কিছু মুহূর্তツ

কিছু মুহূর্তツ নিয়মিত ইসলামিক পোস্ট এবং ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ

16/05/2025

এইটা কোন ধরনের ইসলামিক সংস্কৃতি?এই কি সেই আমাদের আরব? হায় আপসোস!

'ঈলা'র হাদীসে বর্ণিত আছে যে, উমার (রাঃ) নবী (সাঃ)-এর নিকট এসে দেখলেন, তিনি বিনা বিছানায় একটি চাটাইয়ের উপর শুয়ে আছেন। আর ...
08/05/2025

'ঈলা'র হাদীসে বর্ণিত আছে যে, উমার (রাঃ) নবী (সাঃ)-এর নিকট এসে দেখলেন, তিনি বিনা বিছানায় একটি চাটাইয়ের উপর শুয়ে আছেন। আর তাঁর ঘরের আসবাব-পত্রের অবস্থা এই যে, শুধু দুটি চামড়ার জিনিস ছাড়া আর কিছুই নেই। উমার (রাঃ)-এর চক্ষু দিয়ে পানি এসে পড়ল। নবী (সাঃ) জিজ্ঞেস করলেন, "উমার কি ব্যাপার? কাঁদছ কেন?" উত্তর দিলেন, 'হে আল্লাহর রসূল! রোম ও পারস্যের রাজারা কি সুখ-শান্তিতে জীবন অতিবাহিত করছে, আর আপনি সৃষ্টির সেরা হওয়া সত্ত্বেও আপনার জীবনের এই অবস্থা!' তিনি বললেন, "উমার! তুমি কি এখনও সন্দেহে আছ? ওরা তো তারা, যাদের সুখ-শান্তি পৃথিবীতেই দিয়ে দেওয়া হয়েছে।" অর্থাৎ, পরকালে ওদের জন্য কিছুই থাকবে না। (বুখারীঃ সূরা তাহরীমের তাফসীর, মুসলিমঃ ঈলা)
এটি সেই একই বিষয়ীভূত কথা, যা এর আগে সূরা আলে ইমরান ৩:১৯৬-১৯৭ আয়াতে, সূরা হিজর ১৫:৮৮ আয়াতে, সূরা কাহ্ফ ১৮:৭ আয়াতে আলোচিত হয়েছে। [২] এর অর্থ আখেরাতের প্রতিদান ও পুরস্কার যা দুনিয়ার ধন-সম্পদ ও অন্যান্য উপভোগ্য জিনিস অপেক্ষা উত্তম ও স্থায়ী।

আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিব জীবনের সৌন্দর্য-স্বরূপ ভোগ-বিলাসের যে উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি কখনোও তোমার চক্ষুদ্বয় প্রসারিত করো না। তোমার প্রতিপালকের জীবিকাই উৎকৃষ্টতর ও স্থায়ী।

সূরা ত্বোয়াহ, আয়াত : ১৩১

30/04/2025

বিয়ে নিয়ে সমাজের ভুল ধারণা!

24/04/2025

মানুষ সবসময় অন্যকে জানাতে পছন্দ করে তার অবস্থা!

আজ আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে ফিতনা—অর্থাৎ পরীক্ষাসমূহ—কেবল বাহিরেই নয়, বরং ঘরের ভেতরে, আমাদের চোখের সামনে, আমাদে...
22/04/2025

আজ আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে ফিতনা—অর্থাৎ পরীক্ষাসমূহ—কেবল বাহিরেই নয়, বরং ঘরের ভেতরে, আমাদের চোখের সামনে, আমাদের সন্তানের হাতের মুঠোয়। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া, অনৈতিকতা, অবাধ্যতা, গীবত, পরচর্চা, লোভ, অহংকার—সবই যেন বৃষ্টির ফোঁটার মতো একের পর এক ঝরে পড়ছে আমাদের জীবনে।

ফিতনার বর্ষণ — বৃষ্টি যেমন পড়ে, ফিতনাও তেমনি আসবে!

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
"আমি সেসব ফিতনা অবলোকন করতে পারছি, যা তোমাদের ঘরগুলোর মাঝে বৃষ্টির ফোঁটার মতো অবিরতভাবে পতিত হতে থাকবে।"
— (সহীহুল বুখারী: ১৮৭৮)

রাসূল (সা.) ১৪০০ বছর আগেই এই চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন।

তাহলে আমরা কী করব এই ফিতনার যুগে বাঁচতে?

করণীয়:

1. নিয়মিত ইলম অর্জন করুন – ইসলাম জানলে ফিতনার চেহারা চেনা যায়।
2. নামাজ ও জিকিরে অটল থাকুন – এগুলো ফিতনা থেকে রক্ষা করার ঢাল।
3. পরিবারকে ইমানী পরিবেশ দিন – সন্তানদের তাকওয়া ও সতর্কতার শিক্ষা দিন।
4. হালাল রুজির জন্য সংগ্রাম করুন – হারাম রিজিকও এক বড় ফিতনা।

5. আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে দোয়া করুন – রাসূল (সা.) দোয়া শিখিয়েছেন:
"আল্লাহুম্মা ইন্‌নি আউযু বিকা মিনাল ফিতান, মা যাহারা মিনহা ও মা বাতান।"
(অর্থ: হে আল্লাহ! প্রকাশ্য ও গোপন সকল ফিতনা থেকে আমি আপনার আশ্রয় চাই।)

আজ যদি আমরা সচেতন না হই, আগামী প্রজন্ম আমাদের চেয়ে আরও গভীর ফিতনায় পতিত হবে।

আসুন, এখনই ফিরে আসি কুরআন-সুন্নাহর আলোকে পথ চলায়।

#ফিতনার_যুগ
#ইমান_রক্ষা
#রাসূলের_হুঁশিয়ারি
#ইসলামিক_জ্ঞান
#আখিরাতের_প্রস্তুতি

17/04/2025

আমাদের এক উম্মাহ পরিণত হয়ে রাসূল (সঃ) এর মিশন বাস্তবায়ন করতে হবে!

--- নোমান আলি খান

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গা #জায় আগতদের দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাও...
11/04/2025

আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গা #জায় আগতদের দুপুর ২টায় ৫টি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেয়া হচ্ছে।

মার্চ এর পথ নির্দেশনাঃ

স্টার্টিং পয়েন্ট ১। বাংলামোটর
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেইট (শাহবাগ হয়ে)

স্টার্টিং পয়েন্ট ২। কাকরাইল মোড়
প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেইট (মৎস ভবন হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৩। জিরো পয়েন্ট
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (দোয়েল চত্বর হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৪। বখশীবাজার মোড়
প্রবেশপথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি.এস.সি গেইট (শহীদ মিনার হয়ে)

স্টার্টিং পয়েন্ট ৫। নীলক্ষেত মোড়
প্রবেশ পথঃ সোহরাওয়ার্দী উদ্যানের টি এস সি গেইট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিক নির্দেশনাঃ

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন— পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।
২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।
৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।
৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোন ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাসমূহ:

১. টিএসসি মেট্রো স্টেশন ঐ দিন বন্ধ থাকবে।
২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেয়ার অনুরোধ রইলো।

আসুন, আমরা সবাই একত্রিত হই— মানবতার পক্ষে, মজলুমের পাশে। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।
©

আগামী শনিবার, ১২ই এপ্রিল— ফি'লি'স্তি'নের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে।স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থে...
08/04/2025

আগামী শনিবার, ১২ই এপ্রিল— ফি'লি'স্তি'নের জন্য সবচেয়ে বড় মার্চ হবে ঢাকার রাজপথে।

স্লোগানে-মিছিলে উত্তাল হয়ে উঠবে শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ।

Shahbag to Manikmia avenue
March for gaza
12 april 2025
Saturday
3:00 pm

06/04/2025

ইতিহাসের পাতায় লেখা থাকবে— পাকিস্তান ছিল বিশ্বের অন্যতম পারমাণবিক শক্তিধর, তবু গাজার রক্ষার্থে একটি বোমাও উড়ে আসেনি।

মিশরের বুক চিরে নীলনদ বয়ে গিয়েছে শতাব্দীর পর শতাব্দী, যা প্রাণ জুগিয়েছে আফ্রিকার মরুভূমিকে। অথচ, পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়েছিল।

সৌদি আরব, আরব আমিরাত ছিল তেলের সাগরে ভেসে থাকা বিলাসী সাম্রাজ্য, কিন্তু, গাজার অ্যাম্বুলেন্স-গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল নিঃশব্দে, নিরূপায়। নিরবতা যেনো তাদের একমাত্র আর্তনাদ।

সর্বোচ্চ আশা-প্রত্যাশার অসংখ্য চোখ তাকিয়ে ছিল তুরস্কের দিকে। নেতৃত্বের স্বপ্নে বিভোর, ‘উম্মাহ’র দাবি করা মুখপাত্র। তবু, গাজার জন্য তারা কিছুই করলো না। না রসদ-সামগ্রীর সাহায্য, সামরিক সহযোগিতা, না নিরাপত্তা নিশ্চয়তায় কূটনৈতিক আগ্রাসন..

গোটা বিশ্বের মুসলমানদের ছিল ৫০ লাখ সৈন্য, ছিল ট্যাংক, ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, স্যাটেলাইট, গোয়েন্দা বাহিনী, ছিল আধুনিক প্রযুক্তি, এমনকি হাইড্রোজেন পরমাণু বোমা— কিন্তু, গাজার আকাশে একটাও ছায়া পড়েনি। গাজার দিকে কেউ হাঁটেনি।

সবকিছু থাকবে ইতিহাসে। গাজার মতোই– কাশ্মীর, উইঘুর, রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমাতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা। তবে, সবচেয়ে করুণভাবে লেখা থাকবে– 'তারা চুপ ছিল। সবাই নিরব ছিল। মৃত্যুর চেয়েও গভীর ছিল সে নীরবতা।'

– ফাইজান বিন হক

দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে? প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে?কী চ...
05/04/2025

দুনিয়া নাকি সভ্যতার সর্বোচ্চ শিখরে পৌঁছে গেছে? প্রযুক্তির কল্যাণে নাকি দুনিয়া এখন একটা ‘গ্লোবাল ভিলেজে’ পরিণত হয়েছে?

কী চরম তামাশা!

যদি তাই হবে, একটা নীরিহ উপত্যকায় পরিপূর্ণ আয়োজনের সাথে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিন যে ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, এই ভয়ঙ্কর, ভয়াবহ ধ্বংসলীলা দেখেও গোটা দুনিয়া কীভাবে না দেখতে পাওয়ার ভান করে আছে?

প্রতিদিন হাজারে হাজার মানুষকে নির্দয়ভাবে মেরে ফেলা হচ্ছে। কিন্তু গোটা দুনিয়া তো বটেই, ইসলামি বিশ্বের কোথাও কোনো হেলদোল নেই। যালিমেরা কোনো লুকোচাপার আশ্রয় আর নিচ্ছে না৷ যা করছে প্রকাশ্য দিবালোকে—ঘোষণা সমেত। অথচ দুনিয়ার মানুষ এমনভাবে নিশ্চুপ হয়ে আছে, যেন কোথাও কিছু হচ্ছে না, কোথাও কিছু ঘটছে না।

মানব ইতিহাস এই ঘৃণ্য স্মৃতি কীভাবে সংরক্ষণ করবে?

© আরিফ আজাদ FP

দুনিয়ায় বিপদাপদ আর ফিতনা হবেই — প্রস্তুত থাকুন!এই দুনিয়া কখনোই শান্তির চূড়ান্ত ঠিকানা নয়। এখানে কখনো যুদ্ধ, কখনো দারিদ্র...
05/04/2025

দুনিয়ায় বিপদাপদ আর ফিতনা হবেই — প্রস্তুত থাকুন!

এই দুনিয়া কখনোই শান্তির চূড়ান্ত ঠিকানা নয়। এখানে কখনো যুদ্ধ, কখনো দারিদ্র্য, কখনো প্রাকৃতিক দুর্যোগ, আবার কখনো মানসিক অস্থিরতা আমাদের ঘিরে ধরে। ফিতনা একের পর এক বাড়ছে—ইমান, নৈতিকতা, দাম্পত্য জীবন, সন্তান, সম্পদ—সব জায়গায়।

কিন্তু মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব কী?
প্রস্তুত থাকা।
হ্যাঁ, কুরআন ও হাদীস বারবার আমাদের সতর্ক করে দিয়েছেন, যেন আমরা ধৈর্য, ঈমান ও তাকওয়ার মাধ্যমে এসব বিপদের মুখোমুখি হতে পারি।

রাসূল (সা.) বলেছেন:
“সাবর (ধৈর্য) ঈমানের অর্ধেক।”
— (মুসনাদ আহমাদ)

তাই করণীয়:

1. নিয়মিত তওবা করুন
2. নামাজ কায়েম রাখুন
3. সুন্নাহ অনুযায়ী জীবন গড়ুন
4. অসহায়দের পাশে দাঁড়ান
5. সন্তান ও পরিবারকে ইমানী শিক্ষা দিন

আজই নিজেকে প্রশ্ন করুন:
আমি কি ফিতনার যুগের জন্য প্রস্তুত?
আমার সন্তান কি টিকতে পারবে এই বিপদের মাঝে?

“দুনিয়ায় বিপদাপদ আর ফিতনা ব্যতিত কিছুই অবশিষ্ট থাকলো না; সুতরাং তোমরা সে বিপদাপদদের জন্য ধৈর্যের প্রস্তুতি গ্রহণ করো।”
— ইবনে মাজাহ: 4035 (সহীহ হাদীস)

আসুন, আল্লাহর দিকে ফিরে যাই। এখনই সময়।
#ফিতনার_যুগ #ইমান_রক্ষা #সাবর #ইসলামিকপোস্ট #আখিরাতের_প্রস্তুতি

Address

Barura
Cumilla
3500

Website

Alerts

Be the first to know and let us send you an email when কিছু মুহূর্তツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category