আবদুল্লাহ আইটি

আবদুল্লাহ আইটি Best blogger at online platform.

📣 ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে আগামীকাল ২৪ জুলাই ২০২৫ থেকে; 🎓 স্মার্ট অনলাইন ভর্তি...
23/07/2025

📣 ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে আগামীকাল ২৪ জুলাই ২০২৫ থেকে;

🎓 স্মার্ট অনলাইন ভর্তি আবেদন করতে চলে আসুন আবদুল্লাহ আইটি-তে!

📌 সহজ, নিরাপদ ও দ্রুততার সাথে সরাসরি বেসরকারি কলেজ, মাদ্রাসা, কারিগরি, ম্যাটস/আইএইচটিসহ সকল অনলাইন ভর্তি আবেদন করতে আমরা নিয়ে এসেছি প্রি-অ্যাপ্লিকেশন ডেটা কালেকশন ফর্ম!

যার মাধ্যমে ভর্তির সম্পূর্ণ কাজ হবে অত্যন্ত সহজভাবে।

🎯 আমাদের বিশেষ সুবিধাসমূহ:
✔️ সম্পূর্ণ অনলাইন আবেদন প্রক্রিয়া
✔️ সকল বোর্ডের কলেজ নির্বাচন সুবিধা
✔️ নিখুঁত তথ্য যাচাই ও সংশোধন সহায়তা
✔️ দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ন সহায়তা
✔️ বিশেষ যত্ন সহকারে শিক্ষার্থী ও অভিভাবকদের গাইডলাইন

📍 ঠিকানা: আবদুল্লাহ আইটি, বক্সগঞ্জ বাজার
📞 যোগাযোগ: 01719-881777
🕘 সকাল ৯টা – রাত ৯টা পর্যন্ত খোলা

🎉 শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ হোক সঠিকভাবে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে!

আজই আসুন আবদুল্লাহ আইটি সেন্টারে! 🖥️ ভর্তি প্রক্রিয়ার দায়িত্ব আমাদের, স্বপ্ন পূরণের দায়িত্ব আপনার!

বিশেষ দ্রষ্টব্য: এই ফরটির হার্ডকপি পাওয়ার জন্য আমাদের সেন্টারে আসুন। সফট কপি পিডিএফ লিংক প্রথম কমেন্টে দেয়া হলো-

আবদুল্লাহ আইটি
16/07/2025

আবদুল্লাহ আইটি

26/06/2025

আইটি" শব্দটি "ইনফরমেশন টেকনোলজি" (Information Technology) এর সংক্ষিপ্ত রূপ। এটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (Information and Communication Technology বা ICT) এর একটি অংশ, যা কম্পিউটার সিস্টেম, সফটওয়্যার, প্রোগ্রামিং ভাষা, ডেটা এবং তথ্যের প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের সাথে সম্পর্কিত।
সহজভাবে বললে, আইটি বলতে বোঝায় কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ এবং বিতরণের জন্য ব্যবহৃত প্রযুক্তি।
আইটি-র কিছু সাধারণ উদাহরণ:
কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি ও মেরামত করা।
ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপ করা।
ডাটাবেস তৈরি এবং পরিচালনা করা।
নেটওয়ার্কিং সিস্টেম ডিজাইন এবং রক্ষণাবেক্ষণ করা।
কম্পিউটার নিরাপত্তা নিশ্চিত করা।
সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটি অ্যাসিউরেন্স করা।
বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা প্রদান করা।
বিভিন্ন আইটি ক্ষেত্রে কর্মসংস্থান:
আইটি ক্ষেত্রে বিভিন্ন ধরণের কর্মসংস্থান উপলব্ধ রয়েছে। যেমন:
আইটি সাপোর্ট টেকনিশিয়ান, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার টেস্টার, প্রজেক্ট ম্যানেজার.
সংক্ষেপে, আইটি হল একটি বিস্তৃত ক্ষেত্র যা আধুনিক জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে, এবং এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
Google

28/05/2025
বই খাতা কাগজ কলম ও স্টেশনারি সামগ্রী সূলভ মূল্যে পাওয়া যায়। আবদুল্লাহ আইটি  বক্সগঞ্জ বাজার।
08/05/2025

বই খাতা কাগজ কলম ও স্টেশনারি সামগ্রী সূলভ মূল্যে পাওয়া যায়। আবদুল্লাহ আইটি বক্সগঞ্জ বাজার।

08/05/2025

বিয়ের কার্ড, রিসিট বই, বিল বই, হালখাতা কার্ড বানানো হয়।

08/05/2025

ব্যানার ফেস্টুন ও ভিবিন্ন বিজ্ঞাপন তৈরি করে দেয়া হয়

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when আবদুল্লাহ আইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবদুল্লাহ আইটি:

Share