26/11/2025
Mohammad Nurnoby Hasan
প্রিয় অসুখ,
" নিশ্চিত মৃত্যুর মতো খানিক ভালোবাসা দাও
বিনিময়ে আমি নিজের জীবনটুকু তোমাকে দেবো।"
আপনি যদি এমন প্রেম পেয়ে থাকেন তাহলে সে কত ভাগ্যবতী। নিজের জীবন উৎসর্গ করেছেন তার ভালোবাসার তরে।শুভকামনা আপনাদের জন্য।
কিন্তু আমি এই কয়েকদিন অনেক চেষ্টা করেছি।কি হলো, কেমন হলো আমার সাথে আমি কিছুই বুঝতে পারছি না।এরচেয়ে আমার না জানাই ভালো ছিল আপনার জীবনে কেউ আছে।আমি তো আমার মতো বেশ ছিলাম।এখন অবচেতন মনেও তো মনে হয় আপনি অন্য কারোর।আশা করি এই বিহ্বল অবস্থা খুব শীঘ্রই কেটে যাবে।আর আমিও এমন নিশ্চিত মৃত্যুর মতো ভালোবাসার স্বাদ আস্বাদন করব।
শুভকামনা প্রিয় অসুখ।
ভালো থাকবেন।আমি আর আপনার সামনে আসব না।ভুলে যাব আপনাকে।
(আমি কোন ছেলে নই আর আমি আপনার কোনো বন্ধুও নই।আর আমি কে সেটা আর প্রকাশ করাও হলো না।)