16/09/2025
🚨 দুর্নীতি দমন কমিশনে (ACC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 🚨
দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।
🗓 প্রকাশের তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
📍 নিয়োগকারী প্রতিষ্ঠান: দুর্নীতি দমন কমিশন (ACC)
🔰 শূন্য পদসমূহ
1. সহকারী পরিচালক – ২০টি পদ
2. উপসহকারী পরিচালক – ১৮টি পদ
3. কোর্ট পরিদর্শক – ৩টি পদ
4. সহকারী পরিদর্শক – ১২টি পদ
5. হিসাবরক্ষক – ১টি পদ
6. ক্যাশিয়ার – ১টি পদ
👉 মোট পদ সংখ্যা: ৫৫
📚 শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন পদে স্নাতক/সমমান ডিগ্রি অথবা নির্দিষ্ট বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে (বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত)।
💰 বেতন স্কেল
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১২,৫০০/- থেকে ৩০,২৩০/- টাকার মধ্যে (পদভেদে ভিন্ন)।
🖥️ আবেদন প্রক্রিয়া
✅ আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে
✅ ওয়েবসাইট: www.acc.org.bd
✅ আবেদন শুরুর ও শেষ তারিখ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে।
📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা
প্রার্থীর বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য ১৮–৩০ বছর, কোটাধারীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।
অবশ্যই আবেদন ফরম পূরণের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।
👉 দুর্নীতি দমন কমিশনে চাকরি করতে চান? তবে দেরি না করে এখনই অনলাইনে আবেদন করতে চলে আসুন-
আবদুল্লাহ আইটি বক্সগঞ্জ বাজার, ফোন করুন: 01719-881777