নতুন প্রজন্ম কুমিল্লা

নতুন প্রজন্ম কুমিল্লা ....প্রানের কুমিল্লা....
http://twitter.com/newcomilla

কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীনে ছিল। পরবর্তীকালে এটি ত্রিপুরা রাজ্যের সাথে যোগ দেয়। খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল অঞ্চলের রাজাদের অধীনে আসে। অষ্টম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং দশম থেকে একাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের শাসনাধীনে ছিল। ১৭৬৫ সালে এ অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। ১৭৯০ সালে জেলাটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়

। ১৯৬০ সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা রাখা হয়। ১৯৮৪ সালে কুমিল্লা জেলার অন্তর্গত চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া মহকুমা পৃথক জেলায় পরিণত হয়।
http://facebook.com/notunprojonmocomilla
http://newcomilla.blogspot.com
http://twitter.com/newcomilla
https://www.flickr.com/photos/newcomilla


**পেইজ এর নিয়মাবলীঃ

১। অশ্লীল কোন মন্তব্য করা যাবে না।
২। রাজনৈতিক আলোচনা থেকে বিরত থাকুন।
৩। কোন প্রকার বিজ্ঞাপন দেয়া যাবে না।
৪। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করা যাবে না।
৫। ব্যাক্তিগত ভাবে কারো উপর আক্রমন করা যাবে না।
৬। কোন সমস্যা হলে আমাদেরকে মেসেজ দিয়ে সাথে সাথে অবহিত করুন।
৭। পেইজ এ সবসময় গঠন মুলুক সমালোচনা করুন।
৮। সর্বোপরি আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের কাম্য।

প্রিন্সিপাল স্যার ছাত্রদের চরিত্রের সনদ দিবেন এত কম টাকায়?ছাত্রদের উচিত উনার সম্মানে আরো ৫০ টাকা বাড়ায়া দেয়া 🥴🥴
14/07/2025

প্রিন্সিপাল স্যার ছাত্রদের চরিত্রের সনদ দিবেন এত কম টাকায়?
ছাত্রদের উচিত উনার সম্মানে আরো ৫০ টাকা বাড়ায়া দেয়া 🥴🥴

14/07/2025

বাপ দাদার চেয়ে তারেক রহমানরে বেশী মানি 😛😛

13/07/2025

একজন রাজাকার কইয়া সোগামারা খেয়েছে, আরেকদল আবার রাজাকার রাজাকার শুরু করছে😛

কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আব্দুল হামিদ নিজ এলাকায় এলাকাবাসীর হাতে লাঞ্চিত।এই অল্প কি...
13/07/2025

কুমিল্লা নগরীর ২নং ওয়ার্ড (ছোটরা) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,আব্দুল হামিদ নিজ এলাকায় এলাকাবাসীর হাতে লাঞ্চিত।
এই অল্প কিছু দিন আগেও হামিদ ভাই হেটে গেলে এর চেয়েও বেশি মানুষ কুশল বিনিময় করতে এগিয়ে আসতো।

13/07/2025

👉কুমিল্লা সাহা মেডিকেল হল👈
অনেক পরিচিত নাম। এইখানে এমন কান্ড হবে ভাবা যায়?

এক ভাই ঔষধ কিনেছিলো। ঔষধের মার্কেট প্রাইস ৯ টাকা। ঔষধের দাম রাখছে ৮০ টাকা করে। পরবর্তী উনি যখন কাউন্টারে গিয়ে বলে। টাকা তো ফেরত দেয়ই না ওনার সাথে খারাপ আচরণ করে।‌

পরবর্তী ওনি ভোক্তা অধিকারের অভিযোগ জানান।

13/07/2025

বিদেশে বসে ভিডিও কলে বউ সামলানো যায় না, আরেকজন দেশ সামালাচ্ছে। 😛

12/07/2025

একজন দল চালাইতে যাইয়া হিমশিম খাইতেছে কর্মীদের আকাম কুকাম কন্ট্রোল না করতে পাইরা, অন্য দিকে তারই দলের লোক ইউসুফ সরকারের দেশ চালানোর ব্যর্থতা নিয়ে পইরা আছে। 🙃

আমার ভোট টা আপনার দলকেই দিতাম। যদি-১) গত ১০ মাসে আপনার দলের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নিউজ না আসতো,২) ড: ইউন...
12/07/2025

আমার ভোট টা আপনার দলকেই দিতাম। যদি-

১) গত ১০ মাসে আপনার দলের কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারির নিউজ না আসতো,

২) ড: ইউনুসকে পূর্ণ সমর্থন দিয়ে সংস্কারগুলো বাস্তবায়ন করতেন,

৩) জুলাই আন্দোলনের ক্রেডিট নিয়ে কাঁদা ছোড়াছুড়ি না করতেন

৪) ক্ষমতার জোরে ইসরাক নগর ভবনের দড়জায় তালা না মারতো,

৫) ভারত প্রীতি বন্ধ করতেন,

৬) "নির্বাচন চাই" বলা বাদ দিয়ে যদি বলতেন- চাঁদাবাজি, দখলদারি বন্ধ চাই,

আমি কেন আপনাকে ভোট দেব? গত ১০ মাসে আপনি আমার কোন বিশ্বাস টা অর্জন করতে পেরেছেন? গত দশ মাসে আপনার দলের একজন কর্মীকে দেখান, যিনি জনগণের ভাষায় কথা বলেছেন? একটা ভালো কাজের উদাহরণ দেখাতে পারবেন?

বড়ই আফসোস লাগছে, ৫ই আগষ্টের পর যে দলটা হতো জনগণের মাথার মুকুট, সেই দলটার প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।

12/07/2025

আরেকদল ভাবছে আমরা তাদের আপাকে ফিরিয়ে আনতে চাই 😆....

12/07/2025

'টিনের চালে কাউয়া, তারেক জিয়া শা*য়া' এটা শুধু রাগ কিংবা ক্ষোভের স্লোগান না। এটা বিএনপিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে তোমরা কোন চ্যা*র বা*ল। কেন? কারণ, সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বিরোধী মত দমাতে আওয়ামীলীগের নতুন ভার্সনের কথা বলাবলি করছে বিএনপির অনলাইন এক্টিভিস্টরা। এরা চাইছে বিরোধী মত দমানোর আওয়ামী স্টাইল কে মডিফাই করে বিএনপি ভার্সন দাঁড় করাতে। তারেক জিয়া শা*য়া স্লোগানটি বিএনপির অনলাইন এক্টিভিস্টদের দিকে শিক্ষার্থীদের সরাসরি চ্যালেঞ্জেরই অংশ। এবং এটা সারাদেশে ছড়িয়ে পড়েছে। স্লোগানটি তারেক জিয়ার মুখে সোজা জুতার বাড়ি মারার মতই হয়েছে।

মিটফোর্ডের সোহাগ ইস্যুতে তারেক জিয়ার আজকের বক্তব্যের সুরে 'টিনের চালে কাউয়া, তারেক জিয়া শা*য়া' স্লোগানটির প্রভাব বেশ লক্ষনীয়। ব্যাথা যে জায়গা মত লেগেছে সেটা দায় এড়ানোর চেষ্টার মধ্যেই ফুটে উঠেছে। দিন শেষে মানুষের আবেগ, অনুভূতি, প্রতিবাদ উপেক্ষা করে মিটফোর্ড ইস্যুতে বিএনপি নেতারা যে স্টাইলে বক্তব্য দিচ্ছে তা জেনজি প্রজন্মকে আরো বেশী ক্ষেপিয়ে তুলবে আগামীতে।

বসুন্ধরার আনভীর যে মাইয়াখোর এইডা বাংলাদেশের কারো জানার বাকি নাই। আনভীরের ভাই সানভীরেরও একই কাহিনী। এই দুই ভাইয়ের ডেইলি ২...
12/07/2025

বসুন্ধরার আনভীর যে মাইয়াখোর এইডা বাংলাদেশের কারো জানার বাকি নাই। আনভীরের ভাই সানভীরেরও একই কাহিনী। এই দুই ভাইয়ের ডেইলি ২/৩ ডা মাইয়া ছাড়া চলে না।

আর রিদিকা নামের এই ছেমড়ি সব জাইনা শুইনাও গেছে সানভীরের কাছে। এখন প্রেগনেন্ট হইয়া মাইর খাইয়া ফেসবুকে কান্নাকাটি করতেছে।

কুড়কুড়ানি তো তোমার শা****রভিত্রে😴 জাইনা শুইনা সোডা লইতে গেসো এহন আবার নাটক মারাও ফেসুবকে।

ছেমড়ি ভাবছিলো বিয়া করবো অথবা দুনিয়াডা লেইখ্যা দিয়া দিবো তার নামে 😹😹

12/07/2025

তারেক ব্রোর সরকার,
অতি তাড়াতাড়ি দরকার
🙂‍↔️

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when নতুন প্রজন্ম কুমিল্লা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নতুন প্রজন্ম কুমিল্লা:

Share