তুলাগাঁও - Tulagaon

তুলাগাঁও - Tulagaon সফলতা নতুন বন্ধুত্ব সৃষ্টি করে,
আর ব্যর্থতা চিনিয়ে দিবে কে প্রকৃত বন্ধু।

01/06/2025

তুলাগাঁও কেন্দ্রীয় ঈদগাহের ঈদুল আজহার সালাতের সময় সকাল ৭:০০ টা
মহিলাদের সালাতের ব্যবস্হা রয়েছে ।

✍️✍️✍️১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?👤চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? 👤চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়...
29/03/2025

✍️✍️✍️
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
👤চুপ হয়ে যান।
২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
👤চুপ হয়ে যান।
৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
👤চুপ হয়ে যান।
৪.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৫.কেউ ঠকিয়ে গেছে?
👤চুপ হয়ে যান।
৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
👤চুপ হয়ে যান।

👀এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।

কিন্তু আপনি জানেন কি?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

👀তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন।

সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

27/03/2025

তুলাগাঁও কেন্দ্রীয় ঈদগাহের ঈদের জামাত সকাল ৭:৩০ মিনিট।

26/03/2025

"যে ব্যক্তি আল্লাহর জন্য হাসে, তার হাসি তাকে জান্নাতে নিয়ে যাবে।"
— (সহীহ মুসলিম)

এই হাদিসটি আমাদের শেখায় যে, মানুষের খুশি, হাসি এবং ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত, এবং এমন একটি খুশি জান্নাতে পৌঁছাতে সাহায্য করবে।

আমরা যেন সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করি এবং হাসিখুশি থাকি!❤️

26/03/2025

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
যাদের আত্মত্যাগে স্বাধীন এই ভূ-খন্ড তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

মসজিদ থেকে একটা মিষ্টি পেলে, সেটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়ার নামই বাবা।❤️🥺🥀
13/12/2024

মসজিদ থেকে একটা মিষ্টি পেলে, সেটা নিজে না খেয়ে সন্তানের জন্য নিয়ে যাওয়ার নামই বাবা।❤️🥺🥀

10/12/2024

সবকিছু থামলে ভালো লাগত
জীবনের গতি, মানুষের কলরব; একটু যদি নিস্তব্ধতা'কে ছুঁয়ে দেখতে পারতাম পাহাড়ে দাঁড়িয়ে,
ভালো লাগত।

নাম :জিসান মুন্সি।  বয়স ১১।পিতার নাম : আব্দুল আলিম।  ঠিকানা : কুরুইন নোয়াব আলী মুন্সি বাড়ি,মোহনপুর, দেবিদ্বার,কুমিল্লা, ...
08/12/2024

নাম :জিসান মুন্সি। বয়স ১১।পিতার নাম : আব্দুল আলিম। ঠিকানা : কুরুইন নোয়াব আলী মুন্সি বাড়ি,মোহনপুর, দেবিদ্বার,কুমিল্লা, পরনে ছিল লাল খয়েরী পাঞ্জাবি চেয়ারা ফর্সা

বাইতুল কুরআন মাদরাসা, ধানসিঁড়ি,চান্দিনা

মাদ্রাসা থেকে আজ সকাল ৭ টার পর নাস্তা খেয়ে, হুজুর না থাকায় বের হয়েছিলো বাহিরে।
এরপর থেকে আর খোজ নাই,মাদ্রাসা থেকে তার পরিবার কে জানায় দুপুরে,মাইকিং করতেও না করে,।

কোন ব্যক্তি খোজ পেলে, তার পরিবার বা মাদ্রাসায় যোগাযোগ করবেন।

তার পরিবারের নাম্বার
01620378374

08/12/2024

Congratulations Bangladesh U19 Cricket Team. 🥰

07/12/2024

আমি খেলার পুতুল না আমায় নিয়া খেইলো। একটু বিনোদন।❣️
Alomgir

Send a message to learn more

Address

Vill: Tulagaon, P. O: Sultanpur, P. S: Debidwar
Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when তুলাগাঁও - Tulagaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুলাগাঁও - Tulagaon:

Share