
07/04/2025
বাড়িটি ভাড়া দেওয়া হবে!
চলতি মাস অথবা সামনের মাস থেকে।
একেবারে নিরিবিলি পরিবেশ! বাড়ির ত্রিসীমানায় কোনো লোকবসতি নেই।
দুই বেডরুম, এক ডাইনিং, এক গোরস্থান! প্রতিটি বেডরুমে এটাচড বাথ, মাঝে মাঝে ট্যাপ থেকে একা একাই পানি পড়ে!
বিদ্যুতের লাইনে কিঞ্চিত সমস্যা আছে, বাল্ব আর ফ্যানগুলো নিজে থেকে চালু হয় আবার বন্ধ হয়!
বাড়ির বিভিন্ন কোণ থেকে সুন্দরী মেয়েদের হাসি আর নূপুরের শব্দ শোনা যায়!
বাড়ির ছাদে বসে গভীর রাতে কে যেন কাঁদে!
একটি কালো বেড়াল বাড়িটির বহুদিনের বাসিন্দা। সে প্রতিদিন রাতে কোথা থেকে জানি হাজির হয়! দিনের আলোতে তাকে আর খুঁজে পাওয়া যায় না।
বাড়ির পাশে একটি শতবর্ষী বট গাছ রয়েছে, ওটার কোটরে কিছু শেয়ালের বাস। সাবধান! রাতের বেলা ওদের বেরসিক হুক্কা হুয়া রবে আপনার পিলে চমকে যেতে পারে।
ভাড়া: বেঁচে থাকলে যা মন চায় দেবেন!