Friend's Drama Content

Friend's Drama Content Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friend's Drama Content, Digital creator, Nangalkot, Cumilla.

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আঃ শুকুরের স্ত্রী সেকেলা বেগম নি-খোঁ'জের ১মাস ১০দিন পর গেলো রাতে বি...
21/10/2025

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আঃ শুকুরের স্ত্রী সেকেলা বেগম
নি-খোঁ'জের ১মাস ১০দিন পর গেলো রাতে বিলের একটি কচুড়িপানার মধ্য থেকে ক-ঙ্কা-ল উদ্ধার করেছে পুলিশ........

#সংগৃহীত

ওরা ছিল দুই বন্ধু।একসাথে বিদেশ পাড়ি জমিয়েছিল,একসাথে ঘাম ঝরিয়ে কাজ করেছিল,একসাথে চলে গেলো না ফেরার দেশে...লা*শ দুজনের ফির...
21/10/2025

ওরা ছিল দুই বন্ধু।
একসাথে বিদেশ পাড়ি জমিয়েছিল,
একসাথে ঘাম ঝরিয়ে কাজ করেছিল,
একসাথে চলে গেলো না ফেরার দেশে...

লা*শ দুজনের ফিরলো একসাথে,
জানাজা হলো একসাথে,
আর আজ দুজনের ক*বরও পাশাপাশি।

দূরত্ব জানেন কত? মাত্র এক হাত!

বন্ধুত্বের এমন নিদর্শন সত্যিই বিরল —
জীবন থেকে মৃত্যুর পরও একসাথে থাকা!

আল্লাহ আমার ভাইদের একসাথে জান্নাত নসীব করেন,আমিন 🤲

#ওমানপ্রবাসী #ওমানেরখবর

21/10/2025

মাশাল্লা সুবাহানাল্লাহ #দুঃখজনক

21/10/2025

নতুনরা সাড়া দাও সবার মুখ চিনতে চাই !

Na dekle cinbo kibabe 🙂
21/10/2025

Na dekle cinbo kibabe 🙂

ব্রেকিং...শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজইআন্দোলন ছাড়া এদেশে কিছই পাওয়া যায় না।
21/10/2025

ব্রেকিং...
শিক্ষকদের ১৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন আজই
আন্দোলন ছাড়া এদেশে কিছই পাওয়া যায় না।

21/10/2025

মোটামুটি কিছুটা যৌক্তিক সমাধান হয়েছে।
কাল থেকে ঘন্টা বাজবে ক্লাশের।
বিদ্যালয়ের সবুজ মাঠ আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে।

মিছিলে আর কনোদিন যাবো না 😑
21/10/2025

মিছিলে আর কনোদিন যাবো না 😑

21/10/2025

Good morning 🌄💚

আমি অনেক ব্রিলিয়ান্ট ছেলেদের দেখেছি..কলেজ-বিশ্ববিদ্যালয়ে উঠে মেয়ের চক্করে পরে পুরো ক্যারিয়ার শে-ষ..অথচ..যে মেয়ের জন্য নি...
20/10/2025

আমি অনেক ব্রিলিয়ান্ট ছেলেদের দেখেছি..কলেজ-বিশ্ববিদ্যালয়ে উঠে মেয়ের চক্করে পরে পুরো ক্যারিয়ার শে-ষ..অথচ..যে মেয়ের জন্য নিজের ক্যারিয়ার শে-ষ সেই মেয়ে হয়তো অন্য কারো সাথে আরামসে দিন কাটাচ্ছে..

এইযে গতকাল এক হত্যার ঘটনা ঘটলো..এখানে যে ছেলেটা মা-রা গেল..সে জানেওনা তার দো-ষ টা কোথায়..নিউজ অনুযায়ী তার ছাত্রী তাকে পছন্দ করতো..এজন্য নিজের দীর্ঘ সময়ের সম্পর্ক বি-চ্ছে-দ করেছে প্রেমিকের সাথে..যার ফলে আ-ক্রো-শ থেকে প্রাক্তন প্রেমিক সেই ছেলেটাকে হ-ত্যা করেছে..
মেয়েটাকে গ্রে-প্তা-র করা হলেও..হয়তো মুক্তি পেয়ে যাবে..আর ওদিকে একজনের তো জীবন গেল..আরেকজনের হ-ত্যা মামলায় জীবন যাবে..মাঝখানে..কয়েকদিন পরে নতুন সংসার করবে এই পুরো ঘটনার অনুঘটক হিসেবে কাজ করা..ছাত্রীটি..মাঝখানে চিপায় একটা ইমোশনাল বিকৃত মস্তিষ্কের আরেকটা নিরীহ প্রাণ শে-ষ..

দেখেন ভাই..Obsession থাকা ভালো..ভালো লাগার ব্যাপারটাও Appreciated..সব-ই ঠিক আছে..কিন্তু এসবের পাশাপাশি হিতাহিত জ্ঞান টাও থাকা দরকার..এই প্রেম-ভালোবাসার চক্করে নিজের ব্রেইনে হিতাহিত জ্ঞান টা এক্টিভ রাখা জরুরী..

সমস্যা হচ্ছে..আমরা এসব-কিছু ঠিক-ই বুঝতে পারি..যখন আসলে বুঝেও তেমন লাভ হয়না 🙂

- ইমরান

20/10/2025

গার্লফ্রেন্ড থাকবে কেমনে? আমি নিজেই তো চলি টুক টাক বাজারের টাকা মে*re! 💔

গতকাল শ্বশুরবাড়িতে এসেছি, আমার শ্বশুর বাড়ি নওগাঁ জেলায়। আমার ননদ আর ননদের জামাইও আমাদের সাথে এসেছে। এদিকে খুব ভালো শী...
20/10/2025

গতকাল শ্বশুরবাড়িতে এসেছি, আমার শ্বশুর বাড়ি নওগাঁ জেলায়। আমার ননদ আর ননদের জামাইও আমাদের সাথে এসেছে। এদিকে খুব ভালো শীত পড়েছে।
যেহেতু অনেকদিন পর বেড়াতে এসেছি আমরা, তাই আজ বাসায় অনেক ধরনের রান্না বান্না চলতেছে। রান্নার এতই চাপ যে ঘাড় ঘুরানোর সময় নেই। বাসায় নানা শ্বশুরবাড়ি থেকে অতিথিরা এসেছে। রাত আটটার দিকে, আমি নিজ ইচ্ছায় পিঠা বানানোর রুটিগুলো বানাচ্ছিলাম। অনেক সময় বসে থাকার কারণে পিঠে একটু পর পর টান লাগতেছিল। তো আমি একবার বললাম যে আমার খুব ব্যথা করতেছে। এটা শুনে আমার নানি শাশুড়ি বলল একটা বাচ্চা হইছে তাতে এই অবস্থা! বুড়ি হলে কি করতা, আরো কিছু কটুক্তি করল। আমার খুব খারাপ লাগতেছিল। সাথে সাথেই আমার শাশুড়ি উঠে বলল, ওর তো সিজার হইছে সিজারের ব্যথা তুমি আর আমি বুঝবোনা মা। কি যেন একটা সুই দেয় এই সুইতে সারা জীবন প%*ঙ্গু হয়ে যাওয়া লাগে। ওর খুব কষ্ট হইতেছে। আমার নানী শাশুড়ি শুনে মুখ ভাস্কা%*লো। তখন আমার ননদ আর আমার শাশুড়ি জোর করে আমাকে তুলে দিল। হাতটাও ধুতে দেয় নাই। ঘরে গিয়ে ছেড়ে নিয়ে শুয়ে থাকো, কোমরের ব্যথা কমলে তারপরে এসে খাবার খেও মা । আমি চলে আসায় আমার হাজব্যান্ড গিয়ে আমার শাশুড়িকে সাহায্য করতে ছিল। বিশ্বাস করেন আমার কোমরে খুব ব্যথা করতেছিল আপুরা। ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গিয়েছিলাম, হঠাৎ উঠে দেখি আমার শাশুড়ি মশার কয়েল দিচ্ছে আর বলতেছে একটু কয়েল ধরিয়ে নেবে না বা মশারি টানাবা না! তোমাদের ম%*শা কামড়াচ্ছিল। আর বলতেছে মা তোমার আজ একটু কষ্ট হয়ে গেছে তোমার কখনো কাজ করা লাগবে না। আজ বাসায় লোক নাই তাই তুমি একটু সাহায্য করলে কিছু মনে করো না। আসলে কাজ করা বা না করো বড় কথা না, সে যে আমাকে ভালবাসে আমার কষ্ট বোঝে এটাই আমার জন্য অনেক। সে আমার শাশুড়ি না মা।
❤️‍🩹

Address

Nangalkot
Cumilla
3580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friend's Drama Content posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share