21/11/2024
উনাকে ক্যান্টনমেন্টের বাড়ির থেকে বের করে দেয়া হল।
সেদিন বাড়ি থেকে বের হতে হতে কাঁদতে কাঁদতে বলেছিলেন,
"কোথায় যাব আমি ? কার কাছে বিচার দিব ? আল্লাহ্র কাছেই বিচার দিলাম । "
জানতেন গ্রেফতার হবেন যেকোন সময়। দেশের বাইরে কয়েক বার গেলেন চিকিৎসার জন্য । কিন্তু থেকে গেলেন না, পালালেন না ।
বরং লন্ডনে ছেলের সাথে থেকে যাওয়ার প্রসঙ্গে বললেন, বাংলাদেশ বাদে আমার কোন দেশ নেই। দেশের বাইরে আমার কোন ঠিকানা নেই । এই মাটিই আমার শেষ ঠিকানা ।
দেশে চলে আসলেন । দুই ছেলে থেকে ১৬ বছর দূরে রইলেন। এক ছেলে তাকে ছাড়াই মৃত্যু বরণ করলো। এরপর এবসুলুটলি বেইসলেস মিথ্যা মামালায় সাজা হল উনার। জেলেও গেলেন ।
একটা সাইকোপ্যাথ তাঁর প্রতিশোধের আকাঙ্ক্ষা মেটানোর জন্য উনাকে পরিত্যাক্ত একটা জেলে নিক্ষেপ করলেন। সেখানে থাকলেন বছরের পর বছর। কোভিডে আক্রান্ত হলেন, স্লো পয়জনিং করে উনার লিভার নষ্ট করে দেয়া হল।
দেশের বাইরে চিকিৎসা করতে যাওয়ার জন্য বারবার আবেদন করা হল। বলা হল, ক্ষমা চাইতে হবে, তবেই মুক্তি দিয়ে দেশের বাইরে যেতে দেয়া হবে।
এই বৃদ্ধা-মূমূর্ষু ভদ্রমহিলা জানিয়ে দিলেন, কোন ভুল করেননি তিনি । ক্ষমা চাইবেন না । মরতে হয় এভাবেই মরবো।
কিন্তু আল্লাহ্ পাক তাকে বাঁচিয়ে রাখলেন । হয়ত গল্পের শেষটা অন্য রকম হবে বলে।
আমি আজকে ভাবি ৭৫ বছরের বয়সী একজন বৃদ্ধা যিনি কয়েকবার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন তাঁর কি দরকার ছিল সেই সময় দেশে থেকে যাওয়ার ? উনি তো জীবন থেকে সব কিছুই পেয়েছিলেন । বৃদ্ধ বয়সে যেখানে ছেলে-নাতি-নাতনিদের সাথে সময় অবসর সময় কাটানোর কথা। উনি কেন হাসিনার তৈরি করা জাহান্নামে সবাইকে ছেড়ে পড়ে রইলেন ? কিসের জন্য ?
উনি শত অত্যাচার সহ্য করে মাটি কামড়ে পরে থাকলেন। বেঁচে থাকলো উনার দল। লক্ষ লক্ষ মামলা, হাজারো নেতা-কর্মী গুম-খুন, শত শত কোটি টাকার প্রলোভন দেখিয়ে সেই দলকে ভাঙ্গা গেল না , কম্প্রামাইজ করনো গেল না, ইলেকশনে নেয়া গেল না । আপোষহীন নেত্রীর দল আপোষহীনভাবে এই দেশের মানুষের আশা-ভরসার প্রতীক হয়ে টিকে রইলো।
উনি বাংলাদেশের খালেদা জিয়া, আমাদের খালেদা জিয়া যার ১৬ বছরের স্যাক্রিফাইস ইতিহাসের জঘন্যতম ফ্যাসিস্টকে তাড়াতে অন্যতম বড় ভূমিকা রেখেছে। আমাদের খালেদা জিয়া যদি সেদিন দেশের বাইরে পালিয়ে যাওয়াটাকে বেছে নিতেন তাহলে ২০২৪ এর অভ্যুত্থান আদৌ হয়ত আমরা নাও দেখতে পারতাম।
ডিগনিটির যদি কোন ফিজিক্যাল এমবডিমেন্ট থাকে তাহলে সেটি হচ্ছেন খালেদা জিয়া ।
আপনি আজ সন্মানিত, মুক্ত। আপনাকে যারা সেদিন অসন্মানিত করেছিল আজ তারা অপমানিত, ঘৃণিত, পলাতক। ইতিহাস তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে।
এই দিনটার অপেক্ষায় বহুদিন ছিলাম। জানতাম আল্লাহ্ পাক আপনাকে সন্মানিত করবেন।
আল্লাহ্ আপনার নেক হায়াত বৃদ্ধি করে দিক। আপনার এই স্যাক্রিফাইস কবুল করে নিক।
আপনার জন্য দোয়া আর ভালোবাসা।