ভালোবাসার কাব্য

ভালোবাসার কাব্য মানুষ মানুষের জন্য... ❤️
জীবন জীবনের জন্য...... ❤️

30/11/2024

এক্সিডেন্ট নাকি ইন্ডিয়ান "র" এর গুপ্ত হ/ত্যা!

28/11/2024

ইসকন নিয়ে শেখ হাসিনার নতুন কল রেকর্ড ফাঁ/স

27/11/2024

কইলোডা কি!! 😂 পতি/তা/লয়ে রাগের চো** তরুণীর আত্ম/হ/ত্যা 😀

27/11/2024
27/11/2024

এত বছর যে হুজুরদেরকে পাকিস্তানপন্থী ট্যাগ দিছেন কই গত ১.৫ যুগে কোন হুজুর গ্রেফতার হইলে পাকিস্তান, আফগানিস্তান তো বিবৃতি দেয়নি, থ্রে'ট দেয়নি। কিন্তু এক চিন্ময় জ'ঙ্গি কে আ'টকের পর ভারত থ্রে'ট দিচ্ছে। আসলে কে কোন পন্থী সেটা তো পরিস্কার।

27/11/2024
27/11/2024
06/09/2024

ভারতের মৌমিতার জন্য মোমবাতি প্রজ্জ্বলন করে ফেলছিলেন আপনারা,

অথচ স্বর্ণা দাস নামের একটা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে।

এই মেয়েটার বয়স কত ছিলো জানেন? ১৪ বছর।

মেয়েটার একটা ছবি পত্রিকাতে এসেছে। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া। স্বর্ণার স্কুলের টিচার জানিয়েছেন, স্বর্ণা খুব ভালো ছাত্রী ছিলো। খেলাধুলা আর ছবি আঁকাতেও সে খুব ভালো ছিলো।

জাতীয় সঙ্গীত নিয়ে কিছু বললে আপনার মন খারাপ হয়। কারণ এই গানের "মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি" লাইনটা আপনার প্রিয়।

আপনার দেশের ১৪ বছরের একটা বাচ্চা মেয়েকে বিএসএফ গু*লি করে মে*রে ফেলেছে। লা*শ নিয়ে গেছে। এরচে মলিন বদন একটা দেশের জন্য আর কিছু পারে?

কিন্তু আপনার আমার চোখে অশ্রুটা কই?

নাকি আমাদের অশ্রু এতোটাই দামী যে গ্রামের এক সাধারণ কিশোরী, স্বর্ণা দাসের জন্য ঐটা খরচ করা যায় না?

©সংগৃহীত

26/08/2024

কয়দিন পর কাজের বুয়ারাও আন্দোলন করবে, আমাদের বউয়ের মর্যাদা দেওয়া হোক। কারন তারা তো বউদের থেকে বেশি কাজ করে! 😅

আমার এক বন্ধু আনসারে চাকরি করে। তার সাথে মাত্রই কথা হল। আমি সরাসরি তার বক্তব্যই কোট করছি- ❝ এর মধ্যে অবশ্যই কোনো ঝামেলা ...
25/08/2024

আমার এক বন্ধু আনসারে চাকরি করে। তার সাথে মাত্রই কথা হল। আমি সরাসরি তার বক্তব্যই কোট করছি- ❝ এর মধ্যে অবশ্যই কোনো ঝামেলা আছে। আমাদেরকে বুঝানো হয়েছে যে, আমরা বৈষম্যের শিকার, আমাদেরকে জাতীয়করণ করতে হবে, এটা আমাদের অধিকার। এসব বলে তারা আমাদেরকে আন্দোলনে নিয়ে যায়। পরে উপদেষ্টা মহোদয় আমাদের দাবি মেনে নিলে আমরা ফিরে আসি। কিন্তু আমাদের একটা অংশ রয়ে যায়, ওরা আবার গিয়ে সচিবালয় ঘেরাও করে। কিন্তু আমাদের সচিবালয় ঘেরাও করার কথা ছিল না, ওরা ইচ্ছা করেই ষড়যন্ত্রমূলক ভাবে এটা করেছে। ❞

তারমানে বুঝলেন তো আনসার বেশে এরা কারা? এতোদিন শুনেছিলাম যে ছাত্রলীগের পোলাপানগুলোরে আনসার বাহিনীতে ঢোকাচ্ছে। এটা তাহলে মিথ্যা ছিল না! এরাই আবার চক্রান্ত করেছিল আরেকটা প্রতিবিপ্লব ঘটানোর। কিন্তু ছাত্রজনতার প্রতিরোধের মুখে ব্যর্থ হয়ে পালিয়ে গিয়েছে তারা।

24/08/2024

বিশ্বস্ততায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন ❤️❤️
এই প্রকল্পে যে কোনো পেমেন্ট মেথড থেকে ত্রাণ প্রকল্পে অনুদান পাঠাতে ক্লিক করুন: https://asf.sh/flood

A/c Name: As Sunnah Foundation
A/c No.07511100103013
EXIM Bank Limited
Satarkul Branch
SWIFT Code: EXBKBDDH
Routing:100264025
Dhaka

A/c Name: As Sunnah Foundation
A/c No.20502920202959613
Islami Bank Bangladesh Limited
Kanchpur Branch
SWIFT Code: IBBLBDDH
Routing: 125670823
Narayanganj

📲বিকাশ/নগদ মার্চেন্ট: 01958 277609 (পেমেন্ট অপশন থেকে পাঠাতে হবে।)

22/08/2024

নোয়াখালী, ফেনী দুইটা রাস্তায় জ্যাম লেগে আছে যার কারণে সেনাবাহিনী নৌবাহিনী এবং কোস্ট গার্ডের বহর গুলো মূল হটস্পট পয়েন্ট গুলোতে যেতে পারতেছে না।

আবার অনেক এ ঢাকা থেকে অতিউৎসাহী হয়ে অল্প কিছু ত্রাণ নিয়ে দিতে গিয়ে আরো বেশী জ্যাম লাগিয়ে দিচ্ছে হাইওয়ে গুলোতে।

কিন্তু মূলত যারাই যাচ্ছে কেউই বোট ছাড়া যেতে পারবেন না।

তাই দয়া করে সামরিক বাহিনীর গাড়ি গুলো কে যেতে দেন এবং তাদের সাহায্য করুন।

আপনারা এটাকে সিলেটের পরিস্থিতি ভেবে সবাই সেখানে গিয়ে জমাট বাধবেন না।

আল্লাহর দোহাই লাগে এটা সিলেট না এইখানে পরিস্থিতি অনেক ভয়াবহ সিলেটে একটা রোড ম্যাপ ছিলো এইখানে সেটা নেই।

যারাই মুভ করবেন নৌকা কিংবা বোট না থাকলে কেউ হটস্পট পয়েন্ট গুলোর দিকে যাবেন না।

আগে Rescue করা জরুরি বাঁচলে তারপর খেতে পারবে।

Address

Cumilla

Telephone

+8801904264147

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালোবাসার কাব্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category