
31/12/2024
"তাহার মুগ্ধতার চেয়ে বড় কোনো মুগ্ধতা
ছুঁতে পারেনি আমায়🤍🌸
তার চোখের গভীরতায় ডুবে গিয়ে খুঁজে পেয়েছি পৃথিবীর সমস্ত রং।
তার হাসির মধুরতায় বাঁধা পড়ে গেছে আমার সমস্ত অনুভূতি।
এমনই এক মানুষ, যার উপস্থিতিতেই জীবনটা কবিতা হয়ে যায়।
তাকে ভালোবাসা মানে নিজের অন্তরকে নতুন করে চেনা,
তাকে অনুভব করা মানে জীবনকে নতুন করে জানা।
তাহার মুগ্ধতা—জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। 🌸
✒️~S__k~