Ns nipa

Ns nipa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ns nipa, Digital creator, Ns nipa, Cumilla.

28/03/2024

স্বামীর সাথে ঝগড়া'র এক পর্যায় তাকে বললাম, "তোমার লাজ লজ্জা থাকলে আর কখনো আমায় কল করবা না।"

"কিহ্! এতো বড় কথা.... ঠিকাছে আর জীবনেও তোমাকে কল করবো না আমি।"

এই বলেই কল কেটে দিলো, বর। দেয় দিক। উনার সাথে কথা না বললে কি ম-রে যাবে আমি?

কত বড় সাহস! আধাঘন্টা ধরে কল ওয়েটিং। আমিও একের পর এক কল, মেসেজ দিয়ে গেছি। নো রেসপন্স। পরে আবার ধমক দিয়ে বলে,

"কি সমস্যা? দেখছো কল ওয়েটিং তারপরও এতো কল করছিলে কেন? বসের সাথে গুরুত্বপূর্ণ কথা বলছি, অফিসে ঝামেলা চলছে। তুমি একটু ওয়েট করতে পারতে না? আমি তো কথা শেষ হলেই কল ব্যাক করতাম তোমায়। শুধুশুধু বসের ধমক খেতে হলো।"

"ওহ্ আচ্ছা, এই ব্যাপার। আমি তোমাকে বিরক্ত করছি? ঠিক আছে, আর জীবনেও কল করবো না তোমায়। বুঝি তো... ওটা বস ছিলো না-কি অন্য কেউ। সে আমি বুঝে গিয়েছি। থাকো তারে নিয়া।রিলাক্সে কথা বলো। আরো কথা বলো। কেউ তোমাকে ডিস্টার্ব করবে না।"

"এ্যাই... একদম ফা'ল'তু কথা বলবা না বলে দিলাম।"

ব্যাস এভাবেই কথা কাটাকাটি হতে হতে বড়সড় ঝগড়া লেগে গেলো। বরের সাথে তর্কে জিততে না পেরে আমিও বলে দিলাম,

"তুমি আর কখনো কল করবা না আমায়।"

ঝগড়ার এক ঘন্টা পর....

বারবার ফোন হাতে নিয়ে দেখছি, উনি কল করলো কি-না। না একটা বারও কল দেয়নি লোকটা। স্বার্থপর! আমি না হয় রাগ করেই বলছি, কল দিবা না। তাই বলে উনিও কল দিবেনা। এটা কোনো কথা? আমার প্রচুর মন খারাপ হলো...

দুই ঘন্টা হলো। কি ব্যাপার... উনি কি আমায় সত্যিই আর কল করবে না? আচ্ছা আমি একবার কল দিবো না-কি? না থাক, আর একটু অপেক্ষা করে দেখি। এভাবে খেতে খেতে ফোন চেক করছি, বিকেলে ঘুমের মধ্যেও ফোন হাতে নিয়ে ঘুমিয়েছি। এমন কি বাথরুমেও ফোন নিয়ে গেছি। এভাবেই সন্ধ্যা হয়ে গেলো। এখনো কল করলো না, মানুষটা। মন খারাপ হলো। নিজেও কল করতে পারছি না, কারণ আমি তো রেগে আছি। এরিমধ্যে হঠাৎ উনার কল আসলো। সাথে সাথে আমার মুখে হাসি ফুটলো। কিন্তু, কল রিসিভ না করে কেটে দিলাম আগে। কারণ এতো তাড়াতাড়ি রিসিভ করা যাবে। তাহলেই ভাববে, আমি উনার কলের অপেক্ষা করছিলাম। কলটা কা'ট'তে পেরে মনটা খুশি-খুশি।

"ইয়াহহ! জিতে গেছি, জিতে গেছি! ফাস্ট কল উনিই করলো, আমি না।"

(সমাপ্ত)

#অণুগল্পঃজিতে_গেছি
নতুন নতুন গল্প পেতে আমার আইডিতে ফলো দিয়ে রাখুন।
Sumaiya Afrin

27/03/2024

কিশোরী বয়সে কাজিন ভাইয়ের প্রেমে পড়েছিলাম।রিজেক্ট করবে ভেবে কখনো বলতে পারিনি।

মনের কথা মনে চেপে রেখেই অন্য জনের সাথে বাবা বিয়ে দিলো।দুই ছেলে নিয়ে সুখের সংসার।"সুখের সংসার" কথাটার স্বীকৃতি আমি দেইনি,অন্যরা বলে।আমার কাছে হয়তো সুখী সংসারের অর্থ অন্যরকম।

আট বছর পর তার সাথে দেখা।এতোদিনে পাল্টে গেছে অনেক কিছু।ছোট কাকার মেয়ের বিয়ের অনুষ্ঠানে সেই কাজিন ভাইকে দেখে কেমন যেন মায়া অনুভব হলো!মনে হলো লোকটা আমার আপন কেউ,প্রথম প্রেম কি এমনই হয়!

ভিষণ মন খারাপ হয়ে গেলো।নদীর পাড়ে এসে বসলাম।এখন লুকিয়ে অশ্রু বিসর্জন দেওয়ার সময়।ঘাসের খসখস শব্দ হলো।

তাকিয়ে দেখলাম, কাজিন ভাই আমার পাশে এসে বসলো।আলতো করে হাতে হাত রাখলো।বললেন " একটা কথা বলতে চাই "

" বলুন "

" একসময় তোমায় ভালোবেসে ছিলাম,পাগলের মতো চাইতাম।তুমি অসম্ভব রুপবতী হওয়ার দরুন বলার সাহস পাইনি "

কথাটা বলে উনি উঠে চলে গেলেন।আমি কাঁদছি।আফসোস হচ্ছে,সাহস করে কেন তখন ভালোবাসি বললাম না?বললে আজ জীবনটা অন্যরকম হতে পারতো।

আফসোস
©জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।এইটা লেখকের নিজস্ব পেজ 🤍

11/03/2024

দীর্ঘ ১ বছর পর মসজিদের মাইকে সেই চিরচেনা আওয়াজ, আম্মুর ডেকে তুলা, চারদিকে মুখরিত একটা পরিবেশ! শান্তি এখানেই!🖤

11/03/2024

.......
ছেলেরা বিয়ের সময় মুখে রুমাল দিয়ে থাকে কারন, কোনো মেয়ে যাতে বলতে না পারে এটা আমার এ'ক্স বয়ফ্রেন্ড ছিলো!🥴.........🫢😜🫢😜

09/03/2024

বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া বিপ'জ্জনক৷ তারা টেকনোলজি ঝট করে শিখে নেয়৷ কিন্তু মুশকিল হয়ে যায় অন্য জায়গায়৷

আমার শ্বশুরের একটি ফেসবুক প্রোফাইল খোলা হয়েছে সদ্য৷ কিন্তু তিনি মোটেই সেটা ব্যবহার করেন না৷ আমাদের সবার প্রিয় আদিরা। বয়স চার বছর৷ তিনি আপাতত রিসার্চ করে ফেসবুকে স্টোরি দেওয়া শিখেছেন৷ ছবির সঙ্গে গান দিতে পারেন তিনি৷ চার বছর বয়সে এটা শিখেছে!

কিন্তু মুশকিলটা অন্য জায়গায়৷ তিনি আজ তার দাদুর প্রোফাইল থেকে ভাবীব অর্থাৎ তাঁর মায়ের একটি ছবি স্টোরিতে দিয়েছেন৷ সুন্দর ছবি৷ সমস্যা হচ্ছে, সেই ছবিতে তিনি গান দিয়েছেন যেটা৷

সবাই দেখছে, একজন লোক, তার ফেসবুকের স্টোরিতে বউমার ছবি দিয়েছে, সঙ্গে গান বাজছে "ও শারাবি ক্যায়া শারাবি যো ন্যাশে মে রাহে..." :)

05/03/2024

দুই ধরনের মানুষ দেখেছি আমি,
এক ধরনের মানুষ যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়েছে, আর এক ধরনের মানুষ যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছে,
তবে এখানে পার্থক্য কি জানেন,
যারা ফ্যামিলির জন্য ভালোবাসা ছেড়েছিলো তারা শুধু ফ্যামিলি পেয়েছিল, কখনো ভালোবাসা পায় নাই।আর যারা ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়েছিলো তারা তো ভালোবাসা পেয়েছেই পড়ে কখনো না কখনো ফ্যামিলিও মেনে নিয়েছে তাদের, তারা দুইটাই পেয়েছে।
ভালোবাসা হারায়লে পাওয়া যায় না, কারো মন র'ক্ষার্থে নিজের মনের ইচ্ছা বিস'র্জন দিয়েন না!

Copy post

05/03/2024

- শখের মানুষটা..💔🥀

- একটু বেশিই কষ্ট দেয় ..🥲💔😿😿😿😿😿

05/03/2024

নিজের বয়ফ্রেন্ড আবিরের সাথে বাড়ি থেকে পালিয়ে এসেছি।সারারাত কাটানোর পরে সকাল থেকে কোথাও খুঁজে পাচ্ছি না ওকে।অথচ আজকে আমাদের দুজনের বিয়ে করার কথা ছিলো।স্বপ্নেও ভাবতে পারি নি আবির এইভাবে আমায় ব্যবহার করে পালিয়ে যাবে।

বাড়িতে কল করে মাকে কাঁদতে কাঁদতে সবটা বললাম।বাবা লোক পাঠিয়ে দিলো আমায় নেওয়ার জন্য।

বাড়িতে গিয়ে দেখি আমায় দেখার জন্য পাত্রপক্ষ উপস্থিত।আর বিয়েতে অমত করলাম না।যাকে মন দিয়ে ভালোবেসেছিলাম সে আমায় ভালোবেসেছিলো শুধুমাত্র দেহের চাহিদা মেটানোর জন্য।আবিরের মতো অমানুষের জন্য নিজের জীবনটা নষ্ট করার কোনো তাৎপর্য খুঁজে পেলাম না আমি।

বিয়ের তিন বছর পরে।

আজ আমি এক সন্তানের মা।স্বামী আর বাচ্চাকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে এসেছি।হঠাৎ শুনতে পাই বাবা তাদের ঘরে বসে মায়ের সাথে ফিসফিস করে বলছে

---ভাগ্যিস সেদিন সকালবেলা লোক দিয়ে ছেলেটাকে মেরে গুম করে ফেলেছিলাম।তাইতো ঘরের মেয়েকে ঘরে ফিরে পেলাম!নয়তো আজ কী যে হতো!

বি:দ্র: গল্প টা কাল্পনিক হলেও এমন সমস্যা আজকাল হয়েই যাচ্ছে

সমাপ্ত

copy post

গল্প : #প্রতারক

গল্প পড়তে ফলো করুন👉 Ns nipa

05/03/2024

একতরফা ভালোবাসা কখনো হয় না..!!
ওই যে কথায় আছে নাঃ- যে থাকার সে এমনি থাকবে
আসলে যে রাখতে যানে সে থেকে যায়,,!

ভালোবাসা একজনে ধরে রাখতে পারে না,, দুই'জনকে ভালোবাসতে হবে,,

ভালোসবাই কে বাসতে পারে না💔
আর সবার প্রতি ভালোবাসা জাগে না❤️‍🩹

মন থেকে ভালোবাসতে হবে দুই'জনকে💖

লেখায়ঃ- Ns nipa
ভালো লাগলে (ফলো করে রাখবেন)

04/03/2024

🤣হাসাহাসি করবেন না😁
ছেলে: হ্যালো!

মেয়ে: হেলছি!

ছেলে: কি অবস্থা?

মেয়ে: কঠিন,তরল, বায়বীয়!আটার বস্তা ময়দার বস্তা সব মিলিয়ে টা'ন'টা'ন অবস্থা!

ছেলে: ও আচ্ছা, কিসে পড়েন?

মেয়ে: টেবিল চেয়ার এ!

ছেলে: কোন ক্লাসে পড়েন?

মেয়ে: এক তলার ডান পাশের ক্লাস টায়!

ছেলে: কি করেন এখন?

মেয়ে: টিভিতে বসে সোফা দেখতেছি!

ছেলে: ডিনার হইছে?

মেয়ে: আম্মু জানে!

ছেলে: আপনার বাসা কোথায়?

মেয়ে: আকাশের নিচে মাটির উপরে!

ছেলে: আপনার বাসায় যাবো কি করে?

মেয়ে: আপনার বাসা থেকে বেরিয়ে নাক বরাবর চার রাস্তার মো*ড়ে যাবেন, তারপর ডানদিকে যাবেন তারপর দেখবেন একটা দোকান, দোকানের পাশ দিয়ে ছোট একটা রাস্তা গেছে সেখান দিয়ে যাইতে থাকবেন,তারপর দেখবেন অনেক গুলো বিল্ডিং,সাদা কালারের পাশে করলা কালারের পরে পিং কালারের পিছনের সবুজ কালারের বাড়িটাতে আমি থাকি!!!

ছেলে: হাউ সুইট!

মেয়ে: খেয়ে দেখছেন কখনো?

ছেলে: কি বলেছেন এসব?

মেয়ে: বলছি না লিখছি!

ছেলে: আমি তো আপনার ফ্যান হয়ে গেলাম!

মেয়ে: ঘুরতে থাকেন!

ছেলে: আচ্ছা ভালোবাসা কাকে বলে?

মেয়ে: যে বাসায় টিভি ফ্রিজ সহ নানান রকমের ইলেকট্রনিক এর জিনিস আছে এবং যে বাসায় দক্ষিণের বাতাস বয় তাহাকেই ভালোবাসা বলে!!

#অনুগল্প

ভালো লাগলে পেইজটি সবাই ফলো করবে

04/03/2024

মনে পড়ে মা যখন আমার পিঠে ওর জন্য স্কেল ভেঙেছিল। সারা জীবন হাতে হাত রেখে এগিয়ে যাবে বলে কথা দেওয়া মানুষ টা আজ আমায় ছেড়ে চলে গেল।
আমাদের পরিচয় হয়েছিলো 14 এপ্রিল অর্থাৎ প্রহেলা বৈশাখের দিন।
প্রথম দেখায় সরাসরি প্রপোজ করে দেওয়া মানুষ টা কে বেশ সাহসী মনে হয়েছিলো আমার।
তারপর যখন হাত ধরে বলল
_ প্রমিস কোনো দিন হাত ছাড়বো না।

তখন আমার মতিষ্কের নিউরন গুলো বলেছিলো এ মানুষ টার প্রতিশ্রুতি মিথ্যা হতে পারে না।
জড়িয়ে গিয়েছিলাম মানুষ টার সাথে। এতো বেশি ই ভালোবেসে ছিলাম যে তার সামান্য মাথা ঘুরে পরে যাওয়া তে আমি নামাজের পাটি তে হাউমাউ করে কেঁদে ছিলাম।
এতো বেশি ই ভালোবাসতাম যে পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বলেছিলাম
_ আমি শুধু ওকেই বিয়ে করবো আর না হলে কাউকে না।

তখন মা আমাকে কি মার টাই না মেরেছিলো। তবু ও আমি আমার সিদ্ধান্তে অটল হয়ে রইলাম।

কিন্তু আমাকে ছেড়ে চলেই গেল ওহ। কি অদ্ভুত অজুহাত টাই না ছিলো
" আমার বয়স কম তাই এখন বিয়ে করা সম্ভব না "

আমি হেসেছিলাম , আচ্ছা ভালোবাসার কথা যখন বলেছিলে তখন বয়সের কথা মনে ছিলো না ?
প্রতিউত্তরে সে কিছুই বলে নি। পার্কের ধারে চিৎকার করে আর্তনাদ করেছিলাম।
আশে পাশের সবাই তাকিয়ে ছিলো। বড্ড অসহায় লেগেছিল তখন।

দশ দিনের মাথায় জানতে পারলাম ওহহ বিয়ে করেছে। আমার মাথায় আকাশ ভেঙে পরেছিলো তখন। পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছিলাম।
ধোঁকা দিলো আমার ভালোবাসা।

আমার পাগলামি দেখে এক মাসের মাথায় পরিবার থেকে বিয়ে দিয়ে দিলো।
আমি অবশ্য কিছুই বলি নি , আমার জোড় ও ছিলো না তখন।
কি বা করতাম আমি


আমার স্বামী আমাকে বিয়ের দিন রাতে বলেছিলো
" কখনো নিজেকে ছোট ভেবো না। তুমি সবার থেকে সেরা। কথা দিতে পারছি না তবে ভরসা দিতে পারি নিঃশ্বাস থাকতে কষ্ট পেতো দিবো না "

সেদিন এই কথা টার গুরুত্ব আমি বুঝি নি। বড্ড আফসোস হয় কেন সেদিন তার বুকে ঝাঁপিয়ে পরলাম না।

আজ পাঁচ বছর পেরিয়ে গেছে ওহ আমার চোখ থেকে পানি ঝরতে দেয় নি।
সারা দিনের ব্যস্ততা শেষে ওহ যখন বাসায় ফিরে আমি ওর ঘামে ভেজা শার্ট টা জড়িয়ে রাখি।
অদ্ভুত এক শান্তি অনুভব হয়।

যখন ওহ আমার ঘনিষ্ঠ হয় আমি স্পষ্ট অনুভব করি ওর দু চোখের পানি।

এ অশ্রুর রহস্য জানতে চাইলে ওহহ বিগলিত হেসে বলে
"আমার পৃথিবীর সমস্ত সুখ যার নামে আমি দলিল করেছি সে নিজে ও জানে না তাকে আমি ঠিক কতোটা ভালোবাসি।"
অবাক চোখে তাকিয়ে থাকি আমি। সত্যি ই কি মানুষ টা আমাকে এতো ভালোবাসে?
copy post

03/03/2024

আপনি মারা গেছেন। আপনার জানাজার নামাজ শেষ। কবরে রাখা হলো। আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য। কিন্তু, তাঁরা আসছে না কেনো! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি।

একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো। ওমা, এ কেমন কথা! প্রশ্ন উত্তর কই? তখন আপনার মনে পড়লো- 'প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই। কবর আজাবেরও কোনো চান্স নাই।' [] অতঃপর, রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ'।😔🤲

03/03/2024

মসজিদে হুজুর বয়ান করতেছে...l

-"ছে'লে-মেয়েরা প্রাপ্ত বয়স্ক হলেই বি'য়ে দিয়ে দিবেন। আব্বার দিকে তাকাইলাম দেহি হেয় ঘুমায়"!😑😑

02/03/2024

পদ্মজা উপন্যাসটি পড়লেই বুঝা যায় ভালোবাসা কখনো রূপ দেখে হয় না!🙂
পদ্মজার মতো এমন ভুবনমোহিনী রূপবতী মেয়েও আমিরের মতো শ্যামলা ছেলেকে ভালবেসে থমকে গিয়েছিল, আর মৃদুলের মতো এত সুদর্শন ছেলেও পূর্ণার মতো কালো মেয়েকে ভালবেসে পাগল হয়েছিল"♥️

অবশেষে বলা যায় মানুষটি সঠিক হলে ভালোবাসা সুন্দর..!!!💙

28/02/2024

😭বো*বা ছেলে যখন ই গান গাইতো, 😭

সেখানে কা*লা মেয়েটি দৌড়ে যেত😊

তার গান শুনতে। 🤩

একদিন মেয়েটির অ*ন্ধ চাচা 😺

তাদেরকে দেখে ফেলল। 😕

সে গিয়ে মেয়েটির বাবাকে

সব কিছু বলে দিল। ☹️

তার বাবা বেচারার

দুই পা ই অবশ, 😔

হাঁটতে ও পারে না।
মেয়ের এরকম কাহিনি শুনে

দৌড়ে ছুটে গেল। 😀

সাইকেল নিল, 🥸

বাইকে কি**ক মেরে স্টার্ট দিল।😳

ঘোড়ায় চড়ে পৌছে গেল। 🐸
সেখানে পৌছে পেছন থেকে

ত**লো**য়ারটা বের করে

গু**লি করলো। 🫠

দুইটা তী*র গিয়ে ছেলের বু*কে লাগলো

আর মেয়েটা ম*রে গেল। 🥺

-আমি কি লেখক হতে পারবো??☹️
"
"
#ফানি_পোস্ট
#ইরতিজা_আহমেদ_শ্রাবণ

Address

Ns Nipa
Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ns nipa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share