভিডিও আসে..মনে হইতেছে দেশে মানুষ ভাত খাওয়ার বদলে কেক খাইতেছে..মানে পাবলিক হাবাইত্তার মতন হুমড়ি খায়া কেক খাইতেছে..

আর ঐ লোক সব ভিডিওতে আমার বউ..আমার বউ এর কেক..আমার বউ একা সব বানায়..

কিন্তু আমি সহজ একটা অংক বুঝি না..হেরা বউ জামাই মিলা ৪০/৫০ টা কেক কেমনে বানায়..আজকে আবার দেখলাম ভাই কইতাছে তারা নাকি ২ মিনিটে একটা কেক বানায়..মানে ভাই কেমনে কি..আপনাদের কি মনে হয় এখানে অন্য কোনো কারসাজি আছে নাকি 🙂

- তুলন

Address

Nangalkot
Cumilla
3580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Buzz World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share