আবদুল্লাহ আইটি

আবদুল্লাহ আইটি Best blogger at online platform.

📢 আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর ২০২৫; আর মাত্র কয়েকদিন 😲 📢শেষ সময়ের ঝামেলা এড়াতে আজই চলে আসুন আবদুল্লাহ আইটি-তে।...
13/12/2025

📢 আয়কর রিটার্ন দাখিলের সময় ৩১ ডিসেম্বর ২০২৫; আর মাত্র কয়েকদিন 😲 📢

শেষ সময়ের ঝামেলা এড়াতে আজই চলে আসুন আবদুল্লাহ আইটি-তে।

জাতীয় রাজস্ব বোর্ডের ঘোষণা অনুযায়ী ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

⚠️ সতর্কতা: এ বছর অধিকাংশ করদাতার জন্য অনলাইনে ই-রিটার্ন (e-Return) দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে। TIN সার্টিফিকেট থাকলেই রিটার্ন জমা দিতে হবে।‌

কেন আপনি রিটার্ন দাখিলের জন্য ‘আবদুল্লাহ আইটি’ বেছে নেবেন?

✅ নির্ভুল ও নিরাপদ সেবা: আমরা সরকারি নিয়ম মেনে অত্যন্ত সতর্কতার সাথে আপনার ই-রিটার্ন প্রস্তুত করি।

✅ ঝামেলাহীন প্রক্রিয়া: কোনরুপ কাগজপত্র স্ক্যান বা আপলোডের ঝামেলা ছাড়াই (বেশিরভাগ ক্ষেত্রে) আমরা কাজ সম্পন্ন করি।

✅ তাৎক্ষণিক প্রমাণপত্র: রিটার্ন দাখিলের সাথে সাথেই আমরা আপনাকে ‘Acknowledgement Slip’ এবং ‘আয়কর সনদ’ প্রিন্ট করে বুঝিয়ে দেব।

✅ পেমেন্ট সুবিধা: আপনার আয়কর (যদি থাকে) আমরাই অনলাইনে নিরাপদ মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করে দেব।

⏳ ৩১ ডিসেম্বরের অপেক্ষায় থাকবেন না! শেষ মুহূর্তে সার্ভার জটিলতা এড়াতে এখনই আপনার রিটার্ন দাখিল করুন।

আমাদের সেবা সমূহ:
১. সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের ই-রিটার্ন।
২. ব্যবসায়ীদের আয়কর রিটার্ন।
৩. নতুন টিআইএন (TIN) রেজিস্ট্রেশন।

📍 যোগাযোগের ঠিকানা:
আবদুল্লাহ আইটি, বক্সগঞ্জ বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা;
মোবাইল: 01719-881777
ইমেইল: [email protected]

ছাই হয়ে যাওয়া স্বপ্ন আর পোড়া ভিটেমাটির গন্ধ ভাসছে আমাদের বক্সগঞ্জ এর বাতাসে! আমরা কি চুপ করে থাকবো?১০ ডিসেম্বর ২০২৫। আমা...
13/12/2025

ছাই হয়ে যাওয়া স্বপ্ন আর পোড়া ভিটেমাটির গন্ধ ভাসছে আমাদের বক্সগঞ্জ এর বাতাসে! আমরা কি চুপ করে থাকবো?

১০ ডিসেম্বর ২০২৫। আমাদের প্রিয় বক্সগঞ্জ ইউনিয়নের তেতৈয়া গ্রামের বাতাস আজও ভারী হয়ে আছে পোড়া কাঠ আর কান্নার শব্দে। আগুনের এক সর্বগ্রাসী থাবা মুহূর্তের মধ্যে পথে বসিয়ে দিয়েছে ৮ থেকে ১০টি পরিবারকে।

চোখের সামনে সারা জীবনের জমানো সম্বল, সাজানো সংসার পুড়ে ছাই হয়ে যেতে দেখাটা যে কতটা যন্ত্রণার, তা ভুক্তভোগী ছাড়া আর কে বুঝবে?

এই কনকনে শীতে খোলা আকাশের নিচে আমাদেরই প্রতিবেশী এই মানুষগুলো আজ বড় অসহায়। তাদের এই অপূরণীয় ক্ষতিতে ‘আবদুল্লাহ আইটি’ (Abdullah IT) পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের দিনে প্রতিবেশী হিসেবে তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব।

আশার আলো হয়ে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে "মানবিক বক্সগঞ্জ"।

ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে তারা অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় ছাইয়ের নিচ থেকেও নতুন করে স্বপ্নের জন্ম দেওয়া সম্ভব।

আসুন, আপনিও আপনার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাই পারে তাদের মুখে আবার হাসি ফোটাতে।

সহায়তা পাঠানোর মাধ্যম @মানবিক বক্সগঞ্জ

আল্লাহ আমাদের সকলকে এই মানবিক কাজে শরিক হওয়ার তৌফিক দিন এবং ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণ করার শক্তি দিন। আমিন।

#বক্সগঞ্জ #তেতৈয়া #অগ্নিকাণ্ড #আবদুল্লাহ_আইটি #মানবিক_বক্সগঞ্জ #পাশে_দাঁড়াই

একটা ঘর একটা স্বপ্ন
তিলে তিলে গড়ে তোলা নিজের এই ছোট্ট ঘরটা যখন একটু সময়ের ব্যবধানে আগুনে পুড়ে শেষ হয়ে সামান্য একজন দিন মজুরের কাছে আর কিছু থাকে না।

গতকাল তেতৈয়া ভয়ানক আগুন লাগার পর এভাবে নিমিষেই শেষ হয়ে যায় ১০ টি পরিবারের স্বপ্ন, শেষ হয়ে যায় তিলে তিলে গড়া কষ্টার্জিত সব।

সেই মানুষগুলোর পাশে থাকার জন্য মানবিক বক্সগঞ্জ তাদের সবচেয়ে চ্যালেঞ্জিং উদ্যাগটা নিয়েছে প্রতিটা ঘর আবার তাদের স্বপ্ন বনুক মাথা গোচার ঠাঁইটুকু পাক সেই চাওয়া আপনাদের কাছে।

আসুন সবাই মিলে এই লড়াইটা লড়ি

আমাদের কাছে সহযোগিতা পাঠানোর নাম্বারঃ

আমাদের সহযোগিতার নাম্বারঃ
১.শামিম-01852929245 (বিকাশ,রকেট, নগদ)
২. জসিম- 01633034385 (বিকাশ,নগদ)

ব্যাংক একাউন্ট:

0200016245471
দেলোয়ার হোসেন
অগ্রণী ব্যাংক,
বক্সগঞ্জ শাখা বক্সগঞ্জ, নাঙ্গলকোট, কুমিল্লা।

দ্রুত ও নির্ভুলভাবে সৌদি ওমরাহ ভিসা এনরোলমেন্ট সহ প্রয়োজনীয় কার্যক্রম বিশ্বস্ততার সাথে সম্পন্ন করতে চলে আসুন আমাদের সে...
13/12/2025

দ্রুত ও নির্ভুলভাবে সৌদি ওমরাহ ভিসা এনরোলমেন্ট সহ প্রয়োজনীয় কার্যক্রম বিশ্বস্ততার সাথে সম্পন্ন করতে চলে আসুন আমাদের সেন্টারে।

আবদুল্লাহ আইটি সেন্টার, বক্সগঞ্জ বাজার, নাঙ্গলকোট, কুমিল্লা;

যোগাযোগ: 01719-881777

07/12/2025

আমাদের সেবা সমূহঃ
• জন্ম নিবন্ধন নতুন আবেদন, বাংলা থেকে ইংরেজি করার আবেদন, সংশোধন আবেদন,
• জাতীয় পরিচয়পত্র (NID) নতুন আবেদন, হারানো কার্ড উত্তলনের আবেদন, নাম/বয়স সংশোধন আবেদন,
• মোবাইল ব্যাংকিং (বিকাশ ও নগদ ) সেবা।
• ই-পাসপোর্ট এর আবেদন/রি-ইস্যু আবেদন,
• সরকারী বে-সরকারী চাকুরীর আবেদন,
• ইন্ডিয়ান ভিসা/মেডিক্যাল ভিসা আবেদন,
• পাসপোর্ট সাইজ সহ সকল সাইজের রঙ্গিন ছবি, ছবি থেকে ছবি,
• CV/Bio Data তৈরী,
• কালার/সাদাকালো প্রিন্ট,
• টিন সার্টিফিকেট খোলা, অনলাইনে আয়কর রিটার্ন,
• জমির খাজনা/খারিজ আবেদন।
• পোস্টার, ব্যানার, ভিজিটিং কার্ড,
যোগাযোগঃ আব্দুল্লাহ আইটি সেন্টার, বক্সগঞ্জ বাজার, 01719881777, 01615356355

28/11/2025
নির্ভুলভাবে ই-রিটার্ন ফাইলিং এর জন্য ৩০ নভেম্বর ২০২৫ এর আগে চলে আসুন-ঘরে বসে রিটার্ন দিতে চাইলে 01719-881777 নাম্বারে যো...
11/11/2025

নির্ভুলভাবে ই-রিটার্ন ফাইলিং এর জন্য ৩০ নভেম্বর ২০২৫ এর আগে চলে আসুন-

ঘরে বসে রিটার্ন দিতে চাইলে 01719-881777 নাম্বারে যোগাযোগ করুন।

11/11/2025

মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য হালনাগাদ চলছে। যোগাযোগ করুন আবদুল্লাহ আইটি সেন্টার, বক্সগঞ্জ বাজার।

25/10/2025

বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার আবেদন করা হয়।
আবদুল্লাহ আইটি, বক্সগঞ্জ বাজার।

🚨 দুর্নীতি দমন কমিশনে (ACC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 🚨দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প...
16/09/2025

🚨 দুর্নীতি দমন কমিশনে (ACC) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 🚨

দুর্নীতি দমন কমিশনে (দুদক) বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

🗓 প্রকাশের তারিখ: ৮ সেপ্টেম্বর ২০২৫
📍 নিয়োগকারী প্রতিষ্ঠান: দুর্নীতি দমন কমিশন (ACC)

🔰 শূন্য পদসমূহ

1. সহকারী পরিচালক – ২০টি পদ

2. উপসহকারী পরিচালক – ১৮টি পদ

3. কোর্ট পরিদর্শক – ৩টি পদ

4. সহকারী পরিদর্শক – ১২টি পদ

5. হিসাবরক্ষক – ১টি পদ

6. ক্যাশিয়ার – ১টি পদ

👉 মোট পদ সংখ্যা: ৫৫

📚 শিক্ষাগত যোগ্যতা

বিভিন্ন পদে স্নাতক/সমমান ডিগ্রি অথবা নির্দিষ্ট বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে (বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত)।

💰 বেতন স্কেল

জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ১২,৫০০/- থেকে ৩০,২৩০/- টাকার মধ্যে (পদভেদে ভিন্ন)।

🖥️ আবেদন প্রক্রিয়া

✅ আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে
✅ ওয়েবসাইট: www.acc.org.bd
✅ আবেদন শুরুর ও শেষ তারিখ বিজ্ঞপ্তিতে বিস্তারিত দেওয়া আছে।

📢 গুরুত্বপূর্ণ নির্দেশনা

প্রার্থীর বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য ১৮–৩০ বছর, কোটাধারীদের জন্য সর্বোচ্চ ৩২ বছর।

অবশ্যই আবেদন ফরম পূরণের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ুন।

👉 দুর্নীতি দমন কমিশনে চাকরি করতে চান? তবে দেরি না করে এখনই অনলাইনে আবেদন করতে চলে আসুন-

আবদুল্লাহ আইটি বক্সগঞ্জ বাজার, ফোন করুন: 01719-881777

NFC Support ডিভাইস এর মাধ্যমে সৌদি হজ্ব ও ওমরাহ ভিসা বায়োমেট্রিক করা হয়!চলে আসুন যেকোনো সময় আবদুল্লাহ আইটি বক্সগঞ্জ ব...
21/08/2025

NFC Support ডিভাইস এর মাধ্যমে সৌদি হজ্ব ও ওমরাহ ভিসা বায়োমেট্রিক করা হয়!

চলে আসুন যেকোনো সময় আবদুল্লাহ আইটি বক্সগঞ্জ বাজার! ফোন: 01719-881777

টাইফয়েড টিকা- কোথায় এবং কখন এ টিকা দেওয়া হবে?অনলাইনে টাইফয়েড টিকার নিবন্ধন চলমান আছে, ৯ মাস থেকে ১৫ বছরের সকল বাচ্ছাদে...
19/08/2025

টাইফয়েড টিকা- কোথায় এবং কখন এ টিকা দেওয়া হবে?

অনলাইনে টাইফয়েড টিকার নিবন্ধন চলমান আছে, ৯ মাস থেকে ১৫ বছরের সকল বাচ্ছাদের এ টিকা দেয়া হবে। আবদুল্লাহ আইটি -তে আমরা এ টিকার নিবন্ধন করে থাকি। নিবন্ধন সম্পন্ন হওয়ার পর নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচিত কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে হবে। এই টিকা কার্যক্রম আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এক ডোজের এই ইনজেকটেবল টিকাটি ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

এই কর্মসূচির মাধ্যমে দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং টাইফয়েডের মতো মারাত্মক রোগ থেকে রক্ষা করতে সরকার বদ্ধপরিকর।

Address

Boxgonj Bazar
Cumilla
3583

Alerts

Be the first to know and let us send you an email when আবদুল্লাহ আইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবদুল্লাহ আইটি:

Share