23/04/2025
*আবু*সাইদকে কোটি কোটি টাকা খরচ করে ড্রোন দিয়ে আকাশে উড়ালেন,তার মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রা পালন করলেন।তার পরিবারকে #জুলাই_ফাউন্ডেশন থেকে কোটি কোটি টাকা দিলেন।জনে জনে মিডিয়া দেখানোর জন্য তার কবরে জিয়ারত করলেন।তার লুঙ্গি পরা ভাইদের প্যান্ট পরালেন।
অথচ এই #পুলিশ #কনস্টেবল #মহিলাটি নির্দোষে মারা গেলেন,তার বাচ্চাটিকেও আপনারা পৃথিবীতে আসতে দেননি।কোন সাংবাদিক বা মিডিয়া তাকে নিয়ে কিছু প্রচার করেন নি,তার দোষ কি জানেন,সে একজন পুলিশ।
অন্ততপক্ষে পেটের বাচ্চাটির কথা মনে করে হলেও এই মহিলাকে বাঁচার সুযোগ দেওয়ার প্রয়োজন ছিল*