NM Shamim-এন এম শামীম

NM Shamim-এন এম শামীম Writer। Lyricist। Digital Creator। Content Creator। Freelance Writer। Humanist। Social Worker। Video Blogger।

13/08/2025

জানে দখিনের হাওয়া!
জগতের সমস্ত বিভ্রম, জটিল সমীকরণে বাঁধা।
~~এন এম শামীম

03/08/2025

রাতের অন্ধকার ছাড়া থাকে না কিছু অবশেষ!

তবুনদীর মত বহে চলা রোজথেমে গেলেই এই শহরের হাজার গল্প হয়ে যাবে নিখোজ।তবুনদীর মত বহে চলা রোজথেমে গেলেই এই শহরের হাজার গল্প...
02/08/2025

তবু
নদীর মত বহে চলা রোজ
থেমে গেলেই এই শহরের হাজার গল্প হয়ে যাবে নিখোজ।তবু
নদীর মত বহে চলা রোজ
থেমে গেলেই এই শহরের হাজার গল্প হয়ে যাবে নিখোজ।

দু'হাত তুলে প্রার্থনা করি  , সিজদায় হই অবনত!আরোগ্য দাও খোদা, মুছে দাও প্রতিটি পুড়ে যাওয়া ক্ষত!               ~~ এন এম শা...
22/07/2025

দু'হাত তুলে প্রার্থনা করি , সিজদায় হই অবনত!
আরোগ্য দাও খোদা, মুছে দাও প্রতিটি পুড়ে যাওয়া ক্ষত!

~~ এন এম শামীম

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের আহতদের সুস্থতা কামনায়।

🏆🇧🇩Bangladesh cruise past Sri Lanka by 8 wickets in the 3rd T20I and clinch the series 2-1! 🔥
16/07/2025

🏆🇧🇩
Bangladesh cruise past Sri Lanka by 8 wickets in the 3rd T20I and clinch the series 2-1! 🔥

16/07/2025

বহুল প্রত্যাশিত সিরিজ জয়।
কনগ্রেচুলেশন বয়েস্!
🥰🇧🇩🥰

সন্ধ্যার পর ভিডিওটি প্রথম দেখি।প্রথম পাথরটি ছুড়ে মারার পর বার কয়েক চোখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছি।২৪ সেকেন্ডের একটি ভিডিও দ...
11/07/2025

সন্ধ্যার পর ভিডিওটি প্রথম দেখি।
প্রথম পাথরটি ছুড়ে মারার পর বার কয়েক চোখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছি।
২৪ সেকেন্ডের একটি ভিডিও দশ মিনিটের চেষ্টায় দেখা করতে পেরেছি।
এরপর থেকে বুকের বাঁপাশে ভীষন চাপ অনুভব করছি।
এখনো পর্যন্ত খেতে পারি।
চোখ ভীষন জ্বলছে।
প্রস্তর যুগের কোন ঘটনা দেখছি মনে হলো।
এত কষ্ট আমি অনুভব করলে সেই মানুষটি কতটা কষ্ট পেয়েছে তা আমরা হয়তো অনুভব করতে পারছিনা।
কিন্তু তার প্রতিটি আর্তনাদ পিচাশের বুকে সুই হয়ে ফুটবে।
এইসব দেখলে আর নিজেকে জীবিত মনে হয়না।
মনে হয় নরকে দাড়িয়ে নিষ্ঠুরতা দেখছি।
এই সব হত্যার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করি।

05/07/2025

Congratulations Bangladesh.
Best of luck.
Thriller win

জীবন মানেই শুধু যদি বোধ অবোধের জেগে থাকা চর!তবে কেন এত অবয়ব?এত বৈচিত্রের শুরু-অন্তিম, শূন্য-পূর্নের বিহ্বল আপনা-পর?     ...
30/06/2025

জীবন মানেই শুধু যদি বোধ অবোধের জেগে থাকা চর!
তবে কেন এত অবয়ব?
এত বৈচিত্রের শুরু-অন্তিম, শূন্য-পূর্নের বিহ্বল আপনা-পর?

~~ এন এম শামীম

অন্তর্ধানের গল্প দেখে জেনেছি আমি।এক পৃথিবী ভালোবাসাও কতটা কমদামি!               ~~~ এন এম শামীম
24/06/2025

অন্তর্ধানের গল্প দেখে জেনেছি আমি।
এক পৃথিবী ভালোবাসাও কতটা কমদামি!

~~~ এন এম শামীম

আমাদের যত স্বপ্ন সব কেড়ে নিয়ে গেছে ওরাতেল আবিবে তুমি বোমা হয়ে ফুটো আমার কৃষ্ণচূড়া।(সংগৃহীত)
15/06/2025

আমাদের যত স্বপ্ন সব কেড়ে নিয়ে গেছে ওরা
তেল আবিবে তুমি বোমা হয়ে ফুটো আমার কৃষ্ণচূড়া।
(সংগৃহীত)

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when NM Shamim-এন এম শামীম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share