নতুন প্রজন্ম কুমিল্লা

নতুন প্রজন্ম কুমিল্লা ....প্রানের কুমিল্লা....
http://twitter.com/newcomilla

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়

। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
http://facebook.com/notunprojonmocomilla
http://newcomilla.blogspot.com
http://twitter.com/newcomilla
https://www.flickr.com/photos/newcomilla


**পেইজ এর নিয়মাবলীঃ

১। অশ্লীল কোন মন্তব্য করা যাবে না।
২। রাজনৈতিক আলোচনা থেকে বিরত থাকুন।
৩। কোন প্রকার বিজ্ঞাপন দেয়া যাবে না।
৪। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না।
৫। ব্যাক্তিগত ভাবে কারো উপর আক্রমন করা যাবে না।
৬। কোন সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিয়ে সাথে সাথে অবহিত করুন।
৭। পেইজ এ সবসময় গঠন মুলুক সমালোচনা করুন।
৮। সর্বোপরি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।

আজ অটোতে করে কান্দিরপাড় আসছিলাম। আসার সময় আশোকতলা থেকে এক আপু রানি বাজার যেতে চাইছিলেন। তিনি বললেন ৫ টাকা ভাড়া দেবেন,...
11/08/2025

আজ অটোতে করে কান্দিরপাড় আসছিলাম। আসার সময় আশোকতলা থেকে এক আপু রানি বাজার যেতে চাইছিলেন।
তিনি বললেন ৫ টাকা ভাড়া দেবেন, কিন্তু অটো ড্রাইভার বললেন ১০ টাকা লাগবে তার ইচ্ছা না থাকলে না নিয়ে চলে যেতে পারতেন। সেটা না করে তিনি ওই আপুর সাথে খারাপ ব্যবহার করলেন।
এর পরপরই আরেকজন শিক্ষার্থীর সাথেও একই ব্যবহার করলেন।
তারপর গোমতি হাসপাতালের সামনে থেকে এক ভাই কান্দিরপাড় যেতে চাইলে ভাড়া ৫ টাকা বলার কারণে তার সাথেও একই আচরণ করলেন।

এই অটোতে আমরা তিনজন যাত্রী ছিলাম, আমরা তাকে বললাম যে আপনি তো তাদের সাথে এই ব্যবহার না করলেও পারতেন। এই কথা বলাতে সে আমাদের সাথেও রেগে গিয়ে বললো যে কয়েকদিন আগেও নাকি সে একজন যাত্রীকে মেরে ৫০০০ টাকা জরিমানা দিছে। তাহলে মানুষ নিরাপদ কোথায়?

আমার কথা হলো, আপনার ইচ্ছা না হলে না নিয়ে চলে যেতে পারেন, কিন্তু খারাপ ব্যবহার করার কোনো অধিকারতো তার নেই।

দীর্ঘ পাঁচ বছরের মধ্যে কারো সাহস হয় নাই বিশ্ববিদ্যালয়ের এই বাসে হাত দেওয়ার।আজ সন্ধ্যা ৬.১৫ মিনিট নাগাদ কুমিল্লা শহরের ব...
11/08/2025

দীর্ঘ পাঁচ বছরের মধ্যে কারো সাহস হয় নাই বিশ্ববিদ্যালয়ের এই বাসে হাত দেওয়ার।
আজ সন্ধ্যা ৬.১৫ মিনিট নাগাদ কুমিল্লা শহরের বেশ পরিচিত চেহারাধারী দুষ্কৃতিকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দূরপাল্লার বাস গোমতীতে হা"মলা চালায়।
বাসটি প্রতিদিন বিকালে ক্যাম্পাস ছেড়ে আসার পর পুলিশ লাইন থেকে বাগিচাগাও হয়ে বিআরটিসি ডিপোতে যায়। আজ যথারীতি যাত্রার সময় হা"মলাকারী দুজন বাগিচাগাও বড় মসজিদের সামনে বাসটি ওভারটেক করে এবং বাসের সামনে এই বাইকটি দাড় করায়।সাইড না দেয়ার অযুহাতে উগ্র ব্যবহার শুরু করে। বাসের মামাদের অশ্রাব্য ভাষায় গালাগালির পাশাপাশি সে বাসের উইন্ডশিল্ডে ঢিল মারে যার ফলে উইন্ডশিল্ড ভেঙে যায়। বাসে অবস্থান করা একজন তাকে বাসে ঢিল মা"রার বিষয়ে বললে সে বলে তার বাবা সরকারি কলেজের অধ্যক্ষ (প্রফেসর মো:নূরূর রহমান খান, দর্শন বিভাগ) এবং পরবর্তীতে সে আরো সাঙ্গপাঙ্গ এনে সেখান থেকে পালিয়ে যায়।

-Tahsin Sharowar

ছাত্রদলের উচিৎ এখন পাল্টা স্লোগান দেয়া -কথায় কথায় পু*'ট'*কি মারপু*'ট'*কি  কি তোর বাপ-দাদার !
09/08/2025

ছাত্রদলের উচিৎ এখন পাল্টা স্লোগান দেয়া -

কথায় কথায় পু*'ট'*কি মার
পু*'ট'*কি কি তোর বাপ-দাদার !

08/08/2025

আওয়ামীলীগের নেতা কর্মীদের পূনর্বাসনের জন্য আমার প্রথম চয়েজ তাবলীগ। সোজা ৩চিল্লা দিয়ে আসবে। এরপর সে ইসলামী আন্দোলন (চরমোনাই) বাংলাদেশে একেবারে নিচের লেভেলের এন্ট্রি দিবে। তাকে মানুষ করার দায়িত্ব বর্তাবে মুরুব্বিদের।

২য় চয়েজ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির। প্রথমেই তাদেরকে কর্মী সিলেবাস ও যোগ্যতার ভিত্তিতে সাথী সিলেবাসের সকল বই অধ্যয়ন ও টানা ৬ মাস কোন নামাজ কাজা করবে না এমন রিপোর্ট পেশ করতে হবে।

প্রয়োজনে শুধু লীগের নেতা কর্মীদের জন্য আলাদা সিলেবাস বানানো গেলে আরো ভাল হয়। কারণ একজন সাধারণ মানুষ আর লীগের পার্থক্য হলো লীগকে আগে একটা আলাদা সিলেবাস দিয়ে মানুষ বানাতে হবে।

ইসলামী দল ছাড়া অন্য যে কোন দলে যাওয়া লীগের পান্ডাদের জন্য এবং দেশের জন্য খুবই ক্ষতিকর।

আপনি এত বড় একটা দলকে ভ্যানিশ করতে চাইবেন অথচ তাদের নেতাকর্মীদের পূনর্বাসন ও কর্মসংস্থান দিবেন না এটা তো হয় না, তারা নাই হয়ে যাবে কেম্নে আশা করেন?

(পোলাপান আ‌গেভা‌গে কই, বিয়ার আ‌গে বি‌ড়ি ছা‌ড়িছ।) সকালে বিয়ে হয়েছেসন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে! #অপরাধ: শ্বশুরের সামন...
08/08/2025

(পোলাপান আ‌গেভা‌গে কই, বিয়ার আ‌গে বি‌ড়ি ছা‌ড়িছ।)
সকালে বিয়ে হয়েছে
সন্ধ্যায় শ্বশুর মাথা ফাটায় দিছে!

#অপরাধ: শ্বশুরের সামনে বিড়ি ধরাইছিলো😬

৪টা সেলাই দিয়ে বাসর রাতের জন্য পেশেন্টকে রেডি করে দিলাম!!

#রোগীর_ভাষ্য:
শ্বশুর আমার খালু!
আগেও একসাথে বিড়ি খাইছি!!
বিয়ের পরেই খালু শ্বশুর হয়ে গেছে!!!

✒️ ডা. সাব্বির আহমেদ
Courtesy: Doctor's Diary

08/08/2025

নিবার্চন হলে সব ঠিক হয়ে যাবে - হ - নিবার্চনের পর ৩০০ জন ফেরেশতা এসে বসবে আর দেশ চালাবে🤓

কুমিল্লা-সালদানদী-কসবা সড়কের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে। অগণিত মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে। দ্রুত মেরাম...
06/08/2025

কুমিল্লা-সালদানদী-কসবা সড়কের বেশ কয়েকটি জায়গায় বড় বড় গর্ত হয়ে আছে। অগণিত মানুষের দুর্ভোগের সীমা ছাড়িয়ে গেছে। দ্রুত মেরামতের দাবী সড়কটি দিয়ে চলাচলকারী হাজারো ভুক্তভোগী যাত্রীদের ।
ছবিগুলো বুড়িচং উপজেলার ফকির বাজার এলাকা থেকে তোলা।

06/08/2025

এক দলের নেত্রী ভা*রত, আরেক দলের নেতা লন্ডন। তারার কর্মীরাই আবার খুজে অন্য দল কোন বিদেশীর লগে বৈঠক করে! 😄😄

06/08/2025

আমিই হয়তো একমাত্র ব্যক্তি যার কাছ থেকে Destiny, Evaly, E-Orange, Ring ID, Flight Expert কেউ একটা টাকাও খেতে পারেনি 😆

05/08/2025

পিটার ডি. হাস বাংলাদেশে সর্বশেষ এসেছেন এপ্রিল মাসে।
এরপর তিনি আমেরিকা ফিরে যান।

বর্তমানে তিনি বাংলাদেশ নেই।

05/08/2025

আপা ৫ তারিখে না পালাইয়া ৬ তারিখে পালাইলে বুধ,বৃহস্পতি,শুক্র টানা তিনদিন ছুটি পাইতাম।😛😁

"বে চেঁ থাকলে দেখা হবে"৪ আগষ্ট ২০২৪ থেকে ৪ আগষ্ট ২০২৫। নতুন জীবনের ১ বছর 📌স্মৃতিচারণ - ১৮ জুলাই কোটবাড়ি বিশ্বরোডে আন্দো ...
04/08/2025

"বে চেঁ থাকলে দেখা হবে"

৪ আগষ্ট ২০২৪ থেকে ৪ আগষ্ট ২০২৫। নতুন জীবনের ১ বছর 📌

স্মৃতিচারণ - ১৮ জুলাই কোটবাড়ি বিশ্বরোডে আন্দো লন দিয়ে শুরু।তখন ১টি পাবলিকেশনে মার্কেটিং অফিসার হিসাবে জব করতাম। কুমিল্লা শহর থেকে কোটবাড়ি এরিয়া আমার ডিউটি ছিলো। তাই যত আন্দো লন হয়েছিলো সব গুলো আমার সামনেই হয়েছিলো। সুযোগ হলেই ছাত্রদের সাথে দাড়িয়ে পড়তাম। অফিস থেকে বস নি ষে ধ করেছিলো আ ন্দো লনে না জড়ানোর জন্যে।২৯ জুলাই ২০২৪ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। ৩১ জুলাই শ্বশুর বাড়িতে যাই।২ আগষ্ট সন্ধায় বাড়িতে ফিরে আসি। ৩ আগষ্ট আবারও চাকরির কাজে অফিসে যাই। অফিস থেকেই বেরিয়ে পড়ি ৩ তারিখের পুলিশ লাইনের আন্দো লনে। তখন অফিস থেকে আবারো নি ষে ধ করা হয়েছিলো যেনো কেউ আন্দো লনে না জড়ায় এবং নিরাপদে বাসায় অবস্থান নেয়।তখনি শপথ করি চাকরি গেলে যাবে কিন্তু পিছু পা হবোনা।৪ আগষ্ট কুমিল্লা ক্যান্টনমেন্টের সবচেয়ে বড় আন্দো লন। বিয়ে করার মাত্র ৬দিন। নতুন জীবনসঙ্গী নিয়ে বাড়িতে থাকার সময় কিন্তু মনকে বেধে রাখতে পারিনি। মা বোনেরা রান্নার ঘরে কাজে ব্যস্ত। স্ত্রীকে বলেছিলাম 'তুমি মাকে বইলোনা আমি বাহিরে যাচ্ছি " বেচেঁ থাকলে দেখা হবে" ইনশাআল্লাহ। এটা বলেই বন্ধুদের নিয়ে বের হয়ে পড়ি। নাজিরাবাজার থেকেই বা ধা দিচ্ছিলো যে আর সামনে যাওয়া যাবেনা,লীগের স ন্ত্রা সীরা ক্যান্টনমেন্ট এলোপাতাড়ি গু লি করতেছে।আমরা বাধা ঠেলে সামনে চলে যাই। তখন লীগের স ন্ত্রা সীরা গু লি বন্ধ করে নিরাপদ স্থানে অবস্থান করে। আমরা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনীর গাড়ি সহ বিশ্বরোডের দিকে রওনা দেই। বিশ্বরোডের মায়ামী রেস্তোরাঁর সামনে ১টা ঝা মেলা বাধে সেখানে আমার পায়ে প্রচুর পিটানো হয়। র ক্ত জমাট বেঁধে পা ফুলতে শুরু করে। পা খুড়িয়ে খুড়িয়ে আবার সামনের দিকে অগ্রসর হই। ততক্ষনে লীগের অ স্র ধারী স ন্ত্রা সীরা দল নিয়ে আলেখারচর থেকে শহরের রোড দলবদ্ধ হয়ে বন্ধ করে দেয়। আমরা তখন সেনাবাহিনীর সাথে বিশ্বরোড মোড়ে অবস্থানরত। হঠাৎ করেই লীগের স ন্ত্রা সীরা এলোপাতাড়ি গু লি শুরু করে। আমরা কয়েকজন সামনের দিকে ছিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই অনুভব করলাম আমরা পেটে বুলেট ঢুকেছে। পেটের দিকে তাকিয়ে দেখি টিশার্ট ছিদ্র হয়ে গেছে।একটু সরে গিয়ে মুর্তি গুলোর পিছনে দাঁড়াই। ১ মিনিটের মধ্যে কোনো ১ ভাই বাইকে উঠিয়ে আমাকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তাররা অরজিনাল স ট গানের বুলেট দেখে তাড়াতাড়ি কুমিল্লা মেডিকেলে ট্রান্সফার করে। এম্বুলেন্স ছুটে চলে কিন্তু শহরের প্রায় রাস্তা তখন লীগের দখলে। কান্দিরপার পৌছানোর পর লীগের স ন্ত্রা সীরা আওয়ামী অফিসের সামনে ২ পাশে অ স্ত্র হাতে দাড়িয়ে ছিলো।আমি তখন সব শক্তি হারিয়ে সব ঝাপসা দেখছিলাম।২০ মিনিটের রাস্তা ঘুরে যেতে যেতে ১ ঘন্টা লাগে।কুমিল্লা মেডিকেলে নেয়ার পর অনেক অবহেলা শুরু হয়।এক্সরে করার জন্য দাড়াতে পারছিলাম না। শরীর নিস্তেজ হয়ে বারবার ঢেলে পড়ছিলাম।তীব্র ব্যাথা আর বমির বেগ শুরু হয়। একটা সময় মনে হয়েছিলো হয়তো আর বেচে ফেরা হবেনা। বেলা আড়াইটায় হাসপাতালে অবস্থান করি আর অপারেশন হয় রাত ৮টার দিকে। অপারেশন শুরু হয় আমার চোখ খোলা রেখেই। পেট কেটে নাড়ি বুড়ি গুলো বের হওয়া পর্যন্ত দেখছিলাম। ইনজেকশন পোস করার জন্য কোনো ব্যাথা অনুভব করিনি। একটু পরেই নাড়িবুড়ি গুলো সব বের করে ফেলে। শরীর একবারে হালকা হয়ে একটা ঝাকুনি আসে। তারপর হয়তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফেরার পর ৫ আগষ্ট বিকালে MD Shirajul Islam কানের কাছে এসে বলছিলো "আমরা জয়ী" আপা দেশ থেকে পালিয়েছে। তখন অন্তরে যে শান্তিটা পেয়েছিলাম বলে বুঝাতে পারবোনা।

সবশেষে একটাই চাওয়া ভালো থাকুক দেশ, ভালো থাকুক প্রত্যেকটা মানুষ। সবাইকে মানুষের মতো মানুষ হতে হবে। দলের হয়ে কি করছেন সেটা গুরুত্বপূর্ণ না ,মানুষ হয়ে কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। সবাই নিজের জায়গায় সলিড হই। প্রত্যেকটা ইউনিয়ন ,থানা, জেলায় যে আমাদের দেশকে ভালো রাখার মতো শাসক হবে তাকেই নির্বাচন করুন। দলকে প্রাধান্য না দিয়ে ভালো মানুষকে প্রাধান্য দেন। ভালো থাকবেন আপনি, আপনার সমাজ, আপনার দেশ ♥️
লাভ ইউ বাংলাদেশ ✅

কৃতজ্ঞতা: Faksar Alam

Address

Kandirpar
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when নতুন প্রজন্ম কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নতুন প্রজন্ম কুমিল্লা:

Share