23/05/2025
আলহামদুলিল্লাহ 🥰
🔴 মহেশপুর পেয়ারাকান্দি ব্লাড ফাউন্ডেশন
নিবন্ধিত রক্তদাতাদের তালিকা...
🩸 “এক ফোঁটা রক্ত, অনেক জীবনের আশার আলো”
❝আজ যারা নিবন্ধিত রক্তদাতা, তারাই আমাদের সমাজের নায়ক।❞
❝আমরা কেউ ডাক্তার নই, তবুও চেষ্টা করি রক্ত দিয়ে জীবন বাঁচাতে।
আমরা কেউ হিরো নই, তবুও চেষ্টা করি কাউকে হাসাতে।
আমরা শুধু দিতে চাই – বিনিময়ে চাই না কিছুই।❞
🌟 আজকের এই নিবেদিতপ্রাণ ভাইয়েরা প্রমাণ করেছেন –
মানবতা শুধু মুখের কথা নয়, তা কাজে প্রকাশ পায়।
✅ রক্তদান শুধু সহানুভূতি নয়,
এটা এক ধরনের নীরব বিপ্লব।
এক ব্যাগ রক্ত হয়তো কারও জন্য হতে পারে জীবনের সবচেয়ে বড় উপহার।
💉 আপনার রক্ত কারও জন্য হতে পারে নতুন একটি সকাল।
চলুন, আমরাও তাদের মতো রক্তদাতা হয়ে উঠি –
ভালোবাসা, দায়িত্ববোধ ও আল্লাহর সন্তুষ্টির আশায়।
📿 সবশেষে বলতে চাই:
জীবন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আমরা তো কেবল উসিলামাত্র।
゚