
14/09/2025
নতুন স্টার্টআপ ওয়ান ওয়ার্ল্ড ই-সিম শিগগিরই বাংলাদেশে তাদের সেবা চালু করতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠানটির কার্যক্রম অফিস রয়েছে বাংলাদেশেও, যেখানে থেকে প্রথম পর্যায়ে সেবা চালু হবে। এর মাধ্যমে ভ্রমণকারী, প্রবাসী ও বৈশ্বিক ব্যবহারকারীরা সহজেই লোকাল ও আন্তর্জাতিক মোবাইল প্ল্যান অ্যাক্টিভেট করতে পারবেন, কোনো ফিজিক্যাল সিম কার্ড ছাড়াই।
এই প্ল্যাটফর্মে নির্ভরযোগ্য ভয়েস, ডাটা ও এসএমএস সেবা পাওয়া যাবে, সেইসাথে থাকবে রোমিং চার্জ ও সিম বদলের ঝামেলা থেকে মুক্তি। ভ্রমণকারীদের সুবিধার জন্য বিমানবন্দরের লাউঞ্জে সেলফ-সার্ভিস কিয়স্ক স্থাপন করা হবে, যাতে ব্যবহারকারীরা সহজেই ই-সিম সক্রিয় করতে পারেন।