15/07/2025
ছবিটা একটু খেয়াল করে দেখুন। হাত-পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে গর্ত হয়ে গেছে। প্রায় ৬-৭ মাস ধরে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে ছিলেন পাকিস্তানি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগর। এতদিন কেটে গেছে, অথচ কেউ খোঁজ নেয়নি। বেঁচে আছেন কি না, সেটা জানার মতো মানুষটাও ছিল না পাশে। অথচ পর্দায় তাকে ঘিরে ছিল অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য ভক্ত-অনুরাগী!
এখান থেকেই একটা বড় শিক্ষা নেওয়ার আছে…
পর্দায় যাদের দেখি, মনে হয় তারা বুঝি সুখের চূড়ায় আছেন—দামী জামাকাপড়, গাড়ি-বাড়ি, ঝলমলে জুয়েলারি, সাজানো ঘর—সবই আছে। মনে হয়, আহ! কতটা আরাম আয়েশে আছে তারা। আজকাল তো ভ্লগিং করে করেই একেকজন হয়ে যাচ্ছে “জিরো থেকে হিরো”! আর আমরা? এক জামা ২-৩ বছর ঘুরিয়ে পরি। নতুন কিছু কিনতে গেলেও কতবার হিসেব-নিকেশ করি!
কিন্তু বিশ্বাস করুন, দামী লাইফস্টাইল মানেই সুখ নয়। সত্যিকার অর্থে সুখ ও শান্তি যদি ঐ বিলাসে থাকত, তাহলে তো এমন মৃত্যু হতো না। তারা হয়তো বাহ্যিকভাবে বিলাসী, কিন্তু হৃদয়ের গভীরে ভীষণ একা, অসহায়। কারণ তারা তাদের স্রষ্টা থেকে দূরে সরে গেছে।
আমরা হয়তো ততটা ধনী নই। কিন্তু এক ঘণ্টা বাইরে থাকলেই মা-বাবা ফোন করে খোঁজ নেয়। বড় ভাই-বোন থাকলে রাগ করে, চিৎকার করে—কিন্তু ওটাই তো ভালোবাসা। আমাদের বাড়ি হয়তো ততটা রাজপ্রাসাদ নয়, জামা-কাপড় ততটা দামি নয়, কিন্তু আমাদের অন্তরে শান্তি আছে, ভালোবাসা আছে।
আর সত্যিকারের ভালো থাকা—এটাই।