Debidwer Confession & Meme's Zone

Debidwer Confession & Meme's Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Debidwer Confession & Meme's Zone, Digital creator, Cumilla.

আপনারা চাইলে আপনাদের প্রিয় মানুষকে নিয়ে এই পেইজে তাকে জানান দিতে পারেন আমাদের মাধ্যমে ❤️‍🩹🌺

কারোর কোনো রকম পোস্ট নিয়ে সমস্যা থাকলে আমাদের জানান , আমরা সেটা ডিলিট করে দিবো 😊

ভালো থাকুন - সুস্থ থাকুন এই কামনাই করি মহান রবের দরবারে। আমিন 🤲

 Mohammad Nurnoby Hasan প্রিয় অসুখ, " নিশ্চিত মৃত্যুর মতো খানিক ভালোবাসা দাও বিনিময়ে আমি নিজের জীবনটুকু তোমাকে দেবো।"আপন...
26/11/2025



Mohammad Nurnoby Hasan
প্রিয় অসুখ,

" নিশ্চিত মৃত্যুর মতো খানিক ভালোবাসা দাও
বিনিময়ে আমি নিজের জীবনটুকু তোমাকে দেবো।"

আপনি যদি এমন প্রেম পেয়ে থাকেন তাহলে সে কত ভাগ্যবতী। নিজের জীবন উৎসর্গ করেছেন তার ভালোবাসার তরে।শুভকামনা আপনাদের জন্য।

কিন্তু আমি এই কয়েকদিন অনেক চেষ্টা করেছি।কি হলো, কেমন হলো আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না।এরচেয়ে আমার না জানাই ভালো ছিল আপনার জীবনে কেউ আছে।আমি তো আমার মতো বেশ ছিলাম।এখন অবচেতন মনেও তো মনে হয় আপনি অন্য কারোর।আশা করি এই বিহ্বল অবস্থা খুব শীঘ্রই কেটে যাবে।আর আমিও এমন নিশ্চিত মৃত্যুর মতো ভালোবাসার স্বাদ আস্বাদন করব।

শুভকামনা প্রিয় অসুখ।
ভালো থাকবেন।আমি আর আপনার সামনে আসব না।ভুলে যাব আপনাকে।

(আমি কোন ছেলে নই আর আমি আপনার কোনো বন্ধুও নই।আর আমি কে সেটা আর প্রকাশ করাও হলো না।)

 “তোমাকে ভালোবাসাটা আমার জন্য কোনো গল্প না, যেন এক ধরনের নীরব যাদু—যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে ভীষণ সত্যি। তুমি...
26/11/2025



“তোমাকে ভালোবাসাটা আমার জন্য কোনো গল্প না, যেন এক ধরনের নীরব যাদু—যেটা চোখে দেখা যায় না, কিন্তু অনুভবে ভীষণ সত্যি। তুমি আসার পর বুঝেছি, মানুষ আসলে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক অনুভূতি পায়। তোমার সাথে কথাগুলো শুধু কথা থাকে না, তারা স্মৃতি হয়ে যায়। তোমার সাথে কাটানো একটুকরো সময়ও আমার পুরো দিনের মুড ঠিক করে দিতে পারে। অদ্ভুতভাবে তুমি আমার জীবনের সব কঠিন মুহূর্তকে নরম করে দিয়েছো। হয়তো এটাই প্রেম… যেখানে কিছুই চাওয়া লাগে না, শুধু এক মানুষই যথেষ্ট হয়ে যায় পুরো পৃথিবীর বদলে।”
ইতি তোমার (F💗)

 From অপরিচিত কেউ একজনTo তানভীর নিশাতপ্রিয় তোমার জন্য অফুরন্ত  ভালোবাসা❤️সেদিন বিকেলের হাওয়াটা ছিল অন্যরকম।সূর্যটা ধীরে ...
25/11/2025



From অপরিচিত কেউ একজন
To তানভীর নিশাত
প্রিয় তোমার জন্য অফুরন্ত ভালোবাসা❤️

সেদিন বিকেলের হাওয়াটা ছিল অন্যরকম।
সূর্যটা ধীরে ধীরে নেমে যাচ্ছিল,
আর ঠিক তখনই ভিড়ভাট্টার রাস্তায় ওকে দেখেছিলাম।😊🥰

না, কোনো পরিচয় ছিল না,
তবুও মনে হলো — এই মানুষটাকে যেন অনেকদিন ধরে চিনি।
ওর হাসিটা, চোখের চাহনিটা — সবকিছুই যেন এক অদ্ভুত শান্তি এনে দিল মনে।
সেই এক মুহূর্তেই বুঝেছিলাম, কিছু দেখা হয় ভাগ্যের লেখা হয়ে।

দিন কেটে গেল, কিন্তু ওর মুখটা মনে থেকে গেল।
প্রতিদিন মনে হতো, হয়তো আবার কোথাও দেখা হবে।
কিন্তু ভাগ্য হয়তো একটু খেলা খেলল —
ও চলে গেল অন্য শহরে।🥲😪

তারপর থেকেই যেন জীবনের একটা কোণা ফাঁকা হয়ে গেল।
রাতের পর রাত ঘুম আসত না,
শুধু মনে পড়ত সেই রাস্তাটা,
যেখানে প্রথম আর শেষ দেখা হয়েছিল ওর সঙ্গে।

প্রিয়— “তুমি জানো, তোমাকে দেখে আমার পৃথিবীটা বদলে গিয়েছিল।”☺️

এখনও যখন হাওয়ায় সেই গন্ধটা পাই,
যেন মনে হয় — ও খুব কাছে আছে কোথাও,
শুধু এক মুহূর্তের দূরত্বে,
যেখানে সময় আর স্মৃতিরা একসাথে হাসে, নীরবে।😊



✨ শেষ কথা
সব গল্প পূর্ণ হয় না,
কিছু গল্প শুধু অনুভূতি হয়ে থেকে যায় —
যেখানে “ভালোবাসা” শব্দটা উচ্চারণ না করেও সব বোঝানো হয়ে যায়… ❤️

ইচ্ছে হলে সারা দিও🤭

 অপরিচিত কেউআপনাকে আমি বহুদিন ফলো করতেছি ভাইয়া। আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনার চলাফেরা, আপনার হাসি সব মিলিয়ে অনেক ভাল...
25/11/2025



অপরিচিত কেউ
আপনাকে আমি বহুদিন ফলো করতেছি ভাইয়া। আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনার চলাফেরা, আপনার হাসি সব মিলিয়ে অনেক ভালো লাগে আমার কাছে। আপনাকে আমি কয়েকবার স্টেশনেও দেখেছি। তবে কখনো আপনাকে মনের কথা সরাসরি বলতে পারি নি এখনো পারছি না তাই এইখানে বলতেছি আপনাকে ভিশন করে ভালোবাসি।

আপনি শুধু একটা বার রাজি থাকেন। আপনার হয়ে থাকতে চাই সারাজীবন।

ইতি: অজানা কেউ

Fire in Gulshan 1, Korail slum. May Allah protect everyone. 💔🤲🥹
25/11/2025

Fire in Gulshan 1, Korail slum. May Allah protect everyone. 💔🤲🥹

 প্রিয় রিদিমা🌸আপনাকে চিনিনা! তবুও মনে হয় বহুদিনের চেনা আপনি। এক নির্ঘুম রাতে হঠাৎ আপনার প্রোফাইলে ঢুকে পড়ি অজান্তে! তা...
25/11/2025



প্রিয় রিদিমা🌸

আপনাকে চিনিনা! তবুও মনে হয় বহুদিনের চেনা আপনি। এক নির্ঘুম রাতে হঠাৎ আপনার প্রোফাইলে ঢুকে পড়ি অজান্তে! তারপর?

আপনার প্রোফাইলে পাঠিয়েছি এক নিঃশব্দ বার্তা যা ছিল আপনাকে চেনার ক্ষুদ্র চেষ্টা। আপনার featured ছবি গুলো, হাসি,আপেলের মতো টোল,গানের ভিডিও সব যেন টানে আমায়। এ এক অদ্ভুত টান! অনুভূতির ভ্রম থেকে বেরোনোর উপায় কি আপনি বলতে পারেন? আপনাকে না চিনেও যেন চিনে ফেলেছি অনেকখানি। হয়তো এটাকেই বলে কারও প্রতি নিঃশব্দে মুগ্ধ হয়ে যাওয়া।

আমরা এখনো সোশ্যাল মিডিয়ার কোনো সুতোয় বাঁধা নই,তবুও কিছুদিন পূর্বে অদ্ভুতভাবে আপনার স্পর্শ পেলাম!

আপনার সঙ্গে যুক্ত কারো হাত ধরে এলো একটুকরো Chithi me এর লিংক,যেন নীরব কোনো কবিতার পাতায় হঠাৎ আপনার নাম জ্বলে উঠল। আপনার সাথে একবিন্দু কথা বলার জন্য আমার এই তৃষিত মন ব্যাকুল হয়ে থাকে কিন্তু সাহস হয়না আপনাকে একটা মেসেজ রিকুয়েষ্ট পাঠানোর,,দিনের সিংহভাগই আপনাকে ভেবে পার করে দিই আমি,,আচ্ছা আপনি চাইলে তো আমাদের কিছু মূহুর্ত হতে পারে..এই অপেক্ষা কি আদৌ শেষ হবে...???

 Dear: প্রিয়তমা।তোমাকে যতো দেখি ততোই তোমার প্রেমে পরে যাই।তোমার মায়াবি চোখ অনেক সুন্দর। এই এক্সামের জন্য প্রতিদিন যাও,প্...
25/11/2025


Dear: প্রিয়তমা।
তোমাকে যতো দেখি ততোই তোমার প্রেমে পরে যাই।তোমার মায়াবি চোখ অনেক সুন্দর। এই এক্সামের জন্য প্রতিদিন যাও,প্রতিদিন দেখতে পাই।ভালো লাগে অনেক।আমি তো চাই আমাদের সারাবছরই এক্সাম হোক,প্রতিদিনই আসো তুমি😫।তোমাকে অনেক ভালেবাসি।কিন্তু বলার সাহসটা পাই না।ভয় লাগে অনেক। তুমি তো আমাকে এড ও করো না🙂যাই হোক one side lover হয়েই থেকে গেলাম।🫶

 কমেন্ট দেখে আইডিতে গিয়ে ক্রাশ খাওয়া এক মায়াবতী। কেমন আছেন ভাইয়া? এই এই পেইজের একজন ফলোয়ার। এই পেইজের পোস্টে কমেন্ট করতে...
23/11/2025



কমেন্ট দেখে আইডিতে গিয়ে ক্রাশ খাওয়া এক মায়াবতী। কেমন আছেন ভাইয়া? এই এই পেইজের একজন ফলোয়ার। এই পেইজের পোস্টে কমেন্ট করতে গিয়ে দেখি আপনার আইডি। দেখেই ফিদা হয়ে গিয়েছি।
আপনাকে দেখে ভালোই লেগেছে তবে আফসোস আমার বয়ফ্রেন্ড আছে। তা না হলে আপনাকেই পটাইতাম 🥱 যাই হোক আপনাকে ভালোই লেগেছে। আমার বয়ফ্রেন্ডও এই পেইজটা ফলো দিয়ে রেখেছে তাই আর নাম নিলাম না আমার। আর এডমিন আশা করি প্রাইভেসি ঠিক রাখবে 🙃

 আরাফাত তোমাকে আমি সবার প্রথম দেখি কুমিল্লা DSP তে বসে ছিলা। এরপর আস্তে আস্তে তোমার খোজ নিতে শুরু করি কিন্তু পাই নি কখনো...
23/11/2025



আরাফাত তোমাকে আমি সবার প্রথম দেখি কুমিল্লা DSP তে বসে ছিলা। এরপর আস্তে আস্তে তোমার খোজ নিতে শুরু করি কিন্তু পাই নি কখনো। তবে হঠাৎ একদিন কুমিল্লা স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে তোমাকে দেখেছি। তুমি সেই ভালো খেলো। তাপরপ জানতে পারি তোমার বাড়ি দেবিদ্বার। তাই এই পেইজের মাধ্যমে তোমাকে জানিয়ে দিতে চাই আমি তোমাকে ভালোবাসি।

তুমি শুধু একটা কমেন্ট করো যেনো তোমার আইডিটা পাই। আর কে এই পোস্ট করেছে তাকে দেখতে চাও। আমি তোমার কমেন্টের আশায় অপেক্ষা করলাম ❤️‍🩹

ইতিঃ আজানা মানুষ।

 সবার মত আমার ও আছে অনুভুতি আছে অন্তরের গভীরতা, আছে এক অপ্রকাশিত ভালোবাসা,, যাকে নিয়ে খুব করে বলতে ইচ্ছে করে আমিও তোমাক...
23/11/2025



সবার মত আমার ও আছে অনুভুতি আছে অন্তরের গভীরতা, আছে এক অপ্রকাশিত ভালোবাসা,, যাকে নিয়ে খুব করে বলতে ইচ্ছে করে আমিও তোমাকে ভালোবাসি আর সাথে থাকতে চাই। আজও আমি আমার মনের কথাগুলো আলাদা করে বলতে পারছি না কিন্তু তুমিও বুঝ নাই নাকি এখনো না বোঝার ভান করে আছ?
যাক আসল কথায় আসি,,, শুরুতে বলবো এই লেখাগুলো পড়ে,, আমায় একবার হলেও খোঁজ নিয়ো এখন কেমন আছ বা কিভাবে দিন কাটাচ্ছো,,,। কারণ আমি জানি তুমি আছো অন্যের তালে,, আমি আছি ছোট একটা গাছের ডালে,, ফু দিলে যাব আমি তলে।
© ক্যাম্পাসে দেখা সব সময় হয় কিন্তু সবসময় কাছে দেখা হয় না। তোমাকে দেখার জন্য ২ নাম্বার বাজারে চায়ের কাপ নিয়ে বসে আছিলাম বাজার দিনে,,তোমায় কাছে দেখব বলে। কিন্তু এত মানুষের ভিড়ে নিজের মতো করে দেখা হয়?
না হলো না,,,,🥺। এপ্রিলের প্রথম সপ্তাহে তোমাকে কাছে দেখার সুযোগ হয়,, তারপর থেকে আজ এখানে সেখানে দেখা মিলে,,, কিন্তু মনের কথা বলার সাহস যে নাই আমার। এমনকি একসাথে চা, নাস্তা আড্ডা ও করেছি,, কিন্তু কি বলবো সবার সামনে মনের ভাব প্রকাশ করাটা কত কঠিন সেটা সবাই জানে আর আমিও সেই ধরনের মানুষ নয়,, প্রকাশ্যে "তোমাকে ভালোবাসি বলবো। কিন্তু সময় যাচ্ছে দিন ও যাচ্ছে,,আর লুকিয়ে রাখব কতদিন, বলে ফেলি আজকে সবার সামনে। সত্যি মন থেকে বলছি,,তোমায় কেমন যেন ভালোবেসে ফেলেছি, যেটা ভালো লাগা থেকে শুরু হয়েছিল,,আজ ভালোবাসতে চাই।

'দিব্যি চাকমা ' তোমাকে বলছি আর কাউকে নয়। ❤️🏵️🫶

ক্যাম্পাসে আসছে অনেক রঙের বেরঙের নতুন মুখ আর জুনিয়র কিন্তু তুমি এখনো আমার কাছে নতুনের চেয়ে আরো নতুন হয়ে আছ,,তাই বারবার দেখতে চাই তোমাকে।
নিজের প্রতি যত্ন নিও,,,

তোমার সুপরিচিত 🏵️❤️

মনে করিয়ে দিব,, যদিকথাগুলো বিশ্বাস কর 🥰
🫶

17/11/2025

হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই.? আপনারা যারা এই পেইজের সাথে যুক্ত আছেন তাদের ধন্যবাদ। আপনারা যারা আপনাদের প্রিয় মানুষকে নিয়ে একটা বার্তা পাঠাতে চান তাহলে আমাদের জানান। আমরা আপনাদের এই পোস্ট জানানিয়ে দেবো আপনার সেই পছন্দের মানুষের কাছে। 💜🌺

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Debidwer Confession & Meme's Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share