Friend's Drama Content

Friend's Drama Content Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friend's Drama Content, Digital creator, Nangalkot, Cumilla.

বাহ্..এই ছবি দেখলো তো কোটি কোটি নারীর..রাতের ঘুম উ-ড়ে যাবে 🙂
31/07/2025

বাহ্..এই ছবি দেখলো তো কোটি কোটি নারীর..রাতের ঘুম উ-ড়ে যাবে 🙂

বৃষ্টি ভেজা নাঙ্গলকোট শহর..🌧️
31/07/2025

বৃষ্টি ভেজা নাঙ্গলকোট শহর..🌧️

🕰️ ঘড়ির কাঁটা ঘোরে আর ঘুরে যায় জীবন… 🥀অহংকার মিশে যাবে মাটিতে,ছাই হয়ে যাবে একদিন এই শরীর।আজ যে রাজা, কাল সে ফকির —পুরো খ...
31/07/2025

🕰️ ঘড়ির কাঁটা ঘোরে আর ঘুরে যায় জীবন… 🥀

অহংকার মিশে যাবে মাটিতে,
ছাই হয়ে যাবে একদিন এই শরীর।
আজ যে রাজা, কাল সে ফকির —
পুরো খেলাটাই কিন্তু ঘড়ির। ⏳

🔁 সময়ের সাথে সবই বদলে যায়।
তাই বিনয়ী হোন, কৃতজ্ঞ হোন,
কারণ কিছুই চিরস্থায়ী নয়।

💝

ছেলেটার জন্য খারাপই লাগতাছে! যে কিনা গোটা একটা বিশ্ব ভ্রমণ করলো তাকে কিনা ৭ টি দেশের ভিসা রিজেক্ট করলো কেবল বাংলাদেশী পা...
31/07/2025

ছেলেটার জন্য খারাপই লাগতাছে! যে কিনা গোটা একটা বিশ্ব ভ্রমণ করলো তাকে কিনা ৭ টি দেশের ভিসা রিজেক্ট করলো কেবল বাংলাদেশী পাসপোর্ট হওয়ার কারণে...!😅❤️‍🩹

🩺 ৫টি হার্ট ব্লক, ১টি সাহসী সিদ্ধান্ত! ❤️আমিরে জামায়াতের হার্টে ধরা পড়েছে ৫টি ব্লক।খবর পাওয়ার পর দেশের নামকরা প্রায় ১০০ ...
31/07/2025

🩺 ৫টি হার্ট ব্লক, ১টি সাহসী সিদ্ধান্ত! ❤️

আমিরে জামায়াতের হার্টে ধরা পড়েছে ৫টি ব্লক।
খবর পাওয়ার পর দেশের নামকরা প্রায় ১০০ জন হৃদরোগ বিশেষজ্ঞ ছুটে আসেন।
বিশেষজ্ঞ বোর্ড গঠন করে সিদ্ধান্ত হয় — তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হবে উন্নত চিকিৎসার জন্য।
কিন্তু তিনি তখনই বিঞ্চু দিলেন।

বললেন —
"আমি যদি বিদেশে গিয়ে চিকিৎসা নেই, তাহলে দেশের মানুষ দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারাবে। আমি দেশেই থেকে দেশীয় ডাক্তারদের দিয়েই চিকিৎসা করাবো ইনশাআল্লাহ!"

এই হচ্ছে একজন সত্যিকারের নেতার আত্মবিশ্বাস, সততা ও আদর্শ।
দেশের প্রতি এমন ভালোবাসাই একজন আমিরকে করে তোলে জনগণের প্রিয় নেতা।

🤲 আল্লাহ যেন তাকে পূর্ণ আরোগ্য দান করেন।
সেই সাথে আমাদের দেশের চিকিৎসকদের প্রতি আমাদের আস্থা ও সম্মান আরও দৃঢ় হোক।

স্যালুট ইউ, জননেতা! ❤️







🚨 একটি ছোট ভুল… আর তাতেই একটি পরিবার পুড়ে ছাই! 🚨রাত প্রায় ১টা…একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী অনুষ্ঠান শেষে...
31/07/2025

🚨 একটি ছোট ভুল… আর তাতেই একটি পরিবার পুড়ে ছাই! 🚨

রাত প্রায় ১টা…
একটি শান্ত, মধ্যবিত্ত পরিবারের স্বামী-স্ত্রী অনুষ্ঠান শেষে ঘরে ফিরলেন।
স্ত্রী বললেন,
— “একটা অদ্ভুত গ্যাসের গন্ধ পাচ্ছো?”
স্বামী মাথা নাড়িয়ে রান্নাঘরে গেল…
আর স্বাভাবিকভাবে সুইচ অন করতেই…
💥 বিস্ফোরণ!

🔥 মুহূর্তেই ধ্বংস — ঘর, স্বপ্ন, জীবন সব ছাই।
স্বামী ঘটনাস্থলে মারা যান, স্ত্রীও শেষমেশ হার মানেন মৃত্যুর কাছে…

❗ এই দুর্ঘটনার কারণ? রান্নাঘরে জমে থাকা গ্যাস + একটি সাধারণ বৈদ্যুতিক সুইচ অন করা → স্পার্ক → বিস্ফোরণ

🛑 তাই গ্যাসের গন্ধ পেলে করণীয়:

1️⃣ কখনোই কোনো সুইচ অন/অফ করবেন না! (ফ্যান, লাইট, ফ্রিজ কিছুই নয়)
2️⃣ সব দরজা-জানালা খুলে দিন – গ্যাস যেন বাইরে বেরিয়ে যেতে পারে
3️⃣ মেইন সুইচ অফ করুন (যদি নিরাপদ মনে হয়)
4️⃣ সবাইকে সতর্কভাবে বাইরে নিয়ে যান
5️⃣ প্রয়োজনে ফায়ার সার্ভিসে কল দিন – ৯৯৯

⚠️ একটি শেয়ার বাঁচাতে পারে একটি জীবন।
আপনার বন্ধু ও প্রিয়জনদের সতর্ক করুন। 🙏

#সচেতনতা #দুর্ঘটনা #গ্যাস_বিস্ফোরণ

🖤 NEW ARRIVAL ALERT! 🖤👕 Old Money Polo T-Shirt — ক্লাস আর কমফোর্টে একেবারে পারফেক্ট!✨ Available Sizes: M / L / XL✨ Class...
31/07/2025

🖤 NEW ARRIVAL ALERT! 🖤
👕 Old Money Polo T-Shirt — ক্লাস আর কমফোর্টে একেবারে পারফেক্ট!

✨ Available Sizes: M / L / XL
✨ Classic Fit | Premium Fabric | Timeless Style

🔹 স্টাইল যাদের আত্মবিশ্বাসের অংশ
🔹 ছেলেদের জন্য ট্রেন্ডি ও ইউনিক কালেকশন প্রতিদিন
🔹 গরমেও ফ্রেশ ফ্যাশন!

📍 MEN'S POINT
📌 লোকেশন: স্টার সুপার মার্কেট, গলির পশ্চিম পাশে, দোকান নং ১৭, নাঙ্গলকোট, কুমিল্লা।
📱 আমাদের ইনবক্স করুন অর্ডার বা বিস্তারিত জানতে!

👇 কমেন্টে জানাও কোন রঙটা বেশি পছন্দ!
📸 বাস্তব ছবি + রিয়েল ফ্যাশন = MEN'S POINT

#ফ্যাশনে_ছেলেদের_প্রথম_পছন্দ

🌸 শিশিরভেজা শিউলি 🤍ভোরের নরম রোদের মাঝে,নীরবতা ভেঙে মাটিতে ঝরে পড়াএকগুচ্ছ শিউলি ফুল—জানিয়ে দেয় ঋতুর আগমন,আরেকটা নতুন দিন...
30/07/2025

🌸 শিশিরভেজা শিউলি 🤍
ভোরের নরম রোদের মাঝে,
নীরবতা ভেঙে মাটিতে ঝরে পড়া
একগুচ্ছ শিউলি ফুল—
জানিয়ে দেয় ঋতুর আগমন,
আরেকটা নতুন দিনের শুভ সূচনা।

সাদা পাঁপড়িতে শিশিরের মুক্তা যেন,
নির্ভেজাল সৌন্দর্যের এক ছোঁয়া।

— প্রকৃতি কখনো ভুলে না ভালোবাসতে। 🌿

#শিশিরভেজা_শিউলি #ভোরের_প্রকৃতি #শরতের_ছোঁয়া #বাংলার_রঙ

30/07/2025

নিজের কাজ নিজে করাই ভালো

30/07/2025
ছ্যাকা খাওয়ার পর প্রতারণা কি সেটা সবাই কে বুঝাচ্ছে🙃🙂
30/07/2025

ছ্যাকা খাওয়ার পর প্রতারণা কি সেটা সবাই কে বুঝাচ্ছে🙃🙂

🥀 “প্রবাসে গড়েছিলেন ভবিষ্যৎ, দেশে ফিরেই সর্বস্বান্ত” 🥀চাঁদপুরের কচুয়ার হোসেনপুরের ছেলে সৌদি প্রবাসী আরিফ, দেশের মাটিতে প...
30/07/2025

🥀 “প্রবাসে গড়েছিলেন ভবিষ্যৎ, দেশে ফিরেই সর্বস্বান্ত” 🥀

চাঁদপুরের কচুয়ার হোসেনপুরের ছেলে সৌদি প্রবাসী আরিফ, দেশের মাটিতে পা রাখতেই হারালেন জীবনের সব কষ্টার্জিত সঞ্চয়।

📍 গুলিস্তান, রাজধানীর প্রাণকেন্দ্রেই অচেনা কিছু মানুষ ফাঁদ পেতে রেখেছিল তার জন্য—
বুঝতেই পারলেন না, এক মুহূর্তেই শেষ হয়ে গেল ঘামে ভেজা প্রবাস জীবনের সব অর্জন।

এ যেন স্বপ্নভঙ্গের এক নির্মম গল্প…
দেশে ফিরেও নিরাপদ নন প্রবাসীরা—এ বাস্তবতা আমাদের কাঁদায়।

🕯️ আল্লাহ প্রবাসীদের হেফাজত করুন, এমন অমানবিক ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। আমিন।

#প্রবাসী #বাংলাদেশ #সমাজ #মানবতা #সংবেদনশীল_পোস্ট #প্রবাসজীবন

Address

Nangalkot
Cumilla
3580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friend's Drama Content posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share