30/07/2025
ফেসবুকের প্রোফাইলের পাশে "Profile has some issues" লেখা আসা মানে হলো আপনার পেশাদার (Professional) প্রোফাইলে কিছু সমস্যা বা অনিয়ম ধরা পড়েছে যা ঠিক না করলে আপনার পেজ/প্রোফাইলের কিছু ফিচার সীমিত বা বন্ধ হয়ে যেতে পারে।
এরকম সমস্যাগুলোর সম্ভাব্য কারণগুলো হলো:
✅ ১. কমিউনিটি স্ট্যান্ডার্ড ভ ঙ্গ করা
আপনার কোনো কনটেন্ট হয়তো Facebook-এর নিয়ম (Community Standards) ভেঙেছে — যেমন:
বিভ্রা ন্তিকর বা মি থ্যা তথ্য
সহিং সতা বা ঘৃণা ত্মক বক্তব্য
কপি রাইট ভ ঙ্গ (চু রি করা ছবি/ভিডিও/মিউজিক)
স্প্যাম টাইপ পোস্ট বা অতিরিক্ত ট্যাগিং
✅ ২. পরিচয় যাচাই সংক্রান্ত সমস্যা (Verification Issues)
যদি আপনি প্রোফাইলটিকে পেশাদার (Professional Mode) এ রূপান্তর করে থাকেন, তখন কিছু ডকুমেন্টেশন বা তথ্য দরকার হয় (যেমন সত্যিকারের নাম, প্রোফাইল ছবি, ইত্যাদি)। এগুলোর কোনোটি না থাকলে বা ভুল থাকলে সম স্যা দেখাতে পারে।
✅ ৩. অর্থ উপার্জন সম্পর্কিত সমস্যা (Monetization Issue)
আপনার কোনো ভিডিও যদি Reels Bonus বা অন্য ইনকামের প্রোগ্রামে থাকে, আর কোনো নিয়ম লঙ্ঘন করে থাকে, তাহলে সেটাও “Profile has some issues” দেখাতে পারে।
✅ ৪. বারবার রিপোর্ট বা ব্ল ক হওয়া
অনেকেই যদি আপনাকে রি পোর্ট করে থাকেন (যথাযথ বা ভুল কারণে), তাহলে ফেসবুক আপনার প্রোফাইল পর্যালোচনায় নিতে পারে এবং সতর্কবার্তা দিতে পারে।
✅ ৫. নাম, পরিচয় বা নীতিমালার সাথে অসামঞ্জস্যতা
ছদ্মনাম ব্যবহার
বায়োতে বিভ্রা ন্তিকর তথ্য
অসং গত ছবি/কভার ফটো
🔍 আপনি কীভাবে সমস্যাটা বুঝবেন?
Step-by-step সমাধান:
1. “Profile has some issues” এর ওপর ক্লিক করুন বা সেটিংসে যান।
2. দেখবেন সেখানে বিস্তারিতভাবে সমস্যার ধরন বলা থাকবে।
3. সম স্যাটা ঠিক করতে ফেসবুক নির্দিষ্ট গাইডলাইন দেবে (যেমন— কোনো পোস্ট ডিলিট করা, পরিচয় যাচাই করা ইত্যাদি)।
⚠️ টিপস:
নিয়মিত ইনসাইটস ও স্ট্যাটাস চেক করুন।
Facebook Community Standards মেনে চলুন।
নিজস্ব ও অরিজিনাল কনটেন্ট পোস্ট করুন।
(তবে যখন সবার এমন টা একসাথে এসে যায় তাহলে বুঝতে হবে এটা ফেসবুকের টেকনিক্যাল কোন সম স্যা।খুব দ্রুত ঠিক হয়ে যাবে