Mily002

Mily002 নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক 🤍

02/08/2025
23/07/2025
21/07/2025

উত্তরা দিয়াবাড়িতে বাচ্চাদের স্কুলের উপর বিমান বি*/ধ্ব/স্ত হয়েছে। বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করেন প্লিজ। 😣

20/07/2025

গভীর রাতে সবার ঘরের দরজা বন্ধ থাকলেও, আল্লাহ তায়ালার রহমতের দরজা, সবসময় খোলা থাকে
আলহামদুলিল্লাহ🖤🌸

ছবিটা একটু খেয়াল করে দেখুন। হাত-পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে গর্ত হয়ে গেছে। প্রায় ৬-৭ মাস ধরে নিজের ফ্ল্যাটে মৃত অবস্...
15/07/2025

ছবিটা একটু খেয়াল করে দেখুন। হাত-পায়ের চামড়া ফেটে গেছে, মাংস গলে গর্ত হয়ে গেছে। প্রায় ৬-৭ মাস ধরে নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পড়ে ছিলেন পাকিস্তানি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী হুমাইরা আসগর। এতদিন কেটে গেছে, অথচ কেউ খোঁজ নেয়নি। বেঁচে আছেন কি না, সেটা জানার মতো মানুষটাও ছিল না পাশে। অথচ পর্দায় তাকে ঘিরে ছিল অসংখ্য মানুষের ভিড়, অসংখ্য ভক্ত-অনুরাগী!

এখান থেকেই একটা বড় শিক্ষা নেওয়ার আছে…

পর্দায় যাদের দেখি, মনে হয় তারা বুঝি সুখের চূড়ায় আছেন—দামী জামাকাপড়, গাড়ি-বাড়ি, ঝলমলে জুয়েলারি, সাজানো ঘর—সবই আছে। মনে হয়, আহ! কতটা আরাম আয়েশে আছে তারা। আজকাল তো ভ্লগিং করে করেই একেকজন হয়ে যাচ্ছে “জিরো থেকে হিরো”! আর আমরা? এক জামা ২-৩ বছর ঘুরিয়ে পরি। নতুন কিছু কিনতে গেলেও কতবার হিসেব-নিকেশ করি!

কিন্তু বিশ্বাস করুন, দামী লাইফস্টাইল মানেই সুখ নয়। সত্যিকার অর্থে সুখ ও শান্তি যদি ঐ বিলাসে থাকত, তাহলে তো এমন মৃত্যু হতো না। তারা হয়তো বাহ্যিকভাবে বিলাসী, কিন্তু হৃদয়ের গভীরে ভীষণ একা, অসহায়। কারণ তারা তাদের স্রষ্টা থেকে দূরে সরে গেছে।

আমরা হয়তো ততটা ধনী নই। কিন্তু এক ঘণ্টা বাইরে থাকলেই মা-বাবা ফোন করে খোঁজ নেয়। বড় ভাই-বোন থাকলে রাগ করে, চিৎকার করে—কিন্তু ওটাই তো ভালোবাসা। আমাদের বাড়ি হয়তো ততটা রাজপ্রাসাদ নয়, জামা-কাপড় ততটা দামি নয়, কিন্তু আমাদের অন্তরে শান্তি আছে, ভালোবাসা আছে।

আর সত্যিকারের ভালো থাকা—এটাই।

🥴🥴🥴👍👍
15/07/2025

🥴🥴🥴👍👍

ময়নার সুখ খাটিয়ে উঠতে না উঠতেই আরেক ময়না শেষ হয়ে গেল আমাদের দেশে কি হচ্ছে..?এই বাচ্চা মেয়েটা ৫ দিন যাবত নিখোঁজের পর আজ ...
14/07/2025

ময়নার সুখ খাটিয়ে উঠতে না উঠতেই

আরেক ময়না শেষ হয়ে গেল আমাদের দেশে কি হচ্ছে..?

এই বাচ্চা মেয়েটা ৫ দিন যাবত নিখোঁজের পর আজ তার অর্ধগলিত দেহ বাড়ির পাসের একটি পাট ক্ষেতে পাওয়া গেছে 😪 নিখোঁজের পর বাবা মা স্পষ্ট বলে দিয়েছিল দরকার হলে

বাড়ি বিক্রি করে পুরস্কার দিবে যদি কেউ সন্ধান দিতে পারে,

কতটা নির্মম ঘটনা 😪

গ্রাম : চরমারিয়া, কিশোরগঞ্জ সদর

আল্লাহ এই বাচ্চা মেয়েটাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করুন।

আল্লাহ বাবা মা পরিবারকে শোক সইবার শক্তি দান করুন। আমিন

14/07/2025
13/07/2025

I got over 50 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

12/07/2025

follow to follow

10/07/2025

ফলো লাগবে কার
কমেন্ট করো।।।
ফলো 2 ফলো

10/07/2025

একটিভ আছি ✅
সাপোর্ট করলে সাপোর্ট পাবেন
ফলো টু ফলো💯✅💝

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mily002 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share