28/03/2024
স্বামীর সাথে ঝগড়া'র এক পর্যায় তাকে বললাম, "তোমার লাজ লজ্জা থাকলে আর কখনো আমায় কল করবা না।"
"কিহ্! এতো বড় কথা.... ঠিকাছে আর জীবনেও তোমাকে কল করবো না আমি।"
এই বলেই কল কেটে দিলো, বর। দেয় দিক। উনার সাথে কথা না বললে কি ম-রে যাবে আমি?
কত বড় সাহস! আধাঘন্টা ধরে কল ওয়েটিং। আমিও একের পর এক কল, মেসেজ দিয়ে গেছি। নো রেসপন্স। পরে আবার ধমক দিয়ে বলে,
"কি সমস্যা? দেখছো কল ওয়েটিং তারপরও এতো কল করছিলে কেন? বসের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি, অফিসে ঝামেলা চলছে। তুমি একটু ওয়েট করতে পারতে না? আমি তো কথা শেষ হলেই কল ব্যাক করতাম তোমায়। শুধুশুধু বসের ধমক খেতে হলো।"
"ওহ্ আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাকে বিরক্ত করছি? ঠিক আছে, আর জীবনেও কল করবো না তোমায়। বুঝি তো... ওটা বস ছিলো না-কি অন্য কেউ। সে আমি বুঝে গিয়েছি। থাকো তারে নিয়া।রিলাক্সে কথা বলো। আরো কথা বলো। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না।"
"এ্যাই... একদম ফা'ল'তু কথা বলবা না বলে দিলাম।"
ব্যাস এভাবেই কথা কাটাকাটি হতে হতে বড়সড় ঝগড়া লেগে গেলো। বরের সাথে তর্কে জিততে না পেরে আমিও বলে দিলাম,
"তুমি আর কখনো কল করবা না আমায়।"
ঝগড়ার এক ঘন্টা পর....
বারবার ফোন হাতে নিয়ে দেখছি, উনি কল করলো কি-না। না একটা বারও কল দেয়নি লোকটা। স্বার্থপর! আমি না হয় রাগ করেই বলছি, কল দিবা না। তাই বলে উনিও কল দিবেনা। এটা কোনো কথা? আমার প্রচুর মন খারাপ হলো...
দুই ঘন্টা হলো। কি ব্যাপার... উনি কি আমায় সত্যিই আর কল করবে না? আচ্ছা আমি একবার কল দিবো না-কি? না থাক, আর একটু অপেক্ষা করে দেখি। এভাবে খেতে খেতে ফোন চেক করছি, বিকেলে ঘুমের মধ্যেও ফোন হাতে নিয়ে ঘুমিয়েছি। এমন কি বাথরুমেও ফোন নিয়ে গেছি। এভাবেই সন্ধ্যা হয়ে গেলো। এখনো কল করলো না, মানুষটা। মন খারাপ হলো। নিজেও কল করতে পারছি না, কারণ আমি তো রেগে আছি। এরিমধ্যে হঠাৎ উনার কল আসলো। সাথে সাথে আমার মুখে হাসি ফুটলো। কিন্তু, কল রিসিভ না করে কেটে দিলাম আগে। কারণ এতো তাড়াতাড়ি রিসিভ করা যাবে। তাহলেই ভাববে, আমি উনার কলের অপেক্ষা করছিলাম। কলটা কা'ট'তে পেরে মনটা খুশি-খুশি।
"ইয়াহহ! জিতে গেছি, জিতে গেছি! ফাস্ট কল উনিই করলো, আমি না।"
(সমাপ্ত)
#অণুগল্পঃজিতে_গেছি
নতুন নতুন গল্প পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন।
Sumaiya Afrin