10/07/2025
দাখিলে আল ইসরা মাদরাসার ঈর্ষনীয় সাফল্য
-বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় কুমিল্লার লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ইসরা বালিকা মাদরাসার শিক্ষার্থীরা সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।
চলতি বছরের দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩ জন জিপিএ-৫ (এ+) ও ৭ জন এ গ্রেডসহ শতভাগ পাশ করেছে।
মাদরাসার এ ভালো ফলাফলে শিক্ষাথী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। এছাড়া মাদরাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরের আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যা ভূমিকা রেখেছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিমত ব্যক্ত করেন।
আল-ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ্ মুহাজির বলেন, আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আমার মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দের নিরলস প্রচেষ্টা আর শিক্ষার্থীদের দিন রাত মেহনতের ফলেই আজকে এতো সুন্দর একটি ফলাফল লাভ করতে পেরেছি,আলহামদুলিল্লাহ।
তিনি আরো বলেন,এই ফলাফলের অন্যতম ভাগীদার আমার শিক্ষার্থীদের অভিভাবকগণ, যারা তাদের আদরের সন্তানদেরকে ভালো ফলাফলের আশায় আমাদের সকল নিয়মগুলো সঠিকভাবে পালন করেছেন।ইনশাআল্লাহ,আমি আশা করি আগামীতেও আমরা আমাদের মেহনতী শিক্ষক - শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আরো ভালো ফলাফল করতে সচেষ্ট হবো। ইনশাআল্লাহ।
উল্লেখ্য, লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা উত্তর বাজার এলাকার সৈয়দপুরে অবস্থিত আল ইসরা মাদরাসায় গত বছর দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ এবং গোল্ডেন জিপিএ-৫ (এ+) সহ ৫ টি জিপিএ-৫ (এ+) অর্জন করে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকেই সফলতার সাথে মেয়ে শিক্ষার্থীদের ইসলামী ও জেনারেল শিক্ষা দিয়ে আসছে মাদরাসাটি৷ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষাতেও অংশ গ্রহণ করে থাকে এ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।
তথ্য: Kazi Yeakub Ali Nemal