NM Shamim-এন এম শামীম

NM Shamim-এন এম শামীম Writer। Lyricist। Digital Creator। Content Creator। Freelance Writer। Humanist। Social Worker। Video Blogger।

30/12/2025

নক্ষত্রদেরও একদিন মরে যেতে হয়।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন!

তারা কত আর হত্যা করবে?কত নিবে প্রাণ?আমরা বহিবো মহিমান্বিত জীবন, বিপ্লবী মহিরূহ, গাহিবো জীবনের জয়গান।               ~~ এন...
20/12/2025

তারা কত আর হত্যা করবে?
কত নিবে প্রাণ?
আমরা বহিবো মহিমান্বিত জীবন, বিপ্লবী মহিরূহ, গাহিবো জীবনের জয়গান।

~~ এন এম শামীম

এমন সৌভাগ্যবান মৃত্যুর চেয়ে বড় প্রাপ্তি আর কিসে?

কত আঁখিজল, চোখ টলমল,উথলে উঠে বারি!কত প্রার্থনা, কত অপেক্ষা, কত শ্রমে কেটেছে বিভাবরী।নিঃস্ব করে খোদার পানে উড়ে যায়  খোদার...
11/12/2025

কত আঁখিজল, চোখ টলমল,
উথলে উঠে বারি!
কত প্রার্থনা, কত অপেক্ষা, কত শ্রমে কেটেছে বিভাবরী।
নিঃস্ব করে খোদার পানে উড়ে যায় খোদার পাখি!
কত আঁখিজল, চোখ টলমল,
উথলে উঠে বারি!
খোদার পানে করি আকুতি নিষ্পাপ পাখিকে করো জান্নাতবাসী।

~~ এন এম শামীম

11/12/2025

অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক ঘটনা।
রাজশাহীতে গর্তে পড়ে যাওয়া সাজিদকে উদ্ধারের পর শারীরিক পরিক্ষা শেষে জানা যায় সাজিদ আর জীবিত নেই।
ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

11/12/2025

আলহামদুলিল্লাহ! ৩২ ঘন্টার উদ্ধার অভিযানের পর জীবিত উদ্ধার হয়েছে রাজশাহীতে গর্তে পড়ে যাওয়া সাজিদ!

সর্বভূক আগুনে পুড়ে ছাই হচ্ছে দেশের লোক!জাতির এমন করুন সময় পুড়ছে ভীষন আমার বুক।দূর হয়ে যাও বিধ্বংসী অনল, দূর হয়ে যাও ছাই।...
25/11/2025

সর্বভূক আগুনে পুড়ে ছাই হচ্ছে দেশের লোক!
জাতির এমন করুন সময় পুড়ছে ভীষন আমার বুক।
দূর হয়ে যাও বিধ্বংসী অনল, দূর হয়ে যাও ছাই।
খোদার পানে দু'হাত তুলে আমরা পানাহ্ চাই।

~~ এন এম শামীম

কড়াইল বস্তিতে জ্বলছে ভয়াবহ আগুন।
আল্লাহ সবাইকে হেফাযত করুক।
আমিন

সুচয়ন, সুবচন, শ্রুতিমধুর মহান কবি রেজাউদ্দিন স্টালিন RezaUddin Stalin ।দ্রোহ, প্রেম ও প্রকৃতির বৈশ্বিক কবির আজ শুভ জন্মদ...
22/11/2025

সুচয়ন, সুবচন, শ্রুতিমধুর মহান কবি রেজাউদ্দিন স্টালিন RezaUddin Stalin ।

দ্রোহ, প্রেম ও প্রকৃতির বৈশ্বিক কবির আজ শুভ জন্মদিন।

"যুদ্ধ নয় শান্তি"র হে মহান কবি,

জাগিয়া তুলিছো আজি "ভালোবাসা তুমি"।

"আশীর্বাদ করি আমার দূঃসময়কে",

"আঙ্গুলের জন্য দ্বৈরথ"এ আজি জাগিয়া উঠিছে " আমি তুমি সে"।

স্বপ্নময় কবিতার স্রষ্টা, অনন্য অতুলনীয় কবিতায় বিশ্বময় অমলিন।
শুভ শুভ দিন, বৈশ্বিক কবি রেজাউদ্দিনের আজ শুভ জন্মদিন।

21/11/2025

আজকের ভূমিকম্পের ভয়ংকররূপ।
আতঙ্কিত বাসিন্দারা।

21/11/2025

ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে তিনজন নিহত।

তথ্যসূত্রঃ সারা বাংলা

21/11/2025

কিছুক্ষন আগে তীব্র ভূমিকম্প অনুভূতি হলো।
আপনারা কি নিরাপদ আছেন?

তাপে খরায় পুড়ে যায় সমস্ত অস্থি শিরা উপশিরা।মগজ পোড়া গন্ধ ছড়িয়ে যায় নগরীর প্রতিটি কোনে কোনে!ধ্রুব, তোমার হাতেও কি ওসব ছাই...
05/11/2025

তাপে খরায় পুড়ে যায় সমস্ত অস্থি শিরা উপশিরা।
মগজ পোড়া গন্ধ ছড়িয়ে যায় নগরীর প্রতিটি কোনে কোনে!

ধ্রুব,
তোমার হাতেও কি ওসব ছাই চিরকুট হয়ে পৌছে?
বিরাম দিয়ে দিয়ে এঁকে যায় মগজ পোড়া ব্যর্থতা?

~~ এন এম শামীম

16/09/2025

সুপার ফোর সমীকরণঃ
শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান ম্যাচে শ্রীলঙ্কা জিতলে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সুপার ফোরে যাবে। অথবা আফগানিস্তান ৭০ রানে জিতলে কিংবা ৫০ বল আগে জিতলে বাংলাদেশ ও আফগানিস্তান সুপার ফোরে যাবে।
সমীকরণ মিলাও পুরো জাতি।

Address

Cumilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when NM Shamim-এন এম শামীম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share