তুলাগাঁও - Tulagaon

তুলাগাঁও - Tulagaon সফলতা নতুন বন্ধুত্ব সৃষ্টি করে,
আর ব্যর্থতা চিনিয়ে দিবে কে প্রকৃত বন্ধু।

18/10/2025

ভবিষ্যৎ খনস্হায়ী,,, আখিরাত দৈর্ঘ স্হায়ী।
তাই প্রত্যেককে আখিরাত নিয়ে ভাবা উচিৎ।

ইনি হলেন ফুটবল জগতের বিখ্যাত আরব ধারাভাষ্যকার খলিল আল বালোশি। গত সোমবার একটি ম্যাচ চলাকালীন সময়ে কিছু শ্বেতাঙ্গ বাচ্চাদে...
28/09/2025

ইনি হলেন ফুটবল জগতের বিখ্যাত আরব ধারাভাষ্যকার খলিল আল বালোশি। গত সোমবার একটি ম্যাচ চলাকালীন সময়ে কিছু শ্বেতাঙ্গ বাচ্চাদের হাসতে খেলতে দেখলেন। এই দৃশ্য দেখে তিনি অসহায় হয়ে গেলেন এবং চোখ দিয়ে পানি ঝরে পড়লো। তিনি বললেন, "মিষ্টি বাচ্চারা! প্রচুর হাসুন কিন্তু আরেকটি জগৎ আছে (ফিলিস্তিন), যেখানে আপনার কিছু বন্ধু আছে যারা হাসতে খেলতে জানে না"

collected..

25/09/2025

সময় থাকতে যাকে মূল্য দিবে না,
সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না।
কারণ, আত্মসম্মান সবারই আছে।

একটি নিখোঁজ সংবাদতুলাগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র, ছেলেটি গতকাল বিকাল ৫টার পর থেকে পাওয়া যাচ্ছে না।নাম:- জাহিদুল হাসান ।পি...
10/08/2025

একটি নিখোঁজ সংবাদ
তুলাগাঁও দাখিল মাদ্রাসার ছাত্র, ছেলেটি গতকাল বিকাল ৫টার পর থেকে পাওয়া যাচ্ছে না।
নাম:- জাহিদুল হাসান ।
পিতাঃ জাহাঙ্গীর
মাতা আমেনা বেগম
গ্রাম: তুলাগাঁও
পোষ্ট :সুলতানপুর, দেবীদ্বার , কুমিল্লা।

যদি কেউ ছেলেটির সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন দয়া করে যোগাযোগ করবেন।🙏🙏🙏

যোগাযোগে
01811571545

20/07/2025

আমি আমার আল্লাহকে অনেক ভয় পাই এবং অনেক ভালোবাসি....

15/07/2025

স্বার্থপর লোকেরা কখনও তোমায় গুরুত্ব দেবে না,যতক্ষণ না তুমি তাদের জন্য কিছু করছো🥲

01/06/2025

তুলাগাঁও কেন্দ্রীয় ঈদগাহের ঈদুল আজহার সালাতের সময় সকাল ৭:০০ টা
মহিলাদের সালাতের ব্যবস্হা রয়েছে ।

✍️✍️✍️১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?👤চুপ হয়ে যান।২.কেউ যন্ত্রণা দিচ্ছে? 👤চুপ হয়ে যান। ৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়...
29/03/2025

✍️✍️✍️
১. কেউ বিশ্বাস ঘাতকতা করছে?
👤চুপ হয়ে যান।
২.কেউ যন্ত্রণা দিচ্ছে?
👤চুপ হয়ে যান।
৩.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি?
👤চুপ হয়ে যান।
৪.কোন মানুষ অনেক অপমান করছে?
👤চুপ হয়ে যান।
৫.কেউ ঠকিয়ে গেছে?
👤চুপ হয়ে যান।
৬.কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে?
👤চুপ হয়ে যান।

👀এমন নিরব হয়ে যান, সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস।
আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি।

কিন্তু আপনি জানেন কি?
যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না।

👀তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "সৃষ্টিকর্তা" আছেন।

সকল দুঃখ, কষ্ট, চাওয়া,পাওয়া'র কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করবেন।

27/03/2025

তুলাগাঁও কেন্দ্রীয় ঈদগাহের ঈদের জামাত সকাল ৭:৩০ মিনিট।

26/03/2025

"যে ব্যক্তি আল্লাহর জন্য হাসে, তার হাসি তাকে জান্নাতে নিয়ে যাবে।"
— (সহীহ মুসলিম)

এই হাদিসটি আমাদের শেখায় যে, মানুষের খুশি, হাসি এবং ভালোবাসা আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত, এবং এমন একটি খুশি জান্নাতে পৌঁছাতে সাহায্য করবে।

আমরা যেন সর্বদা আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করি এবং হাসিখুশি থাকি!❤️

26/03/2025

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস।
যাদের আত্মত্যাগে স্বাধীন এই ভূ-খন্ড তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Address

Vill: Tulagaon, P. O: Sultanpur, P. S: Debidwar
Cumilla
3510

Alerts

Be the first to know and let us send you an email when তুলাগাঁও - Tulagaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তুলাগাঁও - Tulagaon:

Share