প্রকৃতির সৌন্দর্য 2.4

প্রকৃতির সৌন্দর্য 2.4 পরিশ্রম কখনো মানুষের সাথে বেঈমানী করে না, আজ অথবা কাল সফলতা আসবেই ইনশাআল্লাহ

বাড়িটি ভাড়া দেওয়া হবে!চলতি মাস অথবা সামনের মাস থেকে।একেবারে নিরিবিলি পরিবেশ! বাড়ির ত্রিসীমানায় কোনো লোকবসতি নেই।দুই ব...
07/04/2025

বাড়িটি ভাড়া দেওয়া হবে!
চলতি মাস অথবা সামনের মাস থেকে।

একেবারে নিরিবিলি পরিবেশ! বাড়ির ত্রিসীমানায় কোনো লোকবসতি নেই।

দুই বেডরুম, এক ডাইনিং, এক গোরস্থান! প্রতিটি বেডরুমে এটাচড বাথ, মাঝে মাঝে ট্যাপ থেকে একা একাই পানি পড়ে!

বিদ্যুতের লাইনে কিঞ্চিত সমস্যা আছে, বাল্ব আর ফ্যানগুলো নিজে থেকে চালু হয় আবার বন্ধ হয়!

বাড়ির বিভিন্ন কোণ থেকে সুন্দরী মেয়েদের হাসি আর নূপুরের শব্দ শোনা যায়!

বাড়ির ছাদে বসে গভীর রাতে কে যেন কাঁদে!

একটি কালো বেড়াল বাড়িটির বহুদিনের বাসিন্দা। সে প্রতিদিন রাতে কোথা থেকে জানি হাজির হয়! দিনের আলোতে তাকে আর খুঁজে পাওয়া যায় না।

বাড়ির পাশে একটি শতবর্ষী বট গাছ রয়েছে, ওটার কোটরে কিছু শেয়ালের বাস। সাবধান! রাতের বেলা ওদের বেরসিক হুক্কা হুয়া রবে আপনার পিলে চমকে যেতে পারে।

ভাড়া: বেঁচে থাকলে যা মন চায় দেবেন!

29/03/2025

ঈদ মোবারক
আগামী কাল কাতার সহ আরব দেশ গুলাতে পবিত্র ঈদুল ফিতর
উদযাপন হবে সবাইকে ঈদের শুভেচ্ছা

29/03/2025

চায়নার ৪ টা হসপিটাল বাংলাদেশী রোগীদের জন্য ডেডিকেট করা হয়েছে।
চায়নার একজন মানুষের যেই খরচ, বাংলাদেশীদের জন্যও সেইম খরচে চিকিৎসার সুযোগ থাকবে।
খুব দ্রুতই চট্টগ্রাম টু কুনমিং সরাসরি ফ্লাইট চালু হবে। নিয়মিত ফেয়ারের চেয়েও কমে যাতে টিকেট দেওয়া হয়, এখন সেই দেন দরবার চলতেছে।
ভারতের সাম্রাজ্যবাদ থেকে মুক্তির এইটা আরেকটা ধাপ।
ভারত ভিসা বন্ধ করে রেখেছে। ওপারের শত শত দোকান খালি, ব্যবসা বন্ধ। ওরা আশায় আছে সব ঠিক হয়ে যাবে।
বাট চায়নাতে কম খরচে ব্যবস্থা হয়ে গেলে আর কিছুই ঠিক হবে না ওদের জন্য। ভিসা অফ করে দিয়ে বিপদে ফেলার এই নোংরামিটাও ওরা করতে পারবে না
ইন দ্য মিনটাইম, চায়না বাংলাদেশের হেলথ সেক্টরেও ইনভেস্ট করবে বলে শুনেছি। এই সময়ের মধ্যে দেশেই উন্নত চিকিৎসা ব্যবস্থা গড়ে উঠুক। যাতে আর কোন ভিসার উপর আমাদের চিকিৎসা নির্ভর না করে।
আর ভারতকে ধন্যবাদ, ভিসা অফ করার জন্য।
তোমাদের ঐ দরজাটা বন্ধ না করলে হয়তো এই দরজাটা আমাদের খোলা হতো না।
Sadiqur Rahman Khan

✨ শুভ জুমাতুল বিদা! ✨রমজানের শেষ জুমা আমাদের বিদায়ের বার্তা দেয়, কিন্তু এটি ইবাদতের এক সুবর্ণ সুযোগ! 🕌🤲 আল্লাহর দরবারে...
28/03/2025

✨ শুভ জুমাতুল বিদা! ✨

রমজানের শেষ জুমা আমাদের বিদায়ের বার্তা দেয়, কিন্তু এটি ইবাদতের এক সুবর্ণ সুযোগ! 🕌🤲 আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন আমাদের সব ভুল-ত্রুটি ক্ষমা করে দেন এবং রহমত ও বরকত দান করেন।

📿 "হে আল্লাহ, আমাদের রমজানের ইবাদতগুলো কবুল করুন এবং ক্ষমার সাগরে ভাসিয়ে দিন।"

19/03/2025

হাটি হাটি পা পা করে আলহামদুলিল্লাহ ২.৩k ডান, নতুন পেইজ খুলে আপনাদের ভালোবাসায় এতটুকু আসলাম

14/03/2025

যতদিন প্রবাসে আছি ততদিন আর ফেসবুকে কোন কাজ করবো না,, কারন, এমন দেশে আছি এখানে কাজ করে কোন লাভ নাই, শুধু শুধু সময় লস,, যেদিন দেশে যাবো সেদিন কাজ করবো,,, আল্লাহ হাফেজ ফেসবুক

13/03/2025

শিশু আছিয়ার দাফনের আগে
ধর্ষকের ফাঁসি চাই

12/03/2025

নতুনদের অবহেলা করতেছেন,বর্তমানে কন্টেইন্ট মনিটাইজেশন কিন্তু নতুনরাই বেশি পাচ্ছে হুম

শুভ রাএী,,
12/03/2025

শুভ রাএী,,

যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে
12/03/2025

যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে

শুভ সকাল, সবার জন্য শুভ কামনা দোয়া এবং ভালোবাসা
12/03/2025

শুভ সকাল, সবার জন্য শুভ কামনা দোয়া এবং ভালোবাসা

11/03/2025

শুভ সকাল, কেমন আছেন প্রিয় ভাই বোনেরা

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৃতির সৌন্দর্য 2.4 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share