Ajker Lalmai - আজকের লালমাই

Ajker Lalmai - আজকের লালমাই লালমাই উপজেলার প্রথম জনপ্রিয় অনলাইন পত্রিকা "আমরা নিরোপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে"
(1)

11/07/2025
বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় প্রবাসী স্বামীকে গোপনাঙ্গে আঘাত ও শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে নববধূ আয়েশা আক্তারের বিরুদ্ধে।...
10/07/2025

বিয়ের মাত্র ৩৬ দিনের মাথায় প্রবাসী স্বামীকে গোপনাঙ্গে আঘাত ও শ্বাসরোধ হত্যার অভিযোগ উঠেছে নববধূ আয়েশা আক্তারের বিরুদ্ধে। কুমিল্লা লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত প্রবাসী সাকিব চৌধুরী (৩২) ওই গ্রামের সোহেল চৌধুরীর ছোট ছেলে। আর অভিযুক্ত আয়েশা লাকসাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে।
ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করলেও মৃত্যুর সাতদিন পর (৯ জুলাই) নিহতের বাবা বাদী হয়ে কুমিল্লার ৫নং আমলি আদালতে পুত্রবধূ, শ্যালক ও শ্বশুরসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা (সিআর নং ৪৯১/২৫) করেছেন।
তথ্য: লালমাই বার্তা।

দাখিলে আল ইসরা মাদরাসার ঈর্ষনীয় সাফল্য-বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় কুমিল্লা...
10/07/2025

দাখিলে আল ইসরা মাদরাসার ঈর্ষনীয় সাফল্য

-বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় কুমিল্লার লালমাই উপজেলার জনপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-ইসরা বালিকা মাদরাসার শিক্ষার্থীরা সাফল্যের কৃতিত্বপূর্ণ ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

চলতি বছরের দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তার মধ্যে ৩ জন জিপিএ-৫ (এ+) ও ৭ জন এ গ্রেডসহ শতভাগ পাশ করেছে।

মাদরাসার এ ভালো ফলাফলে শিক্ষাথী ও অভিভাবকরা অত্যন্ত আনন্দিত। এছাড়া মাদরাসার শিক্ষার মান ও শিক্ষা কার্যক্রমের সুন্দর পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, বিজ্ঞানসম্মত, আধুনিক ও যুগোপযোগী কার্যকরী শিক্ষার প্রয়োগ, দ্বীনদার দক্ষ জনশক্তি তৈরির ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখা ও শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত লেখাপড়ায় মনোনিবেশ সৃষ্টিতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাছুম বিল্লাহ মুহাজিরের আন্তরিক প্রচেষ্টা, সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও নিবিড় পরিচর্যা ভূমিকা রেখেছে বলে শিক্ষার্থী ও অভিভাবকরা অভিমত ব্যক্ত করেন।

আল-ইসরা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাসুম বিল্লাহ্ মুহাজির বলেন, আল্লাহ তায়ালার অশেষ কৃপায় আমার মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাবৃন্দের নিরলস প্রচেষ্টা আর শিক্ষার্থীদের দিন রাত মেহনতের ফলেই আজকে এতো সুন্দর একটি ফলাফল লাভ করতে পেরেছি,আলহামদুলিল্লাহ।

তিনি আরো বলেন,এই ফলাফলের অন্যতম ভাগীদার আমার শিক্ষার্থীদের অভিভাবকগণ, যারা তাদের আদরের সন্তানদেরকে ভালো ফলাফলের আশায় আমাদের সকল নিয়মগুলো সঠিকভাবে পালন করেছেন।ইনশাআল্লাহ,আমি আশা করি আগামীতেও আমরা আমাদের মেহনতী শিক্ষক - শিক্ষিকা,শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় আরো ভালো ফলাফল করতে সচেষ্ট হবো। ইনশাআল্লাহ।

উল্লেখ্য, লালমাই উপজেলার প্রাণকেন্দ্র বাগমারা উত্তর বাজার এলাকার সৈয়দপুরে অবস্থিত আল ইসরা মাদরাসায় গত বছর দাখিল পরীক্ষায় ১০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাশ এবং গোল্ডেন জিপিএ-৫ (এ+) সহ ৫ টি জিপিএ-৫ (এ+) অর্জন করে উপজেলায় প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠার পর থেকেই সফলতার সাথে মেয়ে শিক্ষার্থীদের ইসলামী ও জেনারেল শিক্ষা দিয়ে আসছে মাদরাসাটি৷ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণের পাশাপাশি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষাতেও অংশ গ্রহণ করে থাকে এ মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

তথ্য: Kazi Yeakub Ali Nemal

সর্বশেষ তথ্য অনুযায়ী  বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ ১১টি।
10/07/2025

সর্বশেষ তথ্য অনুযায়ী বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে A+ ১১টি।

09/07/2025

প্রাকৃতিক দূর্যোগের কারনে আগামীকালের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সূত্র:- কুমিল্লা শিক্ষা বোর্ড

সেই অডিওর প্রমাণ পেয়েছে বিবিসি.....
09/07/2025

সেই অডিওর প্রমাণ পেয়েছে বিবিসি.....

জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প সম্পন্ন-বাগমারা দক্ষিণ প্রতিনিধি:-জয়নগর জনকল্যাণ পরি...
06/07/2025

জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প সম্পন্ন

-বাগমারা দক্ষিণ প্রতিনিধি:-
জয়নগর জনকল্যাণ পরিষদের উদ্যোগে সম্প্রতি এক দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
ক্যাম্পটি আয়োজন করা হয় এলাকার সুবিধাবঞ্চিত মানুষের চোখের রোগ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে।
এই সময় চিকিৎসা সেবা প্রদান করেন অপটোমেট্রিস্ট মো. ইমরান হোসেন,
ডিএমএফ (এএমআই) ঢাকা, বাংলাদেশ বিমান বাহিনী,
ডিওএলভি (দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়),
বিএম&ডিসি রেজিঃ ডি-২৯১৭৬,
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার,
এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতাল।

এই ক্যাম্পে শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাওলানা নাঈম উদ্দিন সিদ্দিকী, ইকবাল হোসেন, সভাপতি নেছার উদ্দিন মিশু, সেক্রেটারি লোকমান হোসেন, এবং অর্থ পরিচালন কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ।

জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক সাড়া পড়ে এবং তারা এ ধরনের আয়োজন আরও বারবার করার দাবি জানান।

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক....
06/07/2025

সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর অভিযানে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক....

Address

Cumilla
3570

Alerts

Be the first to know and let us send you an email when Ajker Lalmai - আজকের লালমাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ajker Lalmai - আজকের লালমাই:

Share