Mehedi HaSan Tanvir

Mehedi HaSan Tanvir Believer | Professional Graphic Designer | Bangladesh

দেখতে বিদেশিদের মতো হওয়ায় ভাইরাল গরিব মায়ের মেয়ে ইরামনিকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা সন্দেহ ছড়াচ্ছে। আমার একটাই প্রশ্ন“চি...
10/07/2025

দেখতে বিদেশিদের মতো হওয়ায় ভাইরাল গরিব মায়ের মেয়ে ইরামনিকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা সন্দেহ ছড়াচ্ছে। আমার একটাই প্রশ্ন“চিত্রনায়িকা মাহিয়া মাহি এত সুন্দর হলেও তার ছেলেটা কালো হয়েছে। তাই বলে মাহির ছেলেকে কেউ গরীবের বাচ্চা বলেনা কেনো????
এটা মাহির সন্তান না এটা বলেনা কেনো????”
নাকি গরিবের ঘরে সুন্দর বাচ্চা জন্মগ্রহণ করা অন্যায়?????

আসলে আমরা মানুষ হিসেবে লজ্জিত।
#কপি_পোস্ট

Don’t forget Squid Game was inspired by a real 1986 event in a bunker in no man’s land, South Korea, where hostages were...
07/07/2025

Don’t forget Squid Game was inspired by a real 1986 event in a bunker in no man’s land, South Korea, where hostages were forced to play deadly games to survive. The inhuman host was never found.

07/07/2025

তসবি রেখে গালিব বলেন,
'যিনি আমাকে হিসেব ছাড়া দেন তাকে কেন গুনে গুনে ডাকবো?'
- মির্জা গালিব

13/06/2025

ওদের প্লেন পড়লে আমরা কাঁদি,
আমাদের বন্যায় ওরা উল্লাস করে!
এটাই পার্থক্য...

কিছু কিছু ধারণা জন্মের শুরু থেকেই সম্পূর্ণ হয়ে উঠে। এগুলোতে কোনও রকম মেরামত, অতিরিক্ত উন্নয়ন বা আধুনিকায়নের প্রয়োজন ...
11/05/2025

কিছু কিছু ধারণা জন্মের শুরু থেকেই সম্পূর্ণ হয়ে উঠে। এগুলোতে কোনও রকম মেরামত, অতিরিক্ত উন্নয়ন বা আধুনিকায়নের প্রয়োজন হয় না।
এগুলো যেমন আছে, তেমনই থেকে যায়।
এর একটি নিখুঁত উদাহরণ হলো সেফটি পিন, যা ১৮৪৯ সালে ওয়াল্টার হান্ট আবিষ্কার করেন।
একটি সাধারণ ধাতব টুকরো, বুদ্ধিমত্তার সঙ্গে বাঁকানো, যা ১৭০ বছরেরও বেশি সময় ধরে প্রায় অপরিবর্তিত রয়ে গেছে।
সবসময় জটিলতা বা নিরবচ্ছিন্ন উদ্ভাবনই মূল বিষয় নয়।
কখনো কখনো একটি ধারণার মহত্ব এখানেই থাকে যে, এটি শুরু থেকেই কার্যকারিতা ও সৌন্দর্যের সেরা সমন্বয় করে এবং একে আর পরিবর্তনের প্রয়োজন পড়ে না।

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না। কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন ...
26/04/2025

সবজি ওজন করার সময় যদি মাপার কাঁটায় একটি মাছি বসে, তাহলে ওজনে তেমন পার্থক্য হয় না।

কিন্তু সেই একই মাছি যদি স্বর্ণ ওজন করার সময় মাপার কাঁটায় বসে, তাহলে তার ওজনে দশ-বিশ হাজার টাকার পার্থক্য করে দিতে পারে।

এখানে ওজন বড় কথা নয়, আপনি কোন যায়গায় অবস্থান করছেন—সেটাই আসল গুরুত্বপূর্ণ বিষয়।

তাই চেষ্টা করুন ভালো মানুষদের সংস্পর্শে থাকতে। নিজেকে উত্তম পরিবেশে রাখুন এবং নিজের সম্মান ও মর্যাদা বজায় রাখুন।

24/03/2025

সরকারি বা যেকোনো অনুদান দিতে গেলে ১ ঘরে হয় ৪ পরিবার,আর মসজিদের ইমামের বেতন দিতে গেলে ৪ ঘর মিলে হয় এক পরিবার।⚖️

Who is a woman who has inspired your career?  Many women have been inspirational figures in different careers, breaking ...
08/03/2025

Who is a woman who has inspired your career?

Many women have been inspirational figures in different careers, breaking barriers and setting new standards. When it comes to graphic design and freelancing, some iconic women have paved the way for creativity and success.

🎨 Paula Scher – A Design Legend
One of the most influential women in graphic design, Paula Scher is known for her work with Pentagram and for revolutionizing typography and branding. Her bold designs for brands like CitiBank and Microsoft have shaped modern design standards. Her journey proves that creativity, persistence, and innovation are key to success.

💡 Sara Blakely – A Self-Made Entrepreneur
The founder of Spanx, Sara Blakely, is a great example of how branding and design play a role in business success. Starting with just an idea, she used smart marketing and visual storytelling to turn her brand into a billion-dollar empire.

🖥️ Jessica Walsh – A Modern Creative Leader
Jessica Walsh, co-founder of &Walsh, is a powerhouse in branding, advertising, and digital design. She has used her platform to advocate for women in design and create visually stunning campaigns for global brands.

🚀 What Can We Learn?
- Confidence in creativity leads to success
- Bold branding & innovation make a difference
- Women in design & freelancing continue to shape industries

Every freelancer or entrepreneur should take inspiration from these figures, proving that dedication and creative thinking lead to success.

পাকিস্তান সকলক্ষেত্রেই বৈষম্য করে আমাদেরকে অনেক বেশী ঠকাইছে। প্রথমদিকের ভালো জিনিসগুলো তারা নিয়া শেষের পঁচা জিনিসগুলো আম...
07/03/2025

পাকিস্তান সকলক্ষেত্রেই বৈষম্য করে আমাদেরকে অনেক বেশী ঠকাইছে। প্রথমদিকের ভালো জিনিসগুলো তারা নিয়া শেষের পঁচা জিনিসগুলো আমাদের জন্য রাইখা গেছে 🫣🙄🫣

09/02/2025
সচেতন হই!
31/12/2024

সচেতন হই!

26/11/2024

Business Motto:
Always let the customer win.

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi HaSan Tanvir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mehedi HaSan Tanvir:

Share

Mehedi HaSan Tanvir

Hi, I'm Mehedi, a professional Graphic Designer. I always try to make my design more innovative. My unique view will help you to promote and introduce your business easily in particular fields. I'll deliver your projects at the mentioned time.

My Services:

Logo: Brand / Classic / Modern / Business / Professional / Minimalist