
03/04/2024
মানুষ মানুষকে যে ভালোবাসে তাহা তো রবের তুলনায় একিবারেই সামান্য। পৃথিবীতে আপনার যত আত্নীয় স্বজন আছে সবাই দেখবেন কোননা কোন কারনে আপনাকে ভালো বাসবে,কারন ছাড়া কেউ কাওকে ভালোবাসেনা,এমনকি মা বাবা তাদের সন্তান কেওনা,বউ তার স্বামী কেওনা,এইভাবে আপনার চারপাশে খুজে দেখেন সবাই কোন না কোন সার্থের কারনে আপনাকে ভালো বাসে।একমাত্র রব তার বান্দাকে কোন প্রকার সার্থ চাড়াই ভালোবাসে।হাজার শুকরিয়া আল্লাহ আপনার দরবারে।