MSI TV

MSI TV Welcome to "MSI TV"

25/03/2023

Ramadan Kareeeeem

13/09/2022

যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বিচারক আর কেউ নাই
[হযরত আলী (রাঃ)]

10/09/2022

মানুষ তোমাকে কতক্ষন ভালো বলবে জানো?
যতক্ষন তুমি তাদের মন রেখে চলতে পারবে!

03/09/2022

জ্ঞানী ভুল করলে অনুতপ্ত হয়
আর নির্বোধ ভুল করলে
ভুলের পক্ষে যুক্তি দার করায়

02/09/2022

রাসূল (সাঃ) এরশাদ করেনযতক্ষণ মানুষ নামাজের প্রতীক্ষায় থাকে, ততক্ষণ নামাযের সওয়াব লাভ করতে
থাকে
(বোখারী, মুসলিম)

01/09/2022

সালমান ফারসী থেকে বর্ণিত, রাসূল (সাঃ) এরশাদ করেন, যে, ব্যক্তি আল্লাহর ওয়াস্তে চল্লিশ দিন যাবত প্রথম তাকবীরের সাথে জামাতে নামায পড়বে, তার জন্য দু’টি পরওয়ানা লেখা হয়, একটি জাহান্নাম থেকে অপরটি মোনাফেকী থেকে মুক্তির।
(তিরমিযী)

27/08/2022

রাসূলুল্লাহ (সঃ) এরশাদ করেন, কেয়ামতের দিন বান্দার আমলসমূহ থেকে সর্বপ্রথম ফরয নামাজের হিসাব নেওয়া হবে।
(তিরমিযী)

27/08/2022

রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল হল ওয়াক্তমত নামায় আদায় করা।
(বোখারী)

23/08/2022

রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, যে ব্যক্তি সামান্য সময়ও আল্লাহর রাস্তায় জেহাদ করেছে, তার জন্য বেহেশত অবধারিত।
(তিরমিযী)

22/08/2022

রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহ তা’আলা মুসাফির থেকে চিরতরে অর্ধেক নামায উঠিয়ে দিয়েছেন।
(আবু দাউদ তিরমিযী)

18/08/2022

রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল হল ''ওয়াক্তমত নামায় আদায় করা''
(বোখারী)

16/08/2022

রাসূলুল্লাহ (সাঃ) এরশাদ করেন, বান্দার ঈমান ও কুফরীর মধ্যে পার্থক্য হল নামায ত্যাগ করা। (আহমাদ)

Address

Cantonment
Cumilla
3500

Telephone

+8801886800703

Website

Alerts

Be the first to know and let us send you an email when MSI TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share