Majharul Islam Shejan

Majharul Islam Shejan বিনোদন

07/11/2024

সে পাপ করলো, একদিন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পেয়েও গেল।
আপনি তার পাপের সমালোচনা করে গীবত করলেন। সেটার ক্ষমাও চাইলেন না, পেলেনও না।
দিন শেষে— পাপ করলো সে, পাপী হলেন আপনি।

06/11/2024

"জীবনে কোনো কিছুকে একদম নিশ্চিত, একদম হবেই, হয়েই যাবে - বলে ধরে নিয়েন না। হাতের নাগালের জিনিসটাও নিমেষে হাতছাড়া হয়ে যায়। ঠিক চোখের সামনের মানুষটাও হারায় যায় চোখের পলকে। সমস্ত অকাট্য যুক্তি হার মানে ভাগ্যের খেলায়, সমস্ত হিসেব নিকেশ বদলে যায় নিয়তির লিখনে।

এই ক্ষুদ্র জীবনে আমি নিশ্চিত ভালো রেজাল্টটা মিস হতে দেখেছি, কনফার্ম চাকরিটা শেষমেশ না হতে দেখেছি, সব আয়োজন শেষে বিয়ে ভেঙ্গে যেতে দেখেছি। একদম শেষ মুহূর্তে কোনো পূর্বাভাস ছাড়াই ঝড়ের মতো সব এলোমেলো হয়ে যেতে দেখেছি।

আমি জেনেছি, এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত অনিশ্চয়তায় ভরা। আমি মেনে নিয়েছি, একদম সত্যি সত্যি পেয়ে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই আমাদের হাতে নেই, কখনো ছিলো না।"

©Mushfiqur Rahman Ashique

06/11/2024

ইন্টার পর্যন্ত ঠিক ছিলো, অনার্সে ভর্তি হওয়াটা বাড়াবাড়ি হয়ে গেছে!!

06/11/2024

ঝ**গড়া হলে কখনোই প্রেমিকাকে তার বিবেকের কাছে কোনো প্রশ্ন করতে বলবেন না। আমি করে দেখছি, প্রেমিকার বিবেক তার পক্ষেই উত্তর দেয়।

02/11/2024

আপনি 'ভালো মানুষ' কিনা সেটার প্রমান হচ্ছে আপনার আইডির রিচ! আপনার আইডি তে রিচ কম? তাইলে অভিনন্দন! আপনি একজন ভালো মানুষ কারণ ভালো মানুষের আইডি তে রিচ থাকেনা!

01/11/2024

Tomorrow will be better than today, so we live for the better future.
আলো আসবেই!!❤️

31/10/2024

অক্টোবরের শেষ দিন উপলক্ষে সবাই ৫০০ করে বিকাশ করেন, স্মৃতিচারন হয়ে যাক।

31/10/2024

দেখতে দেখতেই অক্টোবর কেমন শেষ হয়ে যাচ্ছে, নভেম্বরের আগমন হচ্ছে। জীবনে হয়তো নতুন কিছুর আগমন হবে, আবার অনেক কিছু হয়তো দূরে সরেও যাবে। তবে বাকি মাস গুলোও অক্টোবর এর মতোই কাটুক! ❤️🌸

31/10/2024

আপনার আত্মসম্মানবোধ এবং ব্যাক্তিত্ব, আপনার আবেগের চেয়ে বেশি হওয়া উচিৎ।

সময় বহমান, সত্য সুন্দর, বিশ্বাসেই ব্যাক্তিত্ব!

21/10/2024

No one knows what you feel inside…

ঐযে পাথরটা দেখছেন ওখানে আরবিতে লেখা— 'তুমি চলে গেলে, ঢেউগুলো থেমে যাবেনা"এর সরলসমীকরণ হলো— 'আপনার অনুপস্থিতিতে পৃথিবীর এ...
04/10/2024

ঐযে পাথরটা দেখছেন ওখানে আরবিতে লেখা— 'তুমি চলে গেলে, ঢেউগুলো থেমে যাবেনা"

এর সরলসমীকরণ হলো— 'আপনার অনুপস্থিতিতে পৃথিবীর একটা পাতারও কিছু যায় আসেনা'

Address

Cumilla

Telephone

+8801640660302

Website

Alerts

Be the first to know and let us send you an email when Majharul Islam Shejan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Majharul Islam Shejan:

Share